বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন

ভার্বাস্কাম-Verbascum

আরোগ্য হোমিও হল / ১৪ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ৭:১৭ অপরাহ্ন
ব্যাসিলাস বোটুলিনাম (Becillus Botulinum)
হোমিও বই

ভার্বাস্কাম (Verbascum)

অপর নাম – মুলেন (Mullein)

ডা: উইলিয়াম বরিক।

মস্তস্কের পঞ্চম স্নায়ুযুগ্মের নিন্ম হনুদেশস্থ শাখার উপর বিশেষ ক্রিয়া, কর্ণ, শ্বাসযন্ত্র এবং মুত্রশয়ের উপর ক্রিয়া প্রকাশ করে। সদি এবং ঠাণ্ডা লাগা তৎসহ থাকিয়া থাকিয়া মুখমণ্ডলীয় স্নায়ুশূল। স্নায়ুসমুহ, বাযুনলী এবং মুত্রযন্ত্রের উপদাহ দুর করে। কাশির বেগ প্রশমিত করে।

বায়ো কম্বিনেশন ২৫

মুখমণ্ডল : স্নায়ুশূলে গণ্ডাস্থির প্রবর্ধন, শঙ্খাস্থি ও হনু অস্থির সংযোগ এবং কর্ন আক্রান্ত হয় (মিনিয়েস্থিস)। বিশেষতঃ বাম পার্শ্বে, তৎসহ অশ্রুস্রাব এবং আক্রান্ত অংশগুলিতে সাঁড়াশি দিয়া নিস্পেষিত করার ন্যায় বেদনা। কথা বলিলে, হাঁচি দিলে, এবং বায়ুতাপের পরিবর্তনে বেদনার বৃদ্ধি হয়। দাঁতে দাঁতে চাপ দিলে বেদনার বৃদ্ধি হয়। বেদনা থাকিয়া থাকিয়া আসে, সামান্য নড়াচড়ায় বাড়িয়া উঠে। প্রতিদিন একই সময়ে প্রাতঃকালে ও সন্ধ্যাকালে দেখা দেয়।

আরও পড়ুন – মুলেন অয়েল (Molan Oiel Q) কর্ণ কিউর

কর্ণ : কর্ণশূল, তৎসহ কর্ণমধ্য অবরোধ বোধ। বধিরতা, কর্ণকুহরে শুস্ক আাঁইশের মত অবস্থা (বাহ্যিক প্রয়োগ)।

উদরগহ্বর : বেদনা উদরগহ্বর হইতে নীচের দিকে নামিয়া মলদ্বার পেশীর সঙ্কোচন ঘটায়।

সরলান্ত্র : দিনে অনেকবার বাহ্য হয়, তৎসহ নাবিশেশে মোচড়ান ব্যথা। অর্শ, তৎসহ অবরুদ্ধ কঠিন মল। অর্শবলি প্রদাহিক ও বেদনাযুক্ত

শ্বাসযন্ত্র : স্বরভঙ্গ, কন্ঠস্বর গভীর, কর্কশ এবং ঢাকের শব্দের মত। রক্তে ব্যাসেফিলের আধিক্য। কাশি, রাত্রিকালে বৃদ্ধি। হাঁপানি। গলকোষে টাটানি। মুখের মধ্যে বৃদ্ধি।

আরও পড়ুন –  আর ৪৫ (স্বরযন্ত্রের অসুস্থতা)

মুত্রযন্ত্র : অবিরত ফোঁটা ফোঁটা মুত্রপাত। অসাড়ে মুত্রপাত। জ্বালাকর মুত্র। মুত্রাধারে চাপ দিলে মুত্রস্রাব বৃদ্ধি পায়।

হস্ত-পদাদি : পদতলে, দক্ষিণ পায়ে, এবং হাঁটুতে খিলধরার ন্যায় বেদনা। নিন্মশাখায় ভার বোধ। বৃদ্ধাঙ্গুলি অসাড় বোধ হয়। বাম গোড়ালিতে স্নায়ুশূল। নিন্মাঙ্গের সন্ধি-সমুহে বেদনা ও আড়ষ্টতা

উপচয়, উপশম : বৃদ্ধি – বায়ুতাপের পরিবর্তনে, কথা বলায়, হাঁচি দিলে, জোরে কামাড়াইলে  (নিন্ম মাড়ির পেশী)। প্রাতঃকাল ১টা হইতে বৈকাল ৪টা পর্যন্ত।

সম্বন্ধ : তুলনীয় – রাস, এরামেটা, কষ্টিকাম, প্লাটিনা, স্ফিঙ্গুরাস, (গণ্ডস্থির প্রবর্ধনে বেদনা)।

মাত্রা : মুরৈন অয়েল – বাহ্যিক ভাবে, কান কামড়ানি ও কর্ণকুহরে শুস্ক আঁইশবৎ অবস্থার জন্য। অধিকন্ত রাত্রিতে শয়নকালে কষ্টকর কাশির জন্য, অভ্যান্তরিকভাবে মুল অরিষ্ট অথবা নিন্ম শক্তি। শয্যামুত্রে জন্য – রাত্রে ও প্রাতঃকালে ৫ বিন্দু মাত্রায়।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev