মার্কুরিয়াস সায়ানেটাস (Mercurius Cyanatus)
চলতি নাম – সায়ানাইড আব মার্কারি (Cyanide of Mercury)
ডা: উইলিয়াম বরিক।
তরুণ পীড়া, নিউমোনিয়া, মুত্রগ্রন্থি প্রদাহ। ইহার ক্রিয়া অনেকটা সংক্রামক রোগের জীবণুজ প্রুতিবিষ সদৃশ। সঙ্ঘাতিক ও দ্রুত অবসন্নতা, রক্তস্রাব প্রবণতা, শরীরের বিভিন্ন দ্বার হইতে কাল তরল রক্তস্রাব, নীলিমা, দ্রুত শ্বাস ও হৃৎক্রিয়া। অণ্ডলালাময় মুত্র। পেশীসমুহের স্পন্দন ও আক্ষেপ। টাইফয়েড, নিউমোনিয়া।
যে সকল ক্ষেত্রে যন্ত্রসমুহের অতিক্রিয়ার ফলে মুখ নীল হইয়া উঠে। শ্বাসরোধের আশঙ্কা দেখা দেয় এবং ফুসফুসের পক্ষাঘাত আসন্ন বলিয়া বোধ হয়, তথায় মার্ক সায়ানেটাস উপযোগী। অতি ঘর্ম।
গলহহ্বারের উপর উহার বিশেষ ক্রিয়া। অত্যাধিক অবসন্নতা লক্ষণ থাকিলে ইহা ডিপথেরিয়া রেগের পক্ষে উপযোগী, এবং ঐ রোগে নিঃসন্দেহে ইহা দ্বারা যথেষ্ট ফললাভ করা গিয়াছে। সাংঘাতিক রকমের আক্রমণ তৎসহ শয্যাশয়ী অবস্থা। শীতলতা এবং বমি বমিভাব। সিফিলিসের ক্ষত যখন ছিদ্র হইয়া যাইবার আশঙ্কা দেখা দেয়।
মস্কক : অত্যান্ত উত্তেজনা, প্রচণ্ডতা, ক্রোধের আবেগ, বাচালতা। ভীষণ শিরঃপীড়া, চক্ষদ্বয় কোটরাগত মুখমণ্ডল বিবর্ণ।
মুখগহ্বর : মুখমধ্য ক্ষতপুর্ণ। জিহ্বা মলিন। প্রচুর লালাস্রাব। নিঃশ্বাসে দুর্গন্ধ। লালাস্রাবী গ্রন্থিগুলি স্ফীত ও বেদনার্ত। উগ্র আস্বাদ। মুখের ক্ষতের উপর ধুসরবর্ণ পর্দা পড়ে।
গলগহ্বর : হাজাকর ও টাটান বোধ। শ্লৈম্মিক ঝিল্লী ছিঁড়িয়া যায় এবংক্ষত দেখা দেয়। স্থানে স্থানে ছড়িয়া যাওয়ার মত বিশেষতঃ বক্তাদের ক্ষেত্রে। স্বরভঙ্গ, কথা বলিতে কষ্ট হয়। গলমধ্য ও কোমল তালূর স্থানে স্থানে অস্থিনাশ। গলমধ্য অত্যান্ত লালবর্ণ। গিলিতে অত্যান্ত কষ্ট হয়। নাসিকা হইতে কাল রক্তস্রাব। স্বরযন্ত্র ও নাসিকার ডিপথেরিয়া (ক্যালি বাই)।
পাকস্থলী : বমি বমিভাব, পিত্ত ও রক্ত মিশ্রিত বমন, হিক্কা, উদরগহ্বর বেদনাযুক্ত ও স্পর্শকাতর।
সরলান্ত্র : অসহ্য বেদনা। মলদ্বরেরর চারিদেকে লালবর্ণ। পুনঃপুনঃ রক্তস্রাব। কোঁথানির সহিত মলত্যাগ। দুর্গন্ধযুক্ত তরল স্রাব, উহাতে পচা ক্ষতের ন্যায় গন্ধ। মল কালবর্ণ।
মুত্রযন্ত্র : মুত্র বিচালির ন্যায় বর্ণযুক্ত, যাতনাদায়ক, অণ্ডলালময় এবং অল্প পরিমাণ। মুত্রগ্রন্থির প্রদাহ, তৎসহ অত্যান্ত দুর্বলতা ও শীত শীতবোধ। মুত্রবেরোধ।
চর্ম : ভিজা ভিজা, তৎসহ বরফের ন্যায় শীতলতা।
মাত্রা : ৬ষ্ঠ হইতে ৩০শ শক্তি। ৬ষ্ঠ শক্তির নীচে ব্যবহার করিলে ঔষধজাত বৃদ্ধি লক্ষণ দেখা দেয়।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।