বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৩ অপরাহ্ন

মাকুৃরিয়াস আয়োডেটাস ফ্লেডাস-Mercurius Iodatus Flabus

আরোগ্য হোমিও হল / ১০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:০৪ অপরাহ্ন
মাকুৃরিয়াস আয়োডেটাস ফ্লেডাস

মাকুৃরিয়াস আয়োডেটাস ফ্লেডাস (Mercurius Iodatus Flabus)

চলতি নাম – প্রটো-আয়োডায়েড অব মার্কারি (Proto Iodide of Mercury)

ডা: উইলিয়াম বরিক।

গলগহ্বর পীড়া, তৎসহ গ্রন্থিসমুহের স্ফীতি এবং জিহ্বায় বিশেষ বর্ণ লেপ ইহার চরিত্রগত লক্ষণ। দক্ষিণ পার্শ্বে রোগাক্রমণ। কোমল ক্ষত, চতুদিকের কঠিনতা দীর্ঘকাল স্থায়ী হয়। কুঁচকিগ্রন্থি স্ফীত, বৃহৎ এবং শক্ত। স্তনের অর্বুদ, তৎসহ প্রচুর উষ্ণ ঘর্ম-স্রাব প্রবণতা এবং পাকাশয়ের গোলযোগ।

জিহ্বা : জিহ্বা পুরু লেপে আবৃত, জিহ্বার মুলদেশ হলুদবণ। অগ্রভাগেও ধারগুলি লালবণ হওয়া সম্ভব। জিহ্বায় দাঁতের ছাপযুক্ত।

আরও পড়ুন –  বায়ো কম্বিনেশন ২২ (গ্রন্থি, ফোড়া, ব্রণ, টনসিল)

গলগহ্বর : ঝিল্লীযুক্ত টনসিল-প্রদাহ। টনসিল গন্থিদ্বয়ের উপরভাগটি মাত্র আত্রান্ত হয়। সরের মত স্রাব, তৎসহ দুগন্ধ নিঃশ্বাস। ফোলা দক্ষিণ দিক হইতে আরম্ভ হয়। গলনলীর পশ্চাভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষত। প্রদাহিত গলগহ্বর ও গলনলী হইতে পদা খসিযা পড়ে, দক্ষিণ টনসিল বেশী আক্রান্ত হয়। প্রচুর আঠাল শ্লেম্মাস্রাব। মনে হয় যেন পিণ্ডের মত কি রহিয়াছে, অবিরত ঢোক গিলিবার ইচ্ছা

সম্বন্ধ : তুলনীয় – প্লাম্বাম আয়োড (স্তনের অবুৃদ)।

মাত্রা : ২য় বিচুণ।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev