শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন

মা’জুন লানা–Ma’jun Lana স্নায়ুতন্ত্রের শক্তিবর্ধক ঔষধ

আরোগ্য হোমিও হল / ১৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১১:০০ অপরাহ্ন
মা’জুন লানা–Ma’jun Lana
মা’জুন লানা–Ma’jun Lana

মা’জুন লানা–Ma’jun Lana স্নায়ুতন্ত্রের শক্তিবর্ধক ঔষধ

ক্যাটাগরি : বাত- বেদনা ,গাউড ও পক্ষাঘাত নিরাময়ে (হামদর্দ ঔষধ)

ঔষধের বিবরণ দেখুন

মা’জুন লানা (Ma’jun Lana)

ব্যবহার :  স্নায়ুতন্ত্রের শক্তিবর্ধক ঔষধ।

নির্দেশনা : স্নায়বিক দুর্বলতা, পক্ষাঘাত, মুখের পক্ষাঘাত, কাঁপুনি, মৃগী, আর্থ্রাইটিস, গেঁটেবাত, যৌন দুর্বলতা ইত্যাদি।

বায়ো কম্বিনেশন ২৫

প্রস্তুত প্রণালী : মা’জুন লানা কুঁচিলা, গোলমরিচ, পিপুল, শুষ্ক আদা, জাফরান এর সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে।

ঔষধের বর্ননা :  স্নায়বিক শক্তিবর্ধক চিকিৎসায় অত্যন্ত কার্যকরী।

আরও পড়ুন  – এন – ১১ (রিউমেটিজম বাত ও গেটে বাত রোগে ড্রপস)

উপাদান: প্রতি ৫ গ্রামে আছে-

(1) Strychnos nxu-vomica (কুঁচিলা) ১১৮.৫০ মিগ্রা।

(2) Piper nigrum (গোলমরিচ) ৫৯.৩০ মিগ্রা।

(3) Piper longum (পিপুল) ৫৯.৩০ মিগ্রা।

(4) Zingiber officinale (শুষ্ক আদা) ৫৯.৩০ মিগ্রা।

(5) Crocus sativus  (জাফরান) ৫৯.৩০ মিগ্রা।

(6) Cinnamomum yeylanicum (দারচিনি) ৫৯.৩০ মিগ্রা।

(7) Nardostachys jatamansi (জটামাংসী) ৫৯.৩০ মিগ্রা।

(8) Santalum album (শ্বেতচন্দন) ৫৯.৩০ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত ।

আরও পড়ুন –  জিনসেন্ট–JINSANT শক্তিবর্ধক, অ্যাডাপটোজেনিক ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট

ঔষধ সেবনবিধি : ১/২- ১ চা চামচ দৈনিক ১ অথবা ২ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

আরও পড়ুন –  র‌্যাক্স নং- ৪৬ (প্যারালাইসিস)

বিশেষ সতর্কতা : শিশুদের নাগালের বাইরে রাখুন।

ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : প্লাষ্টিক কন্টেইনারে ১০০ গ্রাম ঔষধ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev