ভিঙ্কা মাইনর (Vinca Minor)
চলতি নাম – লেসার পেরিউইঙ্কল্ (Lesser Periwinkle)
ডা: উইলিয়াম করিক।
চর্মরোগ, একজিমা, বিশেষতঃ চুলে জট বাঁধা, অধিকন্ত রক্তস্রাব এবং ডিপথেরিয়ার ঔষধ।
মস্তক : মাথার চাঁদিতে ছিন্নকর বেদনা, কানে ঠং ঠাং ও বাঁশির মত শব্দ। ভয়ানক মাথা ঘোরা, তৎসহ চক্ষুর সম্মুখে আলোর ঝলকানি দেখে। মস্তক-ত্বকের আক্রান্ত অংশ হইতে রস নিঃসৃত হইয়া চুলে জট বাঁধে। মস্কক ত্বকের ক্ষতকর চুলকানি। স্থানে স্থানে টাক পড়ে। চুলে জট বাঁধা। চুলকাইবার অদম্য প্রবৃত্তি।
নাসিকা : অতি সহজে নাসিকার অগ্রভাগ লাল হইয়া উঠে। নাসারন্ধ্রের সংযোজক অস্থিতে আর্দ্র উদ্ভেদ। এক নাসারন্ধ্র অবরুদ্ধ। নাসিকায় ক্ষত। উপর ওষ্ঠ ও নাসিকামুল ক্ষত হইযা রস ঝরে।
গলগহ্বর : অত্যান্ত কষ্ট হয়। পুনঃপুনঃ গলা খেঁকারি দেয়। ডিপথেরিয়া।
স্ত্রী-জননেন্দ্রিয় : অত্যান্ত ঋতুস্রাব, তৎসহ অতীব দুর্বলতা। জরায়ু হইতে অপ্রবল রক্ত স্রাব। (অষ্টি, ট্রিলিয়াম, সিকেল), অতিরজঃ অবারিত রক্তস্রাব, বিশেষতঃ রজঃ নিবৃত্তিকালে। জরায়ু সৌত্রিক অর্বুদ হইতে রক্তস্রাব।
চর্ম : ক্ষতকর চুলকানি। চর্মে অত্যান্ত স্পর্শকাতরতা। সমান্য ঘর্ষণে চর্ম লালবর্ণ ও ব্যথাযুক্ত হইয়া উঠে। মস্কক ও মুখে একজিমা, পুঁজবটী, চুলকানি, জ্বালা, দুর্গন্ধযুক্ত। চুলগুলি জট পাকান।
সম্বন্ধ : তুলনীয়- ওলিয়েণ্ডার, ষ্ট্যাফিস।
মাত্রা : ১ম হইতে ৩য় শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।