বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৭ অপরাহ্ন

মার্কুরিয়াস আয়োডেটাস রুবার-Mercurius Iodatus Ruber

আরোগ্য হোমিও হল / ৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ন
মার্কুরিয়াস হাইড্রোজিয়াম-Mercurius Hydragyrum
হোমিও বই

মার্কুরিয়াস আয়োডেটাস রুবার (Mercurius Iodatus Ruber)

চলতি নাম – বিন-আয়োডায়েড আব মার্কারি (Bin-Iodide of Mercury)

ডা: উইলিয়াম বরিক।

ডিপথেরিয়া এবং ক্ষতযুক্ত গলবেদনা, বিশেষতঃ বামদিকের, তৎসহ যথেষ্ট গ্রন্থি-স্ফীতি। পুরাতন পুঁজসঞ্চয়ী বাঘী। কঠিন সিফিীলস ক্ষত। গণ্ডমালা ধাতুদৃষ্ট ব্যক্তিদের পুরাতনন সিফিলিস রোগ। ঠাণ্ডা লাগিয়া পীড়ার প্রাথমিক অবস্থা, বিশেষতঃ শিশুদের।

গলগহ্বর : গলমধ্যে গাঢ় লালবর্ণ, গিলিতে কষ্ট। নাসিকা ও গলমধ্যে শ্লোম্মা সঞ্চয়। গলায় পিণ্ডবৎ কি রহিয়াছে – এরুপ অনুভুতি, হক্ হক্ করিয়া কশিবার প্রবৃত্তি। গলদেশ ওগীবার পেশীসমুহের কঠিনতা। ডিপ থেরিয়া, নিন্ম চোয়ালের গ্রন্থিসমুহ বেদনাযুক্ত এবং রক্তাধিকাহেতু স্ফীত গলমধ্য গাঢ় লালবর্ণ, বাম টনসিল অধিক লাল। টনসিলের সান্তর বিধান সংশ্লিষ্ট প্রদাহ। পুনঃপুনঃ প্রয়োগে টনসিল আবরকের প্রদাহ নিরাময় করে। আলজিহ্বা বধিত হইয়া কাশি, তৎসহ গলবেদনা। স্বরলোপসহ স্বরযন্ত্র সংক্রান্ত উপদ্রব।

আরও পড়ুন – শিশুর নাসিকা-প্রদাহ

নাসিকা : সরল সদি এবং কানে কম শুন্য, নাসিকার ডান দিক উষ্ণ। নাসিকার পশ্চাৎরন্ধ্র হইতে হক্ হক্ করিয়া শ্লোম্মা তুলে। নাসিকাস্থি স্ফীত, নাসিকা ও গলদেশের শ্লেম্মিক ঝিল্লী জলপুর্ণ থলির ন্যায় স্ফীত। ইউষ্টেচিয়ান নলী অবরুদ্ধ, ফট ফট শব্দ করিয়া খুলিয়া যায।

মুখগহ্বর : দন্তমাড়ি স্ফীত, দন্তশূল গ্রন্থিসমুহ স্ফীত। জিহ্বায় পুরিয়া যাওয়ার অনুভুতি। উপক্ষত। প্রচুর লালাস্রাব। জিহ্বাশূল কঠিন বোধ হয, নাড়িতে গেলে ব্যথা লাগে।

আরও পড়ুন – মার্কুরিয়াস সালফুরেটাস রুবার-Mercurius Sulphuratus Ruber

চর্ম : ক্ষুদ্র ক্ষুদ্র ফাটা, ফাটল, শক্ত পীড়কা। কঠিন কিনারাযুক্ত ক্ষত, উপদংশজ ক্ষত। বাঘী মাংসার্বুদ।

মাত্রা : ৩য় বিচুর্ণ। পাদরদের সর্ববিধ প্রস্তুতি এবং কোরাইড অপেক্ষাও মার্ক আয়োড শ্রেষ্ঠ জীবাণুনাশক ঔষধ।

বায়ো কম্বিনেশন ২৫

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev