বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

মিউরেক্স-Murex

আরোগ্য হোমিও হল / ৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫, ৮:৩২ অপরাহ্ন
মার্কুরিয়াস হাইড্রোজিয়াম-Mercurius Hydragyrum
হোমিও বই

মিউরেক্স (Murex)

চলতি নাম – পার্পল ফিস (Purple Fish)

ডা: উইলিয়াম বরিক।

স্ত্রী-জননেন্দ্রিয়ের লক্ষণগুলিই প্রধান এবং রোগীদেহে পরীক্ষিত। স্নায়ুবিক প্রকৃতি, আমোদপ্রিয়, স্নেহশীলা রমণীগণের পক্ষে ভাল খাটে। রোগিণী দুর্বল ও জীর্ণ শীর্ণ।

বায়ো কম্বিনেশন ২৫

মন : অত্যান্ত বিষাদ, উদ্বেগ ও ভয়।

পাকস্থলী : পাকস্থলীতে নিমগ্নতা এবং খালি খালি বোধ (সিপিয়া)। ক্ষুধার্ত, না খাইয়া থাকিতে পারে না।

আরও পড়ুন – সিজার ও জরায়ু সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ নানা তথ্য

স্ত্রী-জননেন্দ্রিয় : জরায়ুর কথা সর্বদা মনে জাগরুক থাকে। জরায়ু গীবার স্পন্দন, অতি সহজে রতীচ্ছ জন্মে। মনে হয় যেন, বস্থিগহ্বরের কোন একটি টাটান অংশে চাপ পড়িতেছে, বসিলে বৃদ্ধি, জরায়ুর দক্ষিণ অথবা বাম স্তন পর্যন্ত বিস্তৃত বেদনা। কামোন্মাদ। জননেন্দ্রিয় সামান্য মাত্র স্পর্শ করিলে প্রবল রতীচ্ছা জন্মে। জরায়ুতে টাটান ব্যথা। ঋতুস্রাব অনিয়মিত প্রচুর, মাঝে মাঝে চাপ চাপ রক্ত নির্গমন। জরায়ু বাহির হইয়া পড়িবে – এরুপ বোধ, জরায়ু নির্গমন, জরায়ু বিবর্ধন, তৎসহ বস্তিপ্রদেশে চাপ বোধ এবং তীব্র বেদনা। ঐ বেদনা স্তনদেশ পর্যন্ত বিস্তৃত হয়, শয়নে বৃদ্ধি। রজঃকৃচ্ছ এবং জরায়ু অন্তর্বেষ্টকের পুরাতন প্রদাহ, তৎসহ জরায়ু-চ্যুতি। রোগিনীকে চাপ দিয়া পা গুটাইয়া বসিয়া জরায়ু নির্গমণে বাধা দিতে হয়। প্রদরস্রাব – সজুজ অথবা রক্তাক্ত, মানসিক লক্ষণ ও পৃষ্ঠমুলীয় অস্থিতে বেদনা সহিত পর্যাক্রমে ঘুরিয়া ঘুরিয়া দেখা দেয়। স্তনে পীড়াজ্ঞাপক নহে (benign) এরুপ অর্বুদ। মাসিক ঋতুস্রাব কালে ঐ অর্বুদগুলিতে বেদনা।

আরও পড়ুন – সালোলাম ৩X (মুত্র ও মুত্রনালীতে কার্যকর)

মুত্রযন্ত্র : রাত্রিতে পুনঃপুনঃ মুত্রত্যাগ, মুত্রে ভেলেরিয়ানের গন্ধ। অবিরত মুত্রবেগ (ক্রিয়োজোট)।

উপচয, উপশম : সমান্যা মাত্র স্পর্শে বৃদ্ধি।

সম্বন্ধ : তুলনীয় – প্ল্যাটিনা, লিলিয়াম, সিপিয়া (সিপিয়ার (মিউরেক্সের ন্যায় সঙ্গমক্রিয়ায় আসক্তি থাকে না।

মাত্রা : ৩য় হইতে ৩০শ শক্তি।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev