মাড়ীর ক্যানসার (Cum Cancer)
হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
ডাঃ অরবিন্দ সরকার
মাড়ীর ক্যানসার। এতে দাঁতের গোড়া ফুলে উঠে। এতে শক্ত হাড় যুক্ত বিবৃদ্ধি হয়। সাব-ম্যাক্সিলারী গ্লান্ডের যন্ত্রণা ও স্ফীতি, শক্ত এবং উচু ভাব। অবশেষে স্কিরাস জাতীয় ক্যানসার এ পরিণত হয়। কখনও নালী হয়। নালী ঘাতে অত্যান্ত দুর্গন্ধ যুক্ত পুজ জমে। অধিক যন্ত্রণা হয়। অবশেষে মাড়ী লেগে যায়।
মাড়ীর ক্যানসারের চিকিৎসা:
“জ” এর ক্যাসার – আর্জ নাইট্রিকাম, আর্স, অরাম, টাস টক্স, ক্যালকে, ফ্লু এসি, গ্রাফা, হেক্লা, মার্ক,ফস, সাইলি, সিমফাই, এনট মি, এসিড নাইট।
হাড় এর ক্যানসার – হেকলা, সিমফাই।
বাম পার্শ্বের ক্যানসার – আর্স, হেকলা, কার্ম, ফস, সাইলি।
ডান পাশের ক্যানসার – এনট মি, আর্জ নাই, আর্স, অরাম, ক্যালকে, গ্রাফাই, হেকলা, লিডাম, রাস টক্স, এসিড নাইট।
কেকলা লাভা :- এটি চোয়ালের শক্ত হাড়যুক্ত বিবৃদ্ধি সম্পনন টিউমারে ব্যবহার হয়। এটি 6x বিচুর্ন ব্যবহার হয়।
আরও পড়ুন – কেন্ট ৪৭ (মুখের আলসারে কার্যকর)
নাইটিক -এসিড :- সাব ম্যাক্সিলারী গ্লান্ডের যন্ত্রনা ও স্ফীতিসহ শক্ত উচুভাব, অবশেষে স্কিরাস এ পরিনত হয়। পাকস্থলীর জ্বালাবোধ। সিফিলিস সহ পারা দোষে বিষাক্ত ধাতু, মুত্র অত্যান্ত দুর্গন্ধযুক্ত, ঝাঁকানি গন্ধ যেন ঘোড়ার মুত্রের মত।
সাইলিসিয়া :- লালা গ্রন্থীর স্ফীতি এবং পুজ সৃষ্টি হয়। দাঁতের মাড়িতে পুজ স্পর্শে অসহিষ্ণু, দাঁতের গোড়ায় নালী ঘা। প্যালেট অস্থিতে ছিদ্র। মুখের মধ্যে নানা জাতীয় ক্ষত। চিচের ঠোঁটে লাল অংশের উপর উদ্ভেদ এবং ক্ষত, মুখের চারিদিকে জ্বালাপোড়া ভাব থাকে।
কেলি আয়োডাম :- ইহা প্রচুর পরিমাণে মাড়ীর (গামেটাস) টিউমার যেখানে স্নায়ুটিস্যু জড়িত যেখানে ব্যবহার হয়।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।