শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

ভ্যাক্সিনিয়াম-Vaccinium

আরোগ্য হোমিও হল / ৩৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ৭:১১ অপরাহ্ন
ব্যারাইটা কার্ব-Baryta Carb
হোমিও বই

ভ্যাক্সিনিয়াম (Vaccinium)

পরিচয় – গো-বসন্তের বীজ হইতে প্রস্তত নোসোড ঔষধ।

ডা: উইলিয়াম বরিক।

জীবানুজ বিষ মানুষ্যদেহে একপ্রকার দীর্ঘস্থায়ী রোগজ অবস্থার সৃষ্টি করে। ডা: বর্ণেট উহাকে ‘ভ্যাক্সিনোসিস’ অ্যাখ্যা দিয়াছেন। উহার লক্ষণ হ্যানিম্যান বর্ণিত অঞ্জিরিকা (Sycosis) লক্ষণের অনুরুপ। স্নায়ুশূল উৎকট চর্ম-পীড়কা, শীতার্ততা, অত্যান্ত পেট ফাঁপাসহ অর্জীর্ণতা (ক্লার্ক)। হুপিং কাশি।

আও পড়ুন – থুজা অক্সিডেন্টালিস হোমিওপ্যাথি মাদার টিংচার 

মন : খিটখিটে, অধৈর্য, বদমেজাজী, স্নায়বিক।

মস্কক : সম্মুখ-কপালের শিরঃপীড়া, মনে হয় কপাল ও চক্ষদ্বয় বিদীর্ণ হইতেছে। চক্ষুর পাতা দুইটি প্রদাহিত ও রক্তবর্ণ।

আরও পড়ুন – সিফিলিস রোগে হোমিওপ্যাথি ঔষধ

চর্ম : উত্তপ্ত ও শুস্ক। পুঁজবটী ও ফোস্কা। বসন্তের ন্যায় পীড়কা।

সম্বন্ধ : তুলনীয় – গো-বসন্ত বীজের দোষঘ্ন ঔষধসমুহ, ভেরিওলিন, ম্যালাণ্ড্রিণাম, থুজা, মারাত্নক পীড়ার চিকিৎসায় থুজা, একটি শক্তিশালী সহকারী ঔষধ।

বায়ো কম্বিনেশন ২৫

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev