বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

মফিনাম-Morphinum

আরোগ্য হোমিও হল / ২৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:১১ অপরাহ্ন
ব্যাসিলাস বোটুলিনাম (Becillus Botulinum)
হোমিও বই

মফিনাম (Morphinum)

আফিমের উগ্রবীর্য (An Alkaloid of opium)

ডা: উইলিয়াম বরিক।

বেলেডোনার সহিত এট্রোপিয়ার যে সম্বন্ধ, ওপিয়ামের সহিত মফিনামেরও সেই সম্বন্ধ, অর্থাৎ উভয় ঔষধই মাত্র স্নায়বিক লক্ষণগুলিকেই পরিস্ফট করে। ইহা আফিং অপেক্ষা কম উত্তেজক, কম আক্ষেপজনক, কিন্ত যথেষ্ট অধিকতর নিদ্রাকারক। ইহার কোষ।ঠবদ্ধতা লক্ষণ আপেক্ষাকৃত অল্প কিন্ত মুত্রধারের সঙ্কোচন অধিকতর। ইহা আপেক্ষাকৃত অল্প ঘর্মকাতরক কিন্ত অধিকতর কণ্ডয়নজনক।

বায়ো কম্বিনেশন ২৫

মন : গভীর আবসাদ। উত্তেজনাপ্রবণ, পায়ের দোষ খোঁজে, খেয়ালি। ভয়জনিত মানসিক সঙ্ঘাতস্পপ্নবিষ্টবৎ অবস্থা

মস্কক : সমান্য মাত্র মাথা নাড়িলে শিরঃঘুর্ণন। শিরঃপীড়া, মনে হয় যেন, মাথাটি উড়িয়া যাইবে। ফাটিয়া যাওয়ার ন্যায় বেদনা। মাথা পিছন দিকে টানিয়া ধরে।

চক্ষু : ঈষৎ নীল, চক্ষুপাতা ঝুলিয়া পড়ে। চক্ষে চুলকানি। চক্ষু মুদিলে অলীক দর্শন। একদৃষ্টে তাকাইয়া থাকে, চক্ষু কোটরাগত , দুই চক্ষুর দুই দিকে বক্রদৃষ্টি। চক্ষুতারকাদ্বয় দইটি দুইরুপ সঙ্কুচিত। দৃষ্টি অস্থির। অক্ষিপুটের পতন। চক্ষুগোলকের অব্যান্তর পেশীর পক্ষাঘাত।

আরও পড়ুন – চক্ষুর ক্যানসার

কর্ণ : বাম কর্ণে স্পন্দনসহ বেদনা, ‍উত্তাপে উপশম। সর্বাঙ্গের রক্ত সঞ্চালন শব্দ যেন কানে শুরিতে পায়

মুখমণ্ডল : মুখমণ্ডল, ওষ্ঠ জিহ্বা, মুখগহ্বর ও গলগহ্বর ফ্যাকাসে লাল বা পাণ্ডুর নীলকৃষ্ণা।

নাসিকা : থাকিয়া থাকিয়া হাঁচির আবেশ। নাকের ডগায় চুলকানি ও শিহরণ।

মুখগহ্বর : অত্যান্ত শুস্ক। জিহ্বা শুস্ক, বাদামীবর্ন, মধ্যভাগ বেগুনীবর্ণ। তৃষ্ণা। ক্ষুধার অভাব, মাংস খাইতে অরুচি

আরও পড়ুন – মার্কুরিয়াস আয়োডেটাস রুবার-Mercurius Iodatus Ruber

গলগহ্বর : শুস্ক  ও সঙ্কুচিত। কণ্ঠনলী পক্ষাঘাতগ্রাস্ত, কিছু গলাধঃকরণ করা পায় অসম্ভব।  উষ্ণ পানীয়ে উপশম, শক্ত  দ্রব্যে বৃদ্ধি।

পাকস্থলী : অবিরত এবং মরিয়া যাওয়ার মত বিষমিষা, মুচ্ছভাব, অবিরত বমি উদ্রক। সবুজবর্ণ তরল পদার্থ বমি করে। উঠিয়া দাঁড়াইলে বমি বমিভাব ও বমন

উদরগহ্বর : স্ফীত। পেটে তীল বেদনা এবং মেরুদণ্ডে বেদনা। উদরস্ফীত

সরলান্ত্র : উদরাময় – জলবৎ বাদামীবর্ণ অথবা কাল মল, তৎসহ প্রবল কোঁথানি। কোষ্ঠবন্ধতা, মল বৃহৎ, শুস্ক, গাঁট গাঁট। নির্গমনকালে গুহ্রদ্বার ছড়িয়া বা ফাটিয়া যাওয়ার সম্ভবনা।

মুত্রযন্ত্র : মুত্রশয়ের আংশিক পক্ষাঘাত। মুত্রকৃচ্ছা। ধীরে ধীরে ও কষ্টকৃত মুত্রস্রাব। মুত্ররোধ। প্রষ্টেট-গ্রন্থি স্ফীত। তরুণ এবং পুরতান মুত্রাবিকার।

পুং-জননেন্দ্রিয : ধ্বজভঙ্গ। দক্ষিণ শুক্রবাহী রজ্জুতে বেদনা (অক্স্যালিক এসিড)।

হৃৎপিণ্ড : একবার হৃৎক্রিয়া দ্রুত হয়, পরক্ষণেই ইহা ধীরে চলে। হৃৎপিণ্ডের পৈশিক তন্ত্রসমুহের ক্রিয়াগত বিকার ঘটে না, কিন্ত উহারা অত্যান্ত অবসন্ন হইয়া পড়ে। নাড়ী ক্ষুদ্র, দুর্বল ও জোড়া স্পন্দনযুক্ত।

আরও পড়ুন – মস্কাস-Moschus

শ্বাসযন্ত্র : মুচ্ছাভাব এবং চেষ্টা করিয়া শ্বাস-প্রশ্বাস লইতে হয়। বক্ষ ব্যবধায় পেশীর পক্ষাঘাত। হিক্কা, শ্বাসকৃচ্ছ, আক্রমণ থাকিয়া থাকিয়া দেখা দেয়, নিদ্রাভিথূত হইলে দেখা দেয় (ল্যাকে, গ্রিণ্ডে)। একবার দ্রুত শ্বাসক্রিয়া, পরক্ষণেই শ্বাসরোধভাব। বক্ষস্থলে টান টান বোধ। বক্ষের মধ্যাস্থিতে বেদনা। শুস্ক, কঠিন, বিরক্তিকর, শ্রান্তিজনক কাশি, রাত্রিকালে বৃদ্ধি। শ্বাসরোধক কাশি তৎসহ  আঠা আঠা শ্লেম্মা। শ্লেম্মা পাতলা ও অত্যান্ত কিন্ত বুকের মধ্যে শ্লেম্মার ঘড় ঘড়ি।

পৃষ্ঠদেশ : মেরুদণ্ড বরাবর বেদনা। নিতম্বস্থানে দুর্বলতা। কটিদেশে টাটানি, সোজা হইয়া হাঁটিতে পারে না (সিমিসি)।

হস্ত-পদাদি : টলমল করিয়া চলে অবশতা

চর্ম : কালশিলা পড়া। বেগুনেবর্ণ দাগ। পোড়া নারাঙ্গার মত দ্রুত। চুলিকানি। চর্মের স্থিতি-স্থাপকতা গুণ নষ্ট হইয়া যায় বাগাগণের বয়ঃ সনিধক্ষণে শীতাপিত্ত।

স্নায়ুমণ্ডল : অস্থিরতা, এবং অত্যনুভতি। কম্পন, স্পন্দন, ঝাঁকি দেওয়া আক্ষেপ। বেদনায় অস্থির হইয়া পড়ে। বেদনাতে টানিয়া ধরে এবং ঝাঁকি দেয়। অকস্মাৎ প্রবল স্নায়ুশূল, তহাতে মুচ্ছিত হইয়া পড়ে। প্রলাপ, চরিত্রগত বিমর্ষতা। স্নয়ুশূল অত্যান্ত কষ্টকর, বাম চক্ষুর উপরিভাগে, দক্ষিণ পঞ্জরাস্থির মধ্যে উত্তাপে উপশম। সর্বঙ্গীণ টাটানি ব্যথা। বিছানার অত্যান্ত শক্ত মনে হয়। নিদ্রার পরে বৃদ্ধি (ল্যাকেসিস)। পোড়া নারাঙ্গা রোগের পরবর্তী স্নায়ুশূল (মজের)।

নিদ্রা : হই তোলা, ঘুম ঘুমভাব, দীর্ঘকালব্যাপী গভীর নিদ্রা, অথবা নিদ্রাহীনতা, অস্থির নিদ্রা, তৎসহ মাঝে মাঝে চমকিয়া উঠে। নিদ্রালু  কিন্ত নিদ্রা যাইতে পারে না।

জ্বর : শীত ভাব, বরফের ন্যায় শীতলাতা, জ্বালকার উত্তাপ, প্রচুর ঘর্ম।

মাত্রা : ৩য় হইতে ৬ষ্ঠ বিচুর্ণ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev