বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন

মেনিসপার্মাম-Menispermum

আরোগ্য হোমিও হল / ১১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
মার্কুরিয়াস হাইড্রোজিয়াম-Mercurius Hydragyrum
হোমিও বই

মেনিসপার্মাম (Menispermum)

চলতি নাম – মুনসিড (Moonseed)

ডা: উইলিয়াম বরিক।

আধকপালে মাথাধার ঔষধ, তৎসহ অস্থিরতা ও স্বপ্ন দর্শন। মেরুদণ্ডে বেদনা, সর্বাঙ্গে শুস্কতা বোধ ও চুলকানি। গলমধ্য ও মুখগহ্বর শুস্ক।

মস্কক : ভিতর দিক হইতে বাহিরের দিকে প্রচাপন, তৎসহ হাত-পা ছড়ান, হাই তোলা এবং পৃষ্ঠের নীচের দিকে বেদনা। সবমন শিরঃপীড়া, কপাল ও শঙ্খস্থানে বেদনা, ক্রমণঃ মস্তকের পশ্চাদ্দিকে বিস্তৃত হয়। জিহ্ব স্ফীত এবং প্রচুর লালাস্রাব।

আরও পড়ুন – মস্তক, মস্তিষ্ক এবং শিরত্বক (Head, Sensorium and Scalp)

হস্ত-পদাদি : পৃষ্ঠদেশে, উরু, কনুই ও স্কন্ধদ্বয়ে বেদনা। পদদ্বয়ে বেদনা যেন ছড়িয়া গিয়াছে।

সম্বন্ধ : তুলনীয় – ককুলাস, ব্রায়ো।

মাত্রা : ৩য় শক্তি।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev