শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ অপরাহ্ন

মা’জুন কুন্দুর – Ma’un Kundur মূত্রতন্ত্রের গোলযোগ নিরাময়ে কার্যকর

আরোগ্য হোমিও হল / ১৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ১১:৫২ অপরাহ্ন
মা’জুন কুন্দুর (Ma’jun Kundur)
মা’জুন কুন্দুর (Ma’jun Kundur)

মা’জুন কুন্দুর –Ma’un Kundur মূত্রতন্ত্রের গোলযোগ নিরাময়ে কার্যকর।

ক্যাটাগরি :  মূত্রতন্ত্র ও কিডনি রোগে কার্যকরী (ইউনানী ঔষধ)।

ঔষধের বিবরণ দেখুন

মা’জুন কুন্দুর (Ma’un Kundur) মূত্রতন্ত্রের গোলযোগ নিরাময়ে কার্যকর)।

ব্যবহার :  মূত্রতন্ত্রের গোলযোগ নিরাময়ে কার্যকরী।

কার্যকারিতা : ফোঁটা ফোঁটা প্রস্রাব, মূত্রাধিক্য, শয্যায় মূত্রত্যাগ, দ্রুত বীর্যস্খলন, স্নায়বিক দুর্বলতা ইত্যাদিতে কার্যকর।

বায়ো কম্বিনেশন ২৫

ঔষধের বর্ণনা : মা’জুন কুন্দুর (Ma’un Kundur) ঔষধটি কিডনী, মূত্রথলী, মূত্রনালির শক্তি ও কার্যক্ষমতা বৃদ্ধিতে কার্যকরী নিরাপদ ইউনানী ওষুধ। । মা’জুন কুন্দুর (Ma’un Kundur) ফোঁটা ফোঁটা প্রস্রাব, মূত্রাধিক্য, শয্যায় মূত্রত্যাগজনিত সমস্যা নিরাময়ে কার্যকরী। মা’জুন কুন্দুর (Ma’un Kundur) স্নায়বিক দুর্বলতা দূর করে।

আরও পড়ুন – যৌন রোগ (শুক্রস্খলন)

উপাদান: প্রতি ৫ গ্রামে আছে

(1) Coriandrum sativum (শুকনো ধনিয়া) ১৫১.৫০ মিগ্রা।

(2) Boswellia serrata (কুন্দুর) ১৫১.৫০ মিগ্রা।(3)

(4) Punica granatum flower (ডালিম ফুল) ১৫১.৫০ মিগ্রা।

(5)Pistacia lentiscus (রুমী মস্তগী) ১৫১.৫০ মিগ্রা।

(6) Nigella sativa (কালীজিরা) ১৫১.৫০ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত।

আরও পড়ুন – আলফা টনি সিরাপ (শরীরে শক্তি যোগায় ও হজম শক্তি বৃদ্ধি করে)

ঔষধ সেবনবিধি : ১ চা চামচ দৈনিক সকালে ও রাত্রে (২ বার) অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

বিশেষ সতর্কতা : শিশুদের নাগালের বাইরে রাখুন।

ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : প্লাষ্টিক কন্টেইনারে ১০০ গ্রাম ঔষধ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev