বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন

মা’জুন সূরঞ্জান –Ma’jun Suranjan প্রদাহনাশক হিসেবে অত্যন্ত কার্যকর

আরোগ্য হোমিও হল / ২৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন
মা’জুন সূরঞ্জান –Ma’jun Suranjan
মা’জুন সূরঞ্জান –Ma’jun Suranjan

মা’জুন সূরঞ্জান –Ma’jun Suranjan প্রদাহনাশক হিসেবে অত্যন্ত কার্যকর

ক্যাটাগরি : বাত- বেদনা ,গাউড ও পক্ষাঘাত নিরাময়কার (হামদর্দ ঔষধ)

ঔষধের  বিবরণ দেখুন

মা’জুন সূরঞ্জান (Ma’jun Suranjan)

ব্যবহার :  প্রদাহনাশক হিসেবে অত্যন্ত কার্যকর।

কার্যকারিতা : গেঁটে বাত, সন্ধিবাত, সন্ধিপ্রদাহ, কটিবাত ইত্যাদিতে কার্যকর।

বায়ো কম্বিনেশন ২৫

ঔষধের বর্ণনা : মা’জুন সূরঞ্জান (Ma’jun Suranjan) ঔষধটি প্রাচীন কাল থেকে বাত ব্যথা নিরাময়ে সাফল্যজনক ভাবে ব্যবহৃত হয়ে আসছে। ইহা বাছাইকৃত মূল্যবান প্রাকৃতিক ওষুধি উপাদানের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে। মা’জুন সূরঞ্জান (Ma’jun Suranjan) ঔষধটি সকল প্রকার বাত রোগ, হাড়ের জোড়ায় জোড়ায় ফোলা, ব্যথা এবং প্রদাহ দূর করে।

আরও পড়ুন –  অ্যাডাল-৩৯ (সায়াটিকা, বাত ব্যথা)

উপাদান: প্রতি ৫ গ্রামে আছে-

(1) Convolvulus scammonia (সকমূনিয়া) ৫৭.৯০ মিগ্রা।

(2) Colchicum luteum (সূরঞ্জান) ১০২.৬০ মিগ্রা।

(3) Terminalia chebula (বড় হরীতকী) ১২৮.৪০ মিগ্রা।

(4) Operculina turpethum (তেউরি মূল) ২৮৮.৪৫ মিগ্রা।

(5) Ricinus communis (এরন্ডের তেল) ০.২২ মিলি।

(6) Anacyclus pyrethrum (আকরকরা) ৩৮.৪৫ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত ।

আরও পড়ুন – এন – ১১ (রিউমেটিজম বাত ও গেটে বাত রোগে ড্রপস)

ঔষধ সেবনবিধি : প্রাপ্ত বয়স্করা : ১ চা চামচ দৈনিক ১ অথবা ২ বার।

অপ্রাপ্ত বয়স্করা : ১/২ চা চামচ দৈনিক ১ অথবা ২ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

আরও পড়ুন – এন – ৩০ (মাংসপেশী-সন্ধিবাত -স্নায়ুশূল ও সায়টিকায় ব্যহ্যিক ব্যবহৃত)

বিশেষ সতর্কতা : শিশুদের নাগালের বাইরে রাখুন।

ঔষধ সংরক্ষণ : আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : প্লাষ্টিক কন্টেইনারে ১০০ গ্রাম ঔষধ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev