ভ্যানিলা (Vanila)
চলতি নাম -ভ্যানিলা-প্লানিফোলিয়া (Vanilla-Planifolia)
ডা: উইলিয়াম বরিক।
চর্মের বিশষ প্রকার উপদাহ, অনেকটা পয়জন-ওক বিষাক্ততা সদৃশ। অনেক সময়ে এই উপদাহ ঐ ফল (ভ্যানিলা) লইয়া কাজ করার জন্য, অথবা ভ্যানিলা এসেন্স দিয়া চুল ধোয়ার জন্য হইয়া থাকে। ভ্যানিলা মস্কিস্ক ও কাম প্রবৃত্তিকে উত্তেজিত করে। ভ্যানিলার রাসায়নিক তরল সার ব্যবহার করিবে না। ভ্যানিলা লইয়া যাহারা কাজ করে, তাহাদের নানা প্রকার স্নায়ুমণ্ডল ও রক্ত সঞ্চালন সংক্রান্ত উপদ্রব জন্মে। ইহা রজঃনিঃসারক এবং কামোদ্দীপক ঔষধ।
মাত্রা : ভ্যানিলা ৬ষ্ঠ হইতে ৩০শ শক্তির ঔষধে চর্ম-পীড়ায় উকার পাওয়া গিয়াছে।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।