বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

ভেম্পা ক্রেব্রো-Vespa Crabro

আরোগ্য হোমিও হল / ২০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
ব্যাসিলাস বোটুলিনাম (Becillus Botulinum)
হোমিও বই

ভেম্পা ক্রেব্রো (Vespa Crabro)

পরিচয় – লিভার ওয়াম্প (Liver Wasp)

ডা: উইলিয়াম বরিক।

চর্ম ও স্ত্র-জননেন্দ্রিয় লক্ষণগুলি অতি সুস্পষ্ট। স্ফীতি বোধ। চর্ম ও শ্লৈম্মিক ঝিল্লীসমুহের আকুঞ্চন-প্রসারণ গুণের খর্বতা। মাথা ঘোরা, চিৎ হইয়া শয়নে উপশম। মুর্ছা ভাব। অসাড়তা  এবং দৃষ্টিহীনতা। বমি বমিভাব এবং বমন, তৎপর পদদ্বয় হইতে উপর দিকে শির শিরকরা শীত। অন্ত্রে খিলধার ন্যায় ব্যথা। বগলের গ্রন্থিগুলি স্ফীত এবং উর্ধ্ববাহুতে টাটানি। শরীরের যে অংশ চাপিয়া শয়ন করে, তথায় ঘর্ম এবং চুলকানি দেখা দেয়।

বায়ো কম্বিনেশন ২৫

মুখমণ্ডল : ক্লেশব্যঞ্জক ও স্ফীত। চক্ষু পাতায় – বিসর্প রোগের ন্যায় স্ফীতি। চক্ষুর শুক্রমণ্ডলের অর্জুন রোগ। মুখগহ্বর ও গলদেরশের স্ফীতি, তৎসহ তীব্র জ্বালকর বেদনা।

মুত্রযন্ত্র : মুত্রত্যাগকালে জ্বালা এবং চুলকানি।

আরও পড়ুন – এন – ২৮ (ঋতুস্রাব জনিত ড্রপস)

স্ত্রী-জননেন্দ্রিয় : ‍ঋতুস্রাব দেখা দিবার পূর্বে অবসাদ, বেদনা, চাপ  বোধ এবং কোষ্ঠবদ্ধতা। বাম ডিম্বাশয় বিশেষভাবে আত্রান্ত হয়, তৎসহ পুনঃপুনঃ জ্বালাকর প্রস্রাব। কটিদেশে বেদনা, পৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়। জরায়ুমুখের বহির্দেশের ছাল উঠিয়া যায়।

চর্ম : অহিপুতন, তীব্র চুলকানি ও জ্বালা। ফোঁড়া, তাহাতে হুলবিদ্ধবৎ বেদনা এবং টাটানি। ভিনিগার দ্বারা ধৌত করিলে উপশম হয়। চাকা চাকা দাগ, চর্ম-কলঙ্ক। স্ফীত স্থানে জ্বালা, হুলবিদ্ধবৎ বেদনা এবং টাটানি। বিস্তৃত স্থানে অহিপুতন, ভিনিগার দিয়া ধুইলে উপশম হয়।

আরও পড়ুন – চর্মপীড়া ও মানসিক লক্ষণ

সম্বন্ধ : তুলনীয় – স্কপিও (লালাস্রাব, তির্যক দৃষ্টি এবং ধুনষ্টঙ্কার), এপিস।

দোষঘ্ন : সেস্পারভাইবাম টেকটক বাহ্যিক প্রয়োগ।

মাত্রা : ৩য় হইতে ৩০শ শক্তি।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev