বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৮ অপরাহ্ন

মার্কুরিয়াস সালফিউরিকাস-Mercurius Sulphuricus

আরোগ্য হোমিও হল / ৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
মার্কুরিয়াস হাইড্রোজিয়াম-Mercurius Hydragyrum
হোমিও বই

মার্কুরিয়াস সালফিউরিকাস (Mercurius Sulphuricus)

হাই্রোজ অক্সাইড সাব-সালফ (Hydrarg Oxyd Sub-Sulph)

টাপিথিয়াম মিনারাল (Turpethum Minerale)

ইওলো সালফেট অব মমার্কারি (Yellow Sulphate of Mercury)

ডা: উইলিয়াম বরিক।

জলবৎ মল, গুহ্যদ্বারে জ্বালা, জিহ্বাগ্রে বেদনা। পদদ্বয়ের স্ফীতি। সূর্য্যতাপ থাকিলে হাঁচি। অতি প্রত্যুষে উদরময়, মল হলদবর্ণ পদার্থমিশ্রিত গরম জলের স্রোতের মত সজোরে নির্গত হয়। চাউল ধোয়া জলের ন্যায় প্রবল ভেদ। সমান্য পরিমাণে পরিস্কার ও জ্বালাকর মুত্র। অত্যান্ত শ্বাসকষ্ট। রোগীকে উঠিতে বসিতে হয়। শ্বাসক্রিয়া দ্রুত, হ্রস্ব, বক্ষে জ্বালা। বক্ষে জল সঞ্চয় (আর্স)। হৃৎপিণ্ডস্থানে বেদনা ও দুর্বলতা।

আরও পড়ুন – শিশুর শ্বাসকষ্ট

সম্বন্ধ : তুলনীয় – মার্ক এসেট (মুত্রের শেষ ফোঁটা পড়িবার সময়, মুত্রপথে কর্তনবৎ বেদনা।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev