শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন

ভেলেন্ট–VALENT আদর্শ সুনিদ্রাকারক, শান্তকারক ও দুশ্চিন্তা প্রশমক

আরোগ্য হোমিও হল / ৩০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬:৩২ অপরাহ্ন
ভেলেন্ট–VALENT
ভেলেন্ট–VALENT

ভেলেন্ট–VALENT আদর্শ সুনিদ্রাকারক, শান্তকারক ও দুশ্চিন্তা প্রশমক|

ক্যাটাগরি : খিঁচুনীরোধক, দুশ্চিন্তা প্রশমক ও শান্তকারক, নিদ্রাকারক, পেশি শিথিলকারক ওষুধ, মস্তিষ্কের শক্তিবর্ধক (হামদর্দ ঔষধ)।

ঔষধের বিবরণ দেখুন

ভেলেন্ট (VALENT)

ভেলেরিয়ান

আদর্শ সুনিদ্রাকারক, শান্তকারক ও দুশ্চিন্তা প্রশমক

ঔষধের বর্ণনা : ভেলেন্ট (VALENT) ঔষধটি  আদর্শ সুনিদ্রাকারক ও শান্তকারক হারবাল ওষুধ হিসেবে বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় ও সমাদৃত। ভেলেন্ট (VALENT) ঔষধটি মস্তিষ্কসহ দেহের সর্বত্র রক্ত সরবরাহ বৃদ্ধি করে, মাংসপেশীর খিঁচুনী দূর করে, স্নায়ুসমূহকে শান্ত রাখে এবং ঘুমের মানের উন্নতি ঘটায়। ভেলেন্ট (VALENT) পরিপূর্ণ ঘুম নিশ্চিত করার মাধ্যমে মস্তিষ্ক হতে বিষাক্ত অণুগুলোকে অপসারিত করতে সাহায্য করে।

আরও পড়ুন – এইচ আর – ৪১ (অনিদ্রায় কার্যকর)

ব্যবহার : অনিদ্রা, স্নায়বিক উত্তেজনা, অস্থিরতা, দুশ্চিন্তা, খিঁচুনী জনিত তলপেটে ব্যথা ইত্যাদি।

উপাদান: প্রতি ক্যাপসুলে আছে :

Valeriana officinalis (ভেলেরিয়ান) মূলের স্ট্যান্ডার্ডাইজড নির্যাস ৪৫০ মিগ্রা।

আরও পড়ুন – নিদ্রা ও অনিদ্রা-সহ মানসিক লক্ষণ এবং রোগীর প্রকৃতি-লক্ষণ

ঔষধ সেবনবিধি : ১ অথবা ২ ক্যাপসুল প্রতি রাতে শয়নের ৩০ মিনিট পূর্বে অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুণ।

প্রতিনির্দেশ : ভেলেন্ট (VALENT) -এর উপাদান ভেলেরিয়ান উদ্ভিদের প্রতি যাদের অতিসংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে সেবনে প্রতিনির্দেশ রয়েছে।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অতিরিক্ত মাত্রায় সেবনে ব্র্যাডিকার্ডিয়া, এরিদমিয়া এবং অন্ত্রের মোটাইলিটি বা ভারসাম্য হ্রাসসের সমস্যা হতে পারে।

আরও প ড়ুন –  বায়ো কম্বিনেশন ১২ (মাথাব্যথা ও নিদ্রাহীনতা)

বিশেষ সতর্কতা : ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ খাবে না। শিশুদের নাগালের বাইরে রাখুন।

ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : প্রতি বাক্সে অ্যালু অ্যালু ব্লিস্টার প্যাকে ৫ X ৬ = ৩০টি ক্যাপসুল।

বায়ো কম্বিনেশন ২৫

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev