বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৫ অপরাহ্ন

মেডেকাগো স্যাটিভা-Medicago Sativa

আরোগ্য হোমিও হল / ১০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫, ৭:০৬ অপরাহ্ন
মার্কুরিয়াস হাইড্রোজিয়াম-Mercurius Hydragyrum
হোমিও বই

মেডেকাগো স্যাটিভা (Medicago Sativa)

চলতি নাম – আলফালফা (ALfalfa)

ক্যালিফোনিয়া ক্লোভার (California Clover), লুসার্ণ (Lucerne)

ডা: উইলিয়াম বরিক।

স্নৈহিক শিরাসমুহের উপর ক্রিয়া থাকায়, আলফালফা পরিপোষণক্রিয়ার উন্নতি করে, ফলে ক্ষুধা ও হজমশক্তি বৃদ্ধি পায়, শারীরিক ও মানসিক শক্তি বাড়ে এবং সাথে সাথে রোগীর ওজনও বৃদ্ধিপ্রাপ্ত হয়। পরিপেষণ ক্রিয়ার বিকৃতিজাত ধাতুদৌর্বল্য, কোষ্ঠকাঠিন্য, স্নায়বিকতা, অনিদ্রা, অগ্নিমান্দ্য প্রভৃতি উপদ্রব এই ঔষধটির অধিকার আসে। ইহা মেদ উৎপন্ন করে এবং দেহের উপাদান-বস্তসমুহের ক্ষয় নিবারণ করে। দুগ্ধবতী মাতার স্তনদুগ্ধের দোষ দুর করিয়া দুগ্ধের পরিমাণ এবং গুণ বৃদ্ধি করে। মুত্রযন্ত্রের উপর ঔষধটির সথেষ্ট ক্রিয়া আছে, মত্রুমেহ এবং ফসফেটযুক্ত বহুমুত্র রোগ ইহা কাজে আসে। মুত্রযন্ত্রের উত্তেজনাবশতঃ মুত্রশয়ের মুখশায়ী গ্রন্থির বিবৃদ্ধি রোগে ইহা ফলপ্রদ। বাতপীড়া-গ্রস্ত রোগীর পক্ষে ইহার উপযোগিতা সমধিক।

বায়ো কম্বিনেশন ২৫

মন : ঔষধটির মনের প্রফুল্লতা আনয়ন করে। মনে উজ্জল ভবিষ্যৎ এবং সুমঙ্গলের আশা জায়গায়, অবসাদ দুর করে। যে রোগী নিস্তেজ, তন্দ্রাচ্ছন্ন, জড় প্রকৃতি (জলস), বিষণ্ণ, কোপনস্বভাব এবং যাহার এই সব লক্ষণ  সন্ধ্যাকালে বাড়ি, তাহার পক্ষে ঔষধটি বিশেষভাবে উপযোগী।

আরও পড়ুন –  আলফা টনি সিরাপ (শরীরে শক্তি যোগায় ও হজম শক্তি বৃদ্ধি করে)

মস্তক : মাথার পিছন দিকে, চক্ষুর মধ্যে ও উপরে ভারী বোধ করে, সন্ধ্যাকালে ঐ ভারের বৃদ্ধি। মাথার বামদিকে বেদনা। প্রবল মাথা ধরা।

কর্ণ : রাত্রিকলে গলগহ্বর হইতে মধ্যকর্ণ পর্যন্ত বিস্তৃত নলীতে (Eustachian tube) পুর্নতাবোধ, প্রাতে ঐ ভাবটি দুর হয়।

পাকস্থলী : তৃষ্ণা বাড়িয়া উঠে। কখনও কখনও ক্ষুধা কমিয়া যায়, কিন্ত অধিকাংশ ক্ষেত্রেই রাক্ষুসে ক্ষুধা। রোগীকে মাঝে-মাঝেই খাইতে হয়, খাওয়ার নিদিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করিতে পারে না। দুপুরের পুর্বেই ক্ষুধা। ঘনঘন একটু-একটু করিয়া খায়, মিষ্টদ্রব্যে বিশেষ স্পৃহা।

আরও পড়ুন –  যৌনতায় অনীহার কারণ ও এর প্রতিকার

উদরগহ্বর : তলপেটে বায়ু জমিয়া টানটান ভাব। আহারের কয়েক ঘন্টা পরে স্তুলান্ত্রে বায়ু জমিয়া বেদনা, ঐ বেদনা সঞ্চরণশীল। পুনঃপুনঃ পাতলা পীতবর্ণ মলনিঃসরণ, নিঃসরণকালৈ বেদনা এবং তৎসহ বায়ু জমিয়া উদরে জ্বালা। পুরতান এপেণ্ডিসাইটিস।

মুত্র : মুত্রগ্রন্থি দুর্বল, পুনঃপুনঃ মুত্রবেগ। বহুমুত্র (এসিড ফস) মুত্রের সহিত যথেষ্ট ইউরিয়া, ইণ্ডিকান ও ফসফেট নির্গত হয়।

নিদ্রা : রোগীর সাধারণতঃ ঘমু বেশী হয়, বিশেষতঃ ভোরের দিকে। আলফালফা সেবনে সম্পুর্ণ আরামদায়ক ও শান্তিপুর্ণ নিদ্রা হইয়া থাকে।

আরও পড়ুন  –  কেন্ট ১৬ (পুরুষ যৌন দুর্বলতায় কার্যকর)

সম্বন্ধ : এভেনা স্যাাটইভা, ডিপোডিয়াম, পাঙ্কট, জেলস, হাইড্রাসটিস, ক্যালি-ফস, ফসফরিক এসিড ও জিঙ্কামের সহিত তুলনীয়।

মাত্রা : মুল অরিষ্ট ৫ হইতে ১০ ফোঁটা মাত্রায় দিনের মধ্যে কয়েক বার ব্যবহার করিলে বিশেষ উপকার দর্শে। যতদিন শরীরের পুষ্টিসাধনক্রিয়া আরম্ভ না হয় ততদিন পর্যন্ত ঔষধটি চালাইয়া যাইতে হয়।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev