শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ

মানসিক রোগ ও চিকিৎসা

আরোগ্য হোমিও হল / ১৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৭:১৫ অপরাহ্ন
সূচীপত্র
সূচীপত্র

মানসিক রোগ চিকিৎসা

হোমিওপ্যাথিক মানুসিক রোগ ও যৌন চিকিৎসা

ডা: জে. এন. পাত্র

ডি. এম. এস  (কলকাতা ) ও

ডা: আর. এন. চন্দ্র

এম, ডি হোমিও প্রাপ্তন চিকিৎসক কলকাতা।

মানসিক রোগ চিকিৎসা

(১) সমস্যা : রোগীর কোনো প্রকার বেদনা-যন্ত্রণা নেই, অথচ সে ছটফট করে।

সমাধান : রোগীকে সেবন করাতে হবে আর্সেনিক ৬। প্রত্যহ প্রাতে সেব্য। 

(২) সমস্যা : রোগী মনে মনে কাঁদে।

সমাধান : রোগীকে সেবন করাতে হবে ইগ্নেসিয়া ৬ বা ৩০। প্রত্যহ প্রাতে সেব্য।

(৩) সমস্যা : রোগী কোনো প্রতিবাদ সহ্য করতে পারে না ।

সমাধান : রোগীকে সেবন করাতে হবে ককুলাস ইণ্ডিকা ৩০। প্রত্যহ রাত্রে শোবার আগে।

(৪) সমস্যা : মানসিক অস্থিরতা, ছটফটানি।

সমাধান : রোগীকে সেবন করাতে হবে আর্সেনিক ৬ বা ৩০। প্রত্যহ প্রাতে বা রাত্রে সেব্য।

(৫) সমস্যা : কোনো কিছু নিতে বললে তা নিতে ভয় করে।

সমাধান : রোগীকে সেবন করাতে হবে হায়োসিয়ামস ৬। প্রাতে সেব্য। 

(৬) সমস্যা : রোগী একটুতেই ক্রুদ্ধ হয়।

সমাধান : রোগীকে সেবন করতে দিন ককুলাস ইণ্ডিকা ৩০। প্রত্যহ প্রাতে সেব্য।

(৭) সমস্যা : কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমন সন্দেহ।

সমাধান : এমন ক্ষেত্রে সেবন করতে দিন হায়োসিয়ামস ৬। প্রত্যহ প্রাতে সেব্য।

(৮) সমস্যা : গভীর দুঃখ নীরবে সহ্য করে।

সমাধান : এমন ক্ষেত্রে সেবন করাতে হবে ইগ্নেসিয়া ৩০। রাত্রে সেব্য। 

(৯) সমস্যা : ছটফটানি, মানসিক অস্থিরতা।

সমাধান : রোগীকে সেবন করাতে হবে আর্সেনিক ৬। প্রত্যহ প্রাতে সেব্য। 

(১০) সমস্যা : রোগীর স্মরণশক্তি হ্রাস পায় ৷

সমাধান : রোগীকে সেবন করাতে হবে এনাকার্ডিয়াম ওরিয়েন্ট ২০০। প্রতিদিন রাত্রে সেব্য ।

বায়ো কম্বিনেশন ২৫

(১১) সমস্যা : রোগী অস্থির, উত্তেজিত।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ফেরম-মেট ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(১২) সমস্যা : রোগীর মৃত্যুভয় থাকে, ছটফটানি।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন আর্সেনিক ২০০। প্রত্যহ প্রাতে সেব্য।

(১৩) সমস্যা : রোগী মৃত্যুর দিন ধার্য করে বলে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন আর্জেন্ট-মেট ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

(১৪) সমস্যা : রাগী, খিটখিটে ও খুঁতখুঁতে শিশু।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন এন্টিম ক্রুড ৩০। প্রত্যহ রাত্রে সেব্য ।

(১৫) সমস্যা : শিশু মায়ের কোল ছাড়তে চায় না।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন এন্টিম-টার্ট ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

(১৬) সমস্যা : কম বয়সী ব্যক্তিকে অধিক বয়সের বলে মনে হয়।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে আর্জেন্ট-মেট ২০০। প্রত্যহ ২ বেলা সেব্য।

(১৭) সমস্যা : মনমরা শিশু। কেউ তার দিকে তাকালে কাঁদে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন এন্টিম-ক্রুড ২০০। প্রতিদিন রাত্রে সেব্য।

(১৮) সমস্যা : শিশুর গায়ে হাত দিলে কাঁদে, বিরক্ত হয়।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে এন্টিম-টার্ট ৩০। প্রতিদিন রাত্রে সেব্য।

(১৯) সমস্যা : রোগীর গীতবাদ্যে কান্না পায়।

সমাধান : রোগীকে সেবন করাতে হবে গ্র্যাফাইটিস ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে।

(২০) সমস্যা : রোগী একটুতেই উত্তেজিত ও বিরক্ত হয়; কোনো প্রতিবাদ সহ্য করতে পারে না ।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন কোনিয়ম ৬। প্রত্যহ প্রাতে ও রাত্রে সেব্য।

আরও পড়ুন –  জিঙ্কাম মেটালিকাম হোমিওপ্যাথি ডাইলেশন ৬,২সি, ১এম, ১০এম, সিএম

(২১) সমস্যা : রোগী সব সময় নিজের পীড়ার কথা ও অবস্থার কথা বলে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন আর্জেন্ট-নাইট্রিক ৩০। প্রত্যহ রাত্রে সেব্য।

(২২) সমস্যা : রোগী প্রশ্নের উপর প্রশ্ন করে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন অরাম-মেট ৩০। প্রত্যহ রাত্রে সেব্য।

(২৩) সমস্যা : রোগী নিজের মৃত্যু কামনা করে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন অরাম-মেট ২০০। প্রত্যহ প্রাতে সেব্য।

(২৪) সমস্যা : রোগী কথাবার্তা বলার জন্য কাছে একজন লোক চায়—একা থাকতে পারে না।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন আর্জেন্ট-নাইট্রিক ৩০। প্রত্যহ রাত্রে সেব্য।

(২৫) সমস্যা : সদাই বিমর্ষ, নিজের মৃত্যুর বিষয়ে ভাবে।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে গ্র্যাফাইটিস ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

(২৬) সমস্যা : রোগী একলা থাকতে পারে না—অথচ কারো সঙ্গে কথাও বলতে চায় না।

সমাধান : এই সমস্যায় রোগীকে সেবন করতে দিন ভেরেট্রম-এলবাম ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(২৭) (সমস্যা : ক্রমাগত একটার পর একটা চিন্তার উদয় হয়।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ম্যানসিনেলা ৬। প্রত্যহ রাত্রে সেব্য।

(২৮) সমস্যা : কোনো বিষয়ে ঠিক কথা বলতে পারে না।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ডলকামারা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(২৯) সমস্যা : সর্বদাই বিষাদিত, উদাসীন, আত্মহত্যার ইচ্ছা।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন রাস-টক্স ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

আরও পড়ুন –  র‌্যাক্স নং- ৪৮ (অনিদ্রা)

(৩০) সমস্যা : কোনো গোলযোগপূর্ণ বা লোক-সমাকীর্ণ জায়গায় যেতে ভয়।

সমাধান : এমন ক্ষেত্রে সেবন করতে দিন একোনাইট ন্যাপ ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(৩১) সমস্যা : নিজের জিনিসপত্র ফেলে দেয়—এজন্য কোনো রকম মানসিক কষ্ট পায় না।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন স্ট্যাফিসেগ্রিয়া ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(৩২) সমস্যা : বিষ সেবন করে প্রাণ হারানোর ভয়।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন হায়োসিয়ামস ৬। প্রত্যহ প্রাতে ও রাত্রে সেব্য ।

(৩৩) সমস্যা : রোগীর স্বভাব প্রতিহিংসাপূর্ণ, নীরবে কাঁদে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ন্যাট্রম-মিউর ৩০। প্রত্যহ রাত্রে সেব্য।

(৩৪) সমস্যা : ভবিষ্যৎ ঘটনা ও মৃত্যুর জন্য ভয়।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে ক্যালকেরিয়া-কার্ব ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(৩৫) সমস্যা : প্রতিহিংসার সঙ্গে রাগ ও খিটখিটে স্বভাব।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে কলোসিন্থ ২০০। প্রত্যহ রাত্রে সেব্য ।

(৩৬) সমস্যা : উন্মাদ অবস্থার আরম্ভ।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ক্রোকাস ৬। প্রতিদিন সকালে সেব্য।

(৩৭) সমস্যা : নিজের উপর বিশ্বাস ও আস্থাহীনতা; সে ভাবে অন্যেও তার প্রতি ঐ রকম ভাবে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন অরাম মেট ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

(৩৮) সমস্যা : রোগী নীরবে কাঁদে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন মার্ক-সল ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

আরও পড়ুন –  হায়োসায়ামাস ৬-৩০-২সি-১এম-১০এম-সিএম

(৩৯) সমস্যা : বাহ্যিক ও মানসিক চাঞ্চল্য।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন নাক্স ভম ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(৪০) সমস্যা : অত্যন্ত দুঃখ ও ব্যাকুল স্বভাব।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ল্যাকেসিস ৬। প্রত্যহ প্রাতে সেব্য।

(৪১) সমস্যা : রোগী নিজেকে নিজে ভয় করে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন আর্সেনিক ৩০। প্রত্যহ প্রাতে ও রাত্রে সেব্য।

(৪২) সমস্যা : মানসিক উত্তেজনা, তারপর মাথার যন্ত্রণা।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন কোকা ৬। প্রত্যহ রাত্রে সেব্য। 

(৪৩) সমস্যা : অতিরিক্ত মানসিক পরিশ্রমে ভয়ানক নিদ্রালুতা। শুতে ভয় পায়।

সমাধান : এই উপসর্গে সেরন করাতে হবে নন্স-মস্কেটা ৩০। প্রত্যহ রাত্রে সেব্য।

(৪৪) সমস্যা : বজ্রপাত ও মেঘ গর্জনের শব্দে ভয়ে কেঁপে ওঠে।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে মরফিণ ৬। প্রতিদিন রাত্রে সেব্য।

(৪৫) সমস্যা : অন্যের অনিষ্ট করার ইচ্ছা।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ক্যামোমিলা ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

(৪৬) সমস্যা : রোগীর মানসিক দুঃখ, কেঁদে ফেলে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন পালসেটিলা ৩০। প্রত্যহ রাত্রে সেব্য।

(৪৭) সমস্যা : রোগীর অস্থিরতা, অত্যন্ত গরমে অস্থির হয়।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ক্যামোমিলা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(৪৮) সমস্যা : নীরবে কাঁদে, বার বার মনে হয় সে একা-একা আছে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ক্যামোৰিলা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

আরও পড়ুন –  নিদ্রা ও অনিদ্রা-সহ মানসিক লক্ষণ এবং রোগীর প্রকৃতি-লক্ষণ

(৪৯) সমস্যা : উদ্দেশ্যহীনভাবে একদৃষ্টে তাকিয়ে থাকে।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে ইগ্নেসিয়া ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

(৫০) সমস্যা : মন কখনো আনন্দে আবার কখনো দুঃখে পূর্ণ।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন অরাম মেট ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(৫১) সমস্যা : রোগী বিপদের আশঙ্কা করে।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে ম্যাগ্নেসিয়া-মিউর ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

(৫২) সমস্যা : মৃত্যুভয়, ভূতের ভয়।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে আর্সেনিক ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(৫৩) সমস্যা : আনন্দের খবর পেয়ে শীতানুভূতি ।

সমাধান : এমন উপসর্গে রোগীকে সেবন করাতে হবে জেলসিমিয়াম ২০০। প্রত্যহ রাত্রে সেব্য ।

(৫৪) সমস্যা : রোগী মনে করে তার সাংঘাতিক পীড়া হবে—যা চিকিৎসায় আরোগ্য হবার নয়।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন লিলিয়াম টিগ ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(৫৫) সমস্যা : ভবিষ্যৎ বিষয়ে ভয়।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ডালকামারা ২০০। প্রত্যহ রাত্রে সেব্য ।

(৫৬) সমস্যা : রোগীর মধ্যে অবিশ্বাস ও সন্দেহপ্রবণতা দেখা দেয়।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ল্যাকেসিস ৬। প্রত্যহ সকালে সেব্য।

(৫৭) সমস্যা : উন্মত্ত হওয়ার ভয়।

সমাধান : এই উপসর্গে প্রযোজ্য ক্লোরিন ৬। প্রত্যহ প্রাতে ও রাত্রে সেব্য।

(৫৮) সমস্যা : কষ্ট সহ্য করতে পারবে না এমন ধরনের ভয়।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন কলচিকম ৩০। প্রত্যহ প্রাতে ও. রাত্রে সেব্য।

আরও পড়ুন –  অ্যাডাল-৫১ (উদ্বেগ, অস্থিরতা)

(৫৯) সমস্যা : রোগী ভয় উৎপাদক প্রতিমূর্তি দেখে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ফসফরাস ৬। প্রত্যহ প্রাতে জলের সঙ্গে মিশিয়ে সেব্য।

(৬০) সমস্যা : স্বদেশে ভালো লাগে না—বিদেশে চলে যাবার ইচ্ছা।

সমাধানঃ এই উপসর্গের উপযোগী ওষুধ মার্ক-সল ২০০। প্রত্যহ রাত্রে সেব্য। 

(৬১) সমস্যা : চোর বা সামান্য তুচ্ছ বিষয়ে ভয়।

সমাধান : এই উপসর্গে প্রযোজ্য ইগ্নেসিয়া ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(৬২) সমস্যা : বিষ খেয়ে মরার ভয়।

সমাধান : এমন উপসর্গে প্রযোজ্য ওষুধ ড্রসেরা ২০০। প্রত্যহ প্রাতে সেব্য। 

(৬৩) সমস্যা : আনন্দে হাসে, কাঁদে, স্তম্ভিত হয়।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে হায়োসিয়ামস ২০০। প্রত্যহ প্রাতে সেব্য।

(৬৪) সমস্যা : কোনো কাজ ভালো করে করতে না পারার ভয়।

সমাধান : এই উপসর্গে প্রযোজ্য কার্বো-ভেজ ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(৬৫) সমস্যা : নৈরাশ্যপূর্ণ। কারো সঙ্গে কথা বলতে চায় না।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন কষ্টিকাম ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(৬৬) সমস্যা : ক্ষুধা, মন্দাগ্নি, ব্যাকুলতা।

সমাধান : এই উপসর্গের প্রযোজ্য মার্ক-সল ২০০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(৬৭) সমস্যা : ভয়ের কারণে কোনো অসুখের উৎপত্তি।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ওপিয়াম ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(৬৮) সমস্যা : কাল্পনিক অনিষ্টের ভয়।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ক্যান্থারিস ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

(৬৯) সমস্যা : রোগীকে কোনোভাবে শান্ত করা যায় না।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন কার্বো এনিমেলিস ৩০। প্রত্যহ রাত্রে সেব্য।

আরও পড়ুন –  আর ১৮৪ (উদ্বেগ, ঘুম এবং মানসিক)

(৭০) সমস্যা : পাগল হওয়ার ভয়, কোনো জন্তু কামড়ানোর ভয়।

সমাধান : এমন উপসর্গে স্ট্যামোনিয়াম ৩০ প্রয়োগ করতে হবে। প্রত্যহ প্রাতে সেব্য।

(৭১) সমস্যা : নিজের কাজকর্ম করতে নিজেই রেগে যায়।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে স্ট্যাফিসেগ্রিয়া ৩০। প্রত্যহ প্রাতে ও রাত্রে সেব্য।

(৭২) সমস্যা : পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা করতে ইচ্ছা হয় না; ক্রন্দনশীল ও ব্যাকুল স্বভাবের রোগী।

সমাধান : এমন উপসর্গের উপযোগী ওষুধ আর্সেনিক ৩০। প্রত্যহ রাত্রে সেব্য।

(৭৩) সমস্যা : সব সময় ঘুমাবার ইচ্ছা ।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ফসফরিক এসিড ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(৭৪) সমস্যা : যখন তাড়াতাড়ি হাঁটে তখন ভবিষ্যতের জন্য ভয় হয়।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন স্ট্যাফিসেগ্রিয়া ৩০। প্রত্যহ প্রাতে ও রাত্রে সেব্য।

(৭৫) সমস্যা : সবাই বাড়িতে থাকলেও বাড়ির জন্য চিন্তা ও যন্ত্রণা অনুভব।

সমাধান : এই উপসর্গে সেবন করানো দরকার ইউপেটোরিয়াম পাপিউরা ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(৭৬) সমস্যা : সন্ধ্যাবেলায় ভূতের ভয়।

সমাধান : এমন উপসর্গে রোগীকে সেবন করাতে হবে র‍্যানানকিউলাস ৬ বা ৩০। প্রত্যহ রাত্রে সেব্য।

(৭৭) সমস্যা : প্রণয় সুখকর নয়—সন্দেহবাতিক।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে ল্যাকেসিস ৬। প্রত্যহ রাত্রে সেব্য।

(৭৮) সমস্যা : লেখাপড়ার কাজ বা চিন্তা করার ক্ষমতা থাকে না।

সমাধান : এমন উপসর্গে এবিস-নায়গ্রা ৩০ সেবন করাতে হবে। প্রত্যহ রাত্রে সেব্য।

(৭৯) সমস্যা : উত্তেজিত, খিটখিটে, একটুতেই চটে ওঠে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে এসিড-মিউর ৬। প্রত্যহ প্রাতে ও রাত্রে সেব্য।

আরও পড়ুন –  অ্যাডাল-৩৬ (পুরুষ-নারীর যৌন কর্মহীনতা)

(৮০) সমস্যা : দুর্বল রোগী, অচেতন হয়ে পড়ে থাকে ও গোঙায়।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে এসিড-মিউর ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

(৮১) সমস্যা : রোগী নিজের আরোগ্য বিষয়ে নিরাশ হয়, সব সময় ভাবে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন এসিড-নাইট্রিক ৩০। প্রত্যহ প্রাতে সেব্য।

(৮২) সমস্যা : প্রথমে মানসিক দুর্বলতা, পরে শারীরিক দুর্বলতা।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন  ৩০। প্রত্যহ রাত্রে সেব্য।

(৮৩) সমস্যা : স্মৃতিশক্তির লোপ, কোনো বিষয়ে চিন্তা করতে পারে না।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে এসিড-ফস ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

(৮৪) সমস্যা : রোগী ভাবে সে পাগল হয়ে পড়বে।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে একটিয়া-রেসিমোসা ৩০। প্রত্যহ প্রাতে ও রাত্রে সেব্য।

(৮৫) সমস্যা : রাগী ও আশাশূন্য রোগী।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে ইস্কিউলাস-হিপ ৬। প্রত্যহ প্রাতে ও রাত্রে সেব্য।

(৮৬) সমস্যা : জড়বুদ্ধি শিশু, অনবরত কাঁদে।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে থুজা ৬। প্রত্যহ রাত্রে সেব্য ।

(৮৭) সমস্যা : রোগী জ্বর-বিকারে বিড়বিড় করে বকে।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে এগারিকাস-মস্কেরিয়াস ৩০। প্রত্যহ ৩ বার সেব্য।

(৮৮) সমস্যা : স্ত্রী-সহবাসের ইচ্ছা অল্প বা ক্ষমতাহীন।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে সালফার ৩০। প্রত্যহ রাত্রে সেব্য।

(৮৯) সমস্যা : জ্বরে আচ্ছন্নভাবের সঙ্গে ছটফটানি।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে এলান্থাস ৩০। প্রত্যহ রাত্রে সেব্য।

আরও পড়ুন –  শারীরিক ও মানসিক লক্ষণ

(৯০) সমস্যা : রোগী মাটি, কয়লা প্রভৃতি অখাদ্য খায়।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন এনিউমিনা ২০০। প্রত্যহ প্রাতে সেব্য ।

(৯১) সমস্যা : রোগী নিজেকে ও অন্য সকলকে অবিশ্বাস করে।

সমাধান : এমন উপসর্গে এনাকার্ডিয়াম ৬ প্রয়োগে উপকার হবে।

(৯২) সমস্যা : দূর থেকে মৃত ব্যক্তির কন্ঠস্বর শুনতে পায়।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে এনাকার্ডিয়াম ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(৯৩) সমস্যা : গুরুতর বিষয়কে সামান্য ও সামান্য বিষয়কে গুরুতর ভাবে।

সমাধান : এমন উপসর্গে এনাকার্ডিয়াম ২০০ প্রযোজ্য। প্রত্যহ রাত্রে অথবা প্রাতে সেব্য।

(৯৪) সমস্যা : রোগী হাঁটার সময় মনে করে কেউ যেন তার পিছনে পিছনে আসছে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন এনাকার্ডিয়াম ১০০০। একবার মাত্র সেব্য।

(৯৫) সমস্যা : রোগীর কফি পানের প্রবল ইচ্ছা।

সমাধান : এমন উপসর্গে এঙ্গাষ্টিউরা ভেরা ৬ প্রযোজ্য। প্রত্যহ সকালে ও রাত্রে।

(৯৬) সমস্যা : রোগী টক দ্রব্য খেতে চায় কিন্তু সহ্য হয় না ৷

সমাধান : এমন উপসর্গে এন্টিম-ক্রুড ৪ প্রযোজ্য। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(৯৭) সমস্যা : রোগী সর্বদাই পায়ে আঘাত লাগার মতো বেদনা অনুভব করে।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে এন্টিম-সল্ফ ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(৯৮) সমস্যা : রোগা, লম্বা ও উত্তেজিত স্বভাবের রোগী!

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে আর্জেন্ট-মেট ২০০। প্রত্যহ রাত্রে অথবা প্রাতে সেব্য।

(৯৯) সমস্যা : অবসাদ-সর্বদাই ঘুমিয়ে থাকার ইচ্ছা।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে আর্জেন্ট-মেট ৬। প্রত্যহ ৩ বার সেব্য।

আরও পড়ুন –  র‌্যাক্স নং- ৪৯ (সুচিবায়ু/মানসিক বিকার)

(১০০) সমস্যা : কোথাও যেতে হলে তখনই বাহ্যে পায়।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে আর্জেন্ট-নাইট্রিক ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(১০১) সমস্যা : কিছু গিলতে গেলে গলায় কি ফুটে আছে মনে হয়।

জয় সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন আর্জেন্ট-নাইট্রিক ৩০। ১ দিন ২ বার মাত্র সেব্য ।

(১০২) সমস্যা : এক জায়গায় বেশীক্ষণ বসে থাকতে পারে না।

সমাধান : রোগীকে সেবন করতে দিন বিসমথ ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(১০৩) সমস্যা : মনোকষ্টের জন্য নীরবে কাঁদে—কাউকে বুঝতে দেয় না।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে সাইক্ল্যামেন ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

(১০৪) সমস্যা : অস্থির, রাগী, নিজেকেও বিশ্বাস নেই।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে ক্যালকেরিয়া-সিলিকা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(১০৫) সমস্যা : নির্জনবাসে ইচ্ছা।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে থুজা ২০০। প্রত্যহ রাত্রে সেব্য। 

(১০৬) সমস্যা : একগুঁয়ে শিশু, কিছুতেই শান্ত হয় না।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে সাইলিসিয়া ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে।

(১০৭) সমস্যা : জীবনে অনিচ্ছা।

সমাধান : এমন উপসর্গে ফাইটোলক্কা ৬ উপকারী। প্রত্যহ ৩ বার সেব্য। 

(১০৮) সমস্যা : একা একা থাকতে চায়।

সমাধান : এই উপসর্গে নাক্স ভম ৩০ উপকারী। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(১০৯) সমস্যা : রোগী হিংসুক, কলহপ্রিয়।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে নাক্স ভম ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

(১১০) সমস্যা : এক বিষয় লিখতে গিয়ে অন্য বিষয় লেখে।

সমাধান : এই উপসর্গে ল্যাক-ক্যানাইনাম ৩০ প্রযোজ্য। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

আরও পড়ুন –  র‌্যাক্স নং- ২৪ (মানসিক দূর্বলতা)

(১১১) সমস্যা : প্রকৃত কথা স্মরণ করতে পারে না।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন প্লাম্বাম মেট ২০০। প্রত্যহ রাত্রে সেব্য ।

(১১২) সমস্যা : রোগী কোনো প্রকার গন্ধ সহ্য করতে পারে না।

সমাধান : এমন উপসর্গে রোগীকে সেবন করতে দিন আর্সেনিক ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(১১৩) সমস্যা : রোগী ধর্ম বিষয়ে বকে, অনর্গল প্রার্থনা করে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন অরাম-মেট ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

(১১৪) সমস্যা : প্রেমে নিরাশ, দুঃখের কারণে পীড়া।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে অরাম মেট ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(১১৫) সমস্যা : শিশুর কিছুই স্মরণ থাকে না, কিছু মাত্র শিখতে পারে না।

সমাধান : এমন উপসর্গে ব্যারাইটা কার্ব ২০০ উপকারী। প্রত্যহ রাত্রে সেব্য।

(১১৬) সমস্যা : কেউ কাছে এলে লুকায় ।

সমাধান : এই উপসর্গে ব্যারাইটা কার্ব ৩০ উপকারী। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(১১৭) সমস্যা : একটুতেই ঠাণ্ডা লাগে, সর্দি হয়।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে বেলেডোনা ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

(১১৮) সমস্যা : জ্বর-বিকারে মারে, কামড়ায় ৷

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে বেলেডোনা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

(১১৯) সমস্যা : ভীত হয়, ঘুম আসে কিন্তু ঘুমাতে পারে না।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে বেলেডোনা ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(১২০) সমস্যা : রোগী চুপচাপ পড়ে থাকে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন হেলিবোরাস ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

আরও পড়ুন –  এইচ আর – ৮৭ (মানসিক আঘাত বা শক চিকিৎসায় কার্যকর)

(১২১) সমস্যা : রোগী অনবরত ছটফট করে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন আর্সেনিক ৬ বা রাস-টক্স ৬। 

(১২২) সমস্যা : রোগী মাত্র দু’একটি কথা বলে ঘুমিয়ে পড়ে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ব্যাপটিসিয়া ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(১২৩) সমস্যা : রোগী কথার উত্তর দেয় বিলম্বে ।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন হেলিবোরাস ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(১২৪) সমস্যা : রোগী চোখের পলক ফেলে না।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে হেলিবোরাস ৬। প্রত্যহ ৩ বার সেব্য।

(১২৫) সমস্যা : রোগী বিছানা হাতড়ায়, কি যেন খোঁজে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে হায়েসিয়ামস ৬ বা ব্যাপটিসিয়া ৬। প্রত্যহ ৩ বার সেব্য।

(১২৬) সমস্যা : রোগী বাড়ি যেতে চায়, নিজের ব্যবসার কথা বলে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ব্রায়োনিয়া ২০০। প্রতিদিন সকালে সেব্য ।

(১২৭) সমস্যা : রোগী উলঙ্গ হয়ে থাকে।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে হায়োসিয়ামস ৩০। প্রতিদিন সকালে ও রাত্রে সেব্য।

(১২৮) সমস্যা : রোগীর চোখের তারা ঘোরে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে কুপ্রম-মেট ২০০। প্রতিদিন রাত্রে সেব্য।

(১২৯) সমস্যা : রোগী ঘুমায় না—জেগে থাকে।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে ল্যাকেসিস ৬। প্রতিদিন সকালে ও রাত্রে সেব্য।

(১৩০) সমস্যা : রোগী ছটফট করে, অস্থির হয়।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে আর্সেনিক ২০০। প্রতিদিন রাত্রে সেব্য।

আরও পড়ুন –  আর ১৮৪ (উদ্বেগ, ঘুম এবং মানসিক)

(১৩১) সমস্যা : রোগী বিকট চিৎকার করে ওঠে।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে স্ট্র্যামোনিয়াম ২০০। প্রতিদিন রাত্রে সেব্য।

(১৩২) সমস্যা : রোগী পরিচিত লোককে চিনতে পারে না।

সমাধান : এক্ষেত্রে রোগীকে সেবন করাতে হবে নাক্স-মস্কেটা ২০০। প্রতিদিন রাত্রে সেব্য।

(১৩৩) সমস্যা : রোগী তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে থাকে।

সমাধান : এমন উপসর্গে ওপিয়াম ৬ সেবন করাতে হবে। প্রতিদিন সকালে ও রাত্রে সেব্য ।

(১৩৪) সমস্যা : স্থির থাকতে পারে না—সর্বদাই কিছু-না-কিছু করে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে হেলিবোরাস ৩০। প্রতিদিন সকালে ও রাত্রে সেব্য।

(১৩৫) সমস্যা : তাড়াতাড়ি কথার উত্তর দেয়।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে রাস-টক্স ২০০। প্রতিদিন সকালে সেব্য।

(১৩৬) সমস্যা : বিলম্বে কথার উত্তর দেয়।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে হেলিবোরাস ২০০। প্রতিদিন রাত্রে সেব্য।

(১৩৭) সমস্যা : এক স্থানে বেশীক্ষণ থাকতে পারে না।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে বিসমথ ৬। প্রতিদিন সকালে ও রাত্রে সেব্য ।

(১৩৮) সমস্যা : চঞ্চল ও উদ্বিগ্ন—একবার বসে, একবার শোয়, একবার দাঁড়ায়।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে বিসমথ ৩০। প্রতিদিন সকালে ও রাত্রে সেব্য ।

(১৩৯) সমস্যা : শিশু ঘুমাতে ঘুমাতে হঠাৎ চিৎকার করে ওঠে ও কাঁদে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে বোরাক্স ২০০। প্রতিদিন রাত্রে সেব্য।

(১৪০) সমস্যা : রোগীর নিম্নগতিতে ভয়।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে বোরাক্স ৩০। প্রতিদিন সকালে ও রাত্রে সেব্য।

আরও পড়ুন – আর ১৮৪ (উদ্বেগ, ঘুম এবং মানসিক)

(১৪১) সমস্যা : মাথার চুল জট পাকিয়ে যায়।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে বোরাক্স ৬। প্রতিদিন সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

(১৪২) সমস্যা : নার্ভাস রোগী—একটুতেই ভয় পায়।

সমাধান : এই উপসর্গে সেবন করানো দরকার বোরাক্স ২০০। প্রতিদিন রাত্রে সেব্য।

(১৪৩) সমস্যা : শিশু প্রতিবার প্রস্রাব ত্যাগ করার আগে কাঁদে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে বোরাক্স ৬। প্রতিদিন সকালে ও রাত্রে সেব্য।

(১৪৪) সমস্যা : রোগী কোমরে এঁটে কাপড় পরতে পারে না।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে বোভিষ্টা ৩০। প্রতিদিন সকালে ও রাত্রে সেব্য ।ৎ

(১৪৫) সমস্যা : রোগীর হাত থেকে জিনিসপত্র পড়ে যায়।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন বোভিস্টা ২০০। প্রতিদিন রাত্রে সেব্য।

(১৪৬) সমস্যা : ঋতুর সময় ও আহারের পর বুক ধড়ফড় করে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন বোভিস্টা ২০০। প্রতিদিন প্রাতে খালি পেটে সেব্য ।

(১৪৭) সমস্যা : রোগী তোৎলা কথা বলে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে স্ট্র্যামোনিয়াম ২০০। প্রতিদিন রাত্রে সেব্য।

(১৪৮) সমস্যা : ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখে চমকে ওঠে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ব্রোমিয়াম ৩০। প্রতিদিন সকালে একবার করে সেব্য।

(১৪৯) সমস্যা : কোনো একটা ভারী কঠিন বস্তু বুকের উপর চাপানো আছে, রোগী এমন অনুভব করে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ক্যাক্টাস-গ্র্যান্ডি ৬। প্রতিদিন সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

আরও পড়ুন – বিভীষিকা-দর্শন ও মানসিক লক্ষণ

(১৫০) সমস্যা : রোগীর শরীর যেন একটা তারের খাঁচার মধ্যে আছে, তার গুলো শরীরে চেপে বসছে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ক্যাক্টাস-গ্র্যান্ডি ২০০। প্রতিদিন রাত্রে সেব্য।

(১৫১) সমস্যা : রোগীর বুক ধড়ফড় করে—বামপাশে চেপে শুতে পারে না। দমবন্ধের মতো অবস্থা হয়।

সমাধান : এমন উপসর্গে রোগীকে সেবন করতে দিন ক্যাক্টাস-গ্র্যাণ্ডি ৩০। প্রতিদিন সকালে ও রাত্রে সেব্য।

(১৫২) সমস্যা : নিদ্রিত অবস্থায় দমবন্ধ হয়ে যাবার মতো হয়—তাড়াতাড়ি উঠে পড়ে দমবন্ধ হয়ে যাবার ভয়ে আর নিদ্রা যেতে চায় না—জেগে কাটায়।

সমাধান : এমন উপসর্গে রোগীকে সেবন করতে হবে ক্যাডমিয়ম-সল্ফ ৩০। প্রতিদিন সকালে ও রাত্রে সেব্য।

(১৫৩) সমস্যা : শিশু দিনরাত স্তন টানে ও বমি করে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ক্যালকেরিয়া ফস ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(১৫২) সমস্যা : রতিক্রিয়ার প্রবল ইচ্ছা—নিদ্রা যেতে পারে না।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ক্যান্থারিস ৪। প্রতিদিন সকালে ও রাত্রে সেব্য।

(১৫৩) সমস্যা : গলার মধ্যে লঙ্কা খাওয়ার মতো জ্বালা বোধ।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ক্যাপসিকম ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

(১৫৪) সমস্যা : ঘড়ি ধরে ঠিক বেলা ৩টার সময় জ্বর আসে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন সিড্রণ ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(১৫৫) সমস্যা : রোগী হাসতে হাসতে কাঁদে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন নাক্স-মস্কেটা ২০০। প্রতিদিন রাত্রে সেব্য।

(১৫৬) সমস্যা : রোগী কাঁদতে কাঁদতে হাসে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন নাক্স-মস্কেটা ৬ বা ৩০। প্রতিদিন সকালে ও রাত্রে সেব্য।

(১৫৭) সমস্যা : রোগী কুকথা বলে।

সমাধান : এই উপসর্গে রোগীকে সেবন করাতে হবে ভেরেট্রম-এলবাম ৬। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

(১৫৮) সমস্যা : রোগী নিজেকে উচ্চ সংসর্গে থাকার অনুপযুক্ত মনে করে।

সমাধান : এই উপসর্গে রোগীকে সেবন করাতে হবে থুজা ২০০। প্রত্যহ সকালে সেব্য।

(১৫৯) সমস্যা : রোগী সামান্য অনুরোধে সংকল্পচ্যুত হয়।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে পালসেটিলা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev