বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

ভিরেট্রাম ভিরিডি-Veratrum Viride

আরোগ্য হোমিও হল / ২৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
ব্যাসিলাস বোটুলিনাম (Becillus Botulinum)
হোমিও বই

ভিরেট্রাম ভিরিডি (Veratrum Viride)

চলতি নাম – আমেরিকার সাদা হেলিবোর (White American Hellebore)

ডা: উইলিয়াম বরিক।

থাকিয়া থাকিয়া হৃৎপিণ্ডের তন্ত্রসমুহের কম্পন। হৃৎপিণ্ডের সঞ্চোলক ও প্রসারক ক্রিয়ার অবনতি ঘটায়। রক্ত সঞ্চয় – বিশেষতঃ ফুসফস ও মস্কিস্কের মুলদেশে তৎসহ বমি বমিভাব ও বমন। ঝাঁকি মারা ও তড়কা। রক্তপ্রধান ধাতু ব্যক্তির পক্ষে বিশেষ উপযোগী। অত্যান্ত অবসন্নতা। হৃৎপিণ্ডের বাত। স্ফীত ও কৃষ্ণাভ মুখমণ্ডল। প্রচণ্ড প্রলাপ। সর্দিগমির মন্দফল। অন্নবহা নলীর প্রদাহ (ফ্যারিংটন)। ভিরেট্রাম ডিরিডি নিউমোনিয়া জীবাণু বিরুদ্ধে রক্তম্বুর জীবাণু সংরোধক মান শতকরা ৭০ হইতে ১০৯ ভাগ বধিত করে। নিউমোনিয়ায় ফুসফুসের যকৃদৃভাব প্রাপ্তির প্রথমিক অবস্থায় উপর যেরুপ ক্রিয়া করে তাহা ব্যববারিক ক্ষেত্রে টাইগের বর্ণিত অঙ্গ-প্রত্যঙ্গের সঙ্কোচন, ‘টম্পসন জাতীয়’ পীড়া, কম্পন রোগ পৈশিক বিবৃদিধযুক্ত পক্ষাঘাত রোগের অনুরুপ (ডা: এ . ই. ডিস্নডেল, এম, ডি)।

বায়ো কম্বিনেশন ২৫

মন : কলহপ্রিয় ও প্রলাপী।

মস্তক : প্রবল রক্ত সঞ্চয়, প্রায় মৃগী রোগী অনুরুপ। মস্তক উষ্ণ, চক্ষু রক্তবর্ণ। মুখমণ্ডল স্ফীত ও কৃষ্ণাভ। আকুঞ্চিত পাণ্ডু মুখমণ্ডল, মাথা পশ্চাদ্দিকে আকৃষ্ট, চক্ষুমণিদ্বয় প্রসারিত, দ্বিত্ব দৃষ্টি। মস্কিস্ক -ঝিল্লীর প্রদাহ। ঘাড়ে বেদনা, সেইজন্য মথা থুলিতে পারে না। সর্দি গমি, মস্মক পুর্ণ, ধমনীগুলি, দপ্ দপ্ করে (বেল, গ্লোন উস্নিয়া)। মুখমণ্ডল রক্তিমাভ। মুখমণ্ডলের পেশীর আক্ষেপিক স্পন্দন (এগারিকাস)। শিরঃঘুর্ণন, তৎসহ বমি বমিভাব।

আরও পড়ুন – আর ৩৩ (মৃগীরোগ, খিঁচুনি)

জিহ্বা : সাদা অথবা হরিদ্রাবর্ণ, মাঝ বরাবর একটি লালবর্ণ রেখা বর্তমান থাকে। পুড়িয়া যাওয়ার ন্যায় রোধ হয়, লালাস্রাব বর্ধিত হয়।

পাকস্থলী : পিপাসার্ত বমি বমিভাব ও বমন। সমান্য খাদ্য বা পানীয় গ্রহণ করিলে তৎক্ষণাৎ উহা বমি হইয়া যায়। আকৃঞ্চনবৎ বেদনা, উষ্ণ পানীয়ে বৃদ্ধি। হিক্কা অত্যাধিক ও কষ্টদায়ক হিক্কা, তৎসহ অম্লনলীর আক্ষেপ। পাকস্থলী ও অম্ননলীতে জ্বালা।

উদরগহ্বর : বস্তিদেশের উপরে বেদনা, তৎসহ টাটানি ব্যথা।

শ্বাসযন্ত্র : ফুসফুসে রক্ত সঞ্চয়। কষ্টকর শ্বাস-প্রশ্বাস। মনে হয় বুকের উপর একটি ভাব বোঝা চাপান আছে। নিউমোনিয়া, তৎসহ পাকস্থলীতে খালি খালিবোধ ও প্রবল রক্ত সঞ্চয়। ঘুংড়ি কাশি। ঋতুসংশ্লিষ্ট শূলবেদনা ঋতুস্রাব আরম্ভ হইবার পুর্বে আরম্ভ হয়, তৎসহ কষ্টকর মুত্রকৃচ্ছতা

আরও পড়ুন – জরায়ু ইনফেকশনের লক্ষণ, করনীয় ও হোমিওপ্যাথি ঔষধ

মুত্র : ধুম্রবর্ণ তলানিসহ অল্প মুত্র।

স্ত্রী-জনেন্দ্রিয় : জরায়ুমুখের কঠিন্যতা (বেল, জেলস) সুতিকা জ্বর। ঋতুলোপের সহিত মস্তকে রক্ত সঞ্চয় (বেল)। ঋতুস্রাবের পূর্বে ঋতুশূল তৎসহ মুত্রকৃচ্ছতা।

হৃৎপিণ্ড : মাড়ী ক্ষীণ, কোমল, দুর্বল. অনিয়মিত, পার্যয়শীল। দ্রুত নাড়ী, নিন্মচাপ (টেবেকাম, ডিজি)। হৃৎপিণ্ডস্থানে অনুক্ষণ অপ্রবল জ্বালাকর বেদনা। হৃৎকপাটিকার পীড়া। সর্বাঙ্গের ভিতর দিয়া, বিশেষতঃ দক্ষিণ উরুদেশে নাড়ীর স্পন্দন অনুভুত হয়।

হস্ত-পদাদি : ঘাড়ে এবং স্কন্ধে কামড়ানি ব্যথা। সন্ধিসমুহ ও পেশীতে তীব্র বেদনা। অঙ্গ-প্রত্যাঙ্গ ভীষণ বিদ্যুতাঘাতবৎ বেদনা। আক্ষেপিক স্পন্দন। তরুণ বাত রোগ। জ্বর।

আরও পড়ুন – এন – ৬৫ (চুলকানী যুক্ত চর্মরোগে কার্যকর)

চর্ম  : ইরিসিপ্লাস, তৎসহ মস্তিস্ক সংক্রান্ত উপদ্রব। অহিপুতন, দেহের স্থানে স্থানে চুলকানি। উষ্ণ ঘর্ম নিঃসরণ।

জ্বর : সন্ধ্যাকালে অতি উচ্চ তাপ এবং প্রাতঃকালে সাধরণ অপেক্ষা কম উত্তাপ। দৈহিক তাপের অত্যান্ত পরিবর্তনসহ পুঁয়জ জ্বর।

সম্বন্ধ : তুলনীয়, জেলস, ব্যাপ্টি, বেল, একোন, ফেরাম ফস।

দোষঘ্ন : ষ্ট্রিকানিনের কৃাথ ২০ হইতে ৪০ ফোঁটা মাত্রায় প্রয়োগ করিবে।

মাত্রা : ১ম হইতে ৬ষ্ঠ শক্তি।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev