শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

মানসিক অবস্থা এবং পীড়া (Mental States and Affections)

আরোগ্য হোমিও হল / ৩০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন
জ্বর লক্ষণ (Febrile Symptoms)
বায়োকেমিক রেপার্টরী সূচী পত্র

মানসিক অবস্থা এবং পীড়া (Mental States and Affections)

বায়োকেমিক রেপার্টরী।

ডাঃ আবু সরকার।

 

মানসিক অবস্থা এবং পীড়া (Mental States and Affections)

মানসিক বিকৃতি–কেলি ফস ।

হতাশার পর—ক্যালকেরিয়া ।

দুঃখের পর—ক্যালকেরিয়া ফস, কেলি ফস ।

বিরক্তির পর –ক্যালকেরিয়া ফস।

ভয় পাবার পর—কেলি ফস ।

বায়ো কম্বিনেশন ২৫

অত্যন্ত আশংকায়—কেলি ফস ।

ঘুমের পর উপশম— ফেরাম ফস ।

উচ্চাকাংক্ষাহীনতায়—নেট্রাম ফস ।

ক্রোধান্বিত, উত্তেজিত—নেট্রাম মিউর ।

উদ্বেগ—ক্যালকেরিয়া ফস, কেলিফস, নেট্রাম ফস ।

মনোযোগের অভাব—সাইলিসিয়া ।

আবেগময়তায়— কেলিফস ।

মস্তিষ্ক শূন্যতাবোধে—কেলিফস, সাইলিসিয়া, নেট্রাম মিউর ।

একস্থান হইতে অন্যস্থানে জিনিষপত্র বহন করিয়া নেওয়ার অভ্যাস— ম্যাগনেসিয়া ফস ।

সান্ত্বনায় লক্ষণ বৃদ্ধি— নেট্রাম মিউর ।

আরও পড়ুন –  মানসিক রোগ

পরিবর্তনশীল মানসিক অবস্থা—ক্যালকেরিয়া সালফ্, কেলিফস ।

অবান্তর বস্তুর কল্পনা—কেলি ফস, নেট্রাম ফস ।

বিষাদাচ্ছন্ন মন–কেলি ফস, নেট্রাম মিউর ।

ভবিষ্যতের জন্য নিরাশ—ফেরাম ফস, নেট্রাম ফস।

অতীতের কথাগুলি চিন্তা করে—কেলি ফস।

হঠাৎ স্মৃতিশক্তির লোপ–ক্যালকেরিয়া সালফ।

স্মৃতিশক্তির অভাব—কেলি ফস ।

বিবেকবুদ্ধি লোপ–ক্যালকেরিয়া সালফ ।

প্রত্যেক জিনিসের খুঁত ধরা—কেলি ফস ।

কেবল হাসে—কেলি ফস ।

শোকসূচক কথা বলা—ম্যাগনেশিয়া ফস ।

সর্বদাই ক্রোধান্বিত ভাব—কেলি ফস, নেট্রাম ফস, নেট্রাম সালফ ।

অবান্তর কথা বলা-ফেরাম ফস, কেলি ফস, সাইলিসিয়া ।

আরও পড়ুন – মানসিক রোগ ও চিকিৎসা

মিথ্যা ধারণার বশীভূত—নেট্রাম ফস ।

সর্ববিষয় উপেক্ষা করা—ফেরাম ফস।

নাচ গানের ইচ্ছা—নেট্রাম মিউর ।

অসহিষ্ণু মন–কেলি ফস ।

দুর্বল স্মৃতিশক্তি—ক্যালকেরিয়া ফস ।

ভাবাবেগের উদয় হইলে লাল হইয়া উঠা—কেলি ফস ।

উত্তেজিত স্বভাব—নেট্রাম মিউর।

পাগলের ন্যায় স্বভাব—ফেরাম ফস ।

পাগলের ন্যায় অবস্থা—কেলি ফস, ফেরাম ফস, সাইলিসিয়া ।

পরিবর্তনশীল স্বভাব—ক্যালকেরিয়া সালফ, নেট্রাম ফস।

জীবনের প্রতি ঘৃণা—সাইলিসিয়া।

খারাপ ভবিষ্যতের চিন্তা করা— কেলি ফস ।

দীর্ঘনিঃশ্বাস ফেলা—কেলি ফস, নেট্রাম ফস ।

ক্রন্দনশীলতা—কেলি ফস, নেট্রাম ফস।

একাকী থাকিতে চায়—ক্যালকেরিয়া সালফ ।

চিৎকার করা স্বভাব—কেলি ফস ।

শিশুদের খিটখিটে স্বভাব—কেলি ফস ।

অতিশয় সন্দেহযুক্ত মন—কেলি ফস ।

অতিশয় অস্থির স্বভাব—কেলি ফস ।

বিভিন্ন বিষয়ে কল্পনা করা—কেলি ফস।

আরও পড়ুন – দুর্বলতা ও মানসিক লক্ষণ

মন চঞ্চলতার জন্য চোখ মুখ লাল হওয়া—নেট্রাম মিউর, কেলি ফস ।

অত্যন্ত লজ্জাশীলতা—কেলি ফস ।

বংশানুগত রোগ—নেট্রাম সালফ ।

কথা বলিতে অনিচ্ছা—কেলি ফস ।

মানসিক উত্তেজনায় গণ্ডদেশ লাল হওয়া—কেলি ফস ।

মানসিক উত্তেজনায় হঠাৎ মূৰ্চ্ছা পড়া—কেলি ফস ।

মিথ্যা বিশ্বাস—কেলি ফস, নেট্রাম ফস।

অর্থনাশের ভয়—ক্যালকেরিয়া ফ্লোর।

নৈরাশ্যের ভাব—নেট্রাম সালফ ।

ভয়যুক্ত মন—কেলি ফস, কেলি সালফ ।

পড়িয়া যাওয়ার ভয়—কেলি সালফ

মনের উন্মাদনার ভাব—কেলি ফস, নেট্রাম মিউর ।

রাত্রে ঘুম ভাঙ্গিলে পদশব্দ শুনিতে পায়—নেট্রাম ফস ।

চোখের সন্মুখে ভূত প্রেত দেখা—কেলি ফস ।

অত্যন্ত ঘ্যানঘ্যানানি স্বভাব—কেলি ফস ।

সব জিনিষ বিলম্বে বুঝিতে পারে—ক্যালকেরিয়া ফস ।

উগ্রস্বভাব—নেট্রাম সালফ ।

কান্নাকাটি করার স্বভাব—নেট্রাম মিউর ।

নিদ্রাবস্থায় ভ্রমণ— কেলি ফস ।

আরও পড়ুন – শারীরিক ও মানসিক লক্ষণ

কেবল চিকিৎসা করে—কেলি ফস ।

যে কোন বিষয় ধীরে ধীরে বুঝিতে পারে—ক্যালকেরিয়া ফস ।

ঘ্যানঘ্যানে স্বভাবের শিশু—ক্যালকেরিয়া ফস ।

শিশু কথা বলার সময় গড় গড় করিয়া শব্দ করে—কেলিফস, নেট্রাম মিউর।

শিশু পিন ও সূচ নিয়া খেলা করে—সাইলিসিয়া ।

অতিরিক্ত পরিশ্রমের ফলে মস্তিষ্কের দুর্বলতা—কেলিফস ।

কেবল শোক করে—ম্যাগ ফস ।

ফোঁপানি—ম্যাগ ফস্ ।

নির্জনতা প্রিয়— ক্যালকেলিা ফস।

আত্মহত্যার ইচ্ছা—নেট্রাম সালফ ।

গৃহবিরহ কাতরতা—কেলি ফস ।

আসবাব গুলিকে মানুষ মনে করে—নেট্রাম ফস ।

সূতিকা উন্মাদ—কেলি ফস ।

ঘোর উন্মত্ততা—ফেরাম ফস।

বার বার দীর্ঘশ্বাস ফেলে—কেলি ফস, নেট্রাম মিউর ।

লেখার সময় অক্ষর ভুল করে—কেলি ফস।

গোলমাল সহ্য করিতে পারে না—কেলি ফস, সাইলিসিয়া, কেলি মিউর ।

আরও পড়ুন –  বিভিন্ন মানসিক অবস্থার ওষুধ

শিশুদের রাত্রি ভীতি—কেলি ফস ।

স্নায়বিক ভীতি—কেলি ফস ।

সংগীতে বৃদ্ধি—নেট্রাম সালফ ।

প্রত্যেক জিনিসের খারাপ দিক দেখে—কেলি ফস ।

অত্যন্ত স্পর্শাধিক্য—কেলিফস, ম্যাগনেশিয়া ফস ।

হৃদযন্ত্রের ক্রিয়ায় কষ্টানুভব—নেট্রাম মিউর ।

শিশুদের ভীত স্বভাব—ক্যালকেরিয়া ফস ।

শিশুদের একরোখা স্বভাব–কেলি ফস ।

পূর্বের দৃশ্যের জন্য চিন্তা করে—কেলি ফস ।

পুনরায় পূর্বের ন্যায় সুস্থ হইবে না বলিয়া হতাশ—নেট্রাম সালফ ।

তন্দ্রাচ্ছন্ন ভাব—নেট্রাম মিউর ।

মনে করে তাহাকে উপবাসে দিন কাটাইতে হইবে–কেলি মিউর।

কেবল হাসে—কেলি ফস ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev