মার্কুরিয়াস ডালসিস (Mercurius Dulcis)
চলতি নাম –ক্যালোমেল (Calomel)
ডা: উইলিয়াম বরিক।
কর্ণের সর্দিজ প্রদাহ,গলমধ্যে হইতে কর্ণ পর্যন্ত বিস্তৃত ইউষ্টেচিয়ননলীর সর্দিরোগে ফলপ্রদ। বধিরতা। মলদ্বারে ক্ষতবৎ বেদনাসহ উদরাময়। প্রষ্টেট গ্রন্থির-প্রদাহ পিত্তবিকৃতি সংক্রান্ত সবিরাম জ্বর। বিবর্ণ সুখশ্রী, মুখমণ্ডলের থল থলে স্ফীতি এবং স্ফীতিসহ শিথিলতা। প্রদাহ, তৎসহ আঠাল স্রাব। যে সেকল ব্যাক্তির স্বল্পবিরাম পৈত্তিক জ্বর হওয়ার প্রবণতা দেখা যায়, তাহাদের পক্ষে বিশেষ উপযোগী। অন্ত্রাবরক-ঝিল্লী ও সমস্তিস্ক-প্রদাহ স্থিতিস্থাপক রক্তস্রাব থাকিলে কাজে আসে। একযোগে মুত্রযন্ত্র ও হৃৎযন্ত্রের পীড়াহেতু শোথ বিবৃদ্ধি । ১X শক্তি ব্যবহার করিব (জোসেট)।
মন : মধ্যকর্ণ প্রদাহ, ইউষ্টেচিয়ান নলীর অবরোধ, গণ্ডমালা ধাতুদুষ্ট শিশুদের কর্ণ। অবিরত কাল পচাটে লালাস্রাব, অতি দুর্গন্ধযুক্ত লালা। গলক্ষত, তৎসহ গিলিতে কষ্ট। দানা দানা উদ্ভেদসহ গলনলীপ্রদাহ।
মুখগহ্বর : দুর্গন্ধ নিঃশ্বাস, লালাস্রাব, দন্তমাড়িতে বেদনা। ক্ষত। জিহ্বা কালবর্ণ। অবিরত কাল পচাটে লালাস্রাব, অতি দুর্গন্ধযুক্ত লালা। গলক্ষত, তৎসহ গিলিতে কষ্ট। দানা দানা উদ্ভেদসহ গলনলীপ্রদাহ।
পাকস্থলী : গা বমি বমি ও বমন। ঘুরিয়া ঘুরিয়া শিশুদের বমন (কুপ্রাম, আর্স, আইরিস)।
মল : সমান্য পরিমাণ, রক্তাক্ত, আমযুক্ত, তৎসহ পিত্ত ও অবিরত মলবেগ কিন্ত কোঁথানি থাকে না। চিন্ চিন্ বেদনাসহ গাঢ় সবুজবর্ণ জলবৎ মল। গুহ্যদ্বারে টাটানি ও জ্বালা। আমশয়, পিত্তমিশ্রিত আম ও রক্তযুক্ত টুকরা টুকরা মল।
চর্ম : থল থল এবং অপরিপুষ্ট। গ্রন্থি-স্ফীতি। গলিত ক্ষত। তাম্রবর্ণ উদ্ভেদ।
সম্বন্ধ : তুলনীয় – ক্যালি মিউর।
মাত্রা : ৩য় হইতে ৬ষ্ঠ বিচুর্ণ। উপশমের জন্য (হোমিওপ্যাথি মতে নহে), কোষ্ঠ পরিস্কারের উদ্দেশ্যে ২ বা ৩ গ্রেন মাত্রা ১x বিচুর্ণ ঔষধ ঘন্টায় ঘন্টায় কয়েক মাত্রা বার সেব্য।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।