শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

মার্কুরিয়ালিস পেরিনিস-Mercurialis Perennis

আরোগ্য হোমিও হল / ৩৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:১৭ অপরাহ্ন
ব্যারাইটা কার্ব-Baryta Carb
হোমিও বই

মার্কুরিয়ালিস পেরিনিস (Mercurialis Perennis)

চলতি নাম – ডগস্ মার্কারি (Dog’s Mercuy)

ডা: উইলিয়াম  বরিক।

অত্যান্ত অবসাদ ও তন্দ্রাভাব। অসিপত্রবৎ উপঙ্গে (esiform Appendix) অর্বুদ, অত্যান্ত স্পর্শকাতরতা। পাকস্থলী, অন্ত্র এবং মুত্রাশয়ের পেশীতন্ত্রর পীড়া।

মস্তকা : সিঁড়ি দিয়া নীচে নামিতে শিরঃঘুর্ণন। মস্তকের বিশৃঙ্খলা। কপালের উপর দিয়া যেন দড়ি বাঁধা আছে এরুপ বেদনা। নাসারন্ধ্রদ্বয়ে বেদনা, সর্বক্ষণ নাসিকার কথা মনে আসে, সে মনে করি যেন তাহার দুইটি নাসিকা হইয়াছে।

আরও পড়ুন –  যন্ত্রণাদায়ক মাসিক বা ঋতুস্রাবের ব্যথায় হোমিওপ্যাথিক ঔষধ

মুখগহ্বর : মুখ ও গলগহ্বরে নিরতিশয় শুস্কতা। জিহ্বা ভারি, শুস্ক ও অবশ মনে হয়। ওষ্ঠ ও গলস্থলের উপর জ্বালাকর ফোস্কা। কোমল তালু, টনসিল ও গলনলীর পশ্চাতে ক্ষত। গলগহ্বরের শুস্কতা।

স্ত্রী-জননেন্দ্রিয় : স্বপ্লরজঃ সমান্য ঋতুস্রাব, তৎসহ কামোত্তেজনা। স্তনদ্বয় স্ফীত ও বেদনাযুক্ত। কষ্টরজঃ”।

সম্বন্ধ : তুলনীয় – বোরাক্স, ক্রোটোন, ইউফবিয়া।

মাত্রা : ৩য় শক্তি।

বায়ো কম্বিনেশন ২৫

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev