শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন

ভার্বিনা-Verbena

আরোগ্য হোমিও হল / ২৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
ব্যারাইটা কার্ব-Baryta Carb
হোমিও বই

ভার্বিনা (Verbena)

চলতি নাম – ব্লু ভারভেন (Blue Verbain)

ডা: উইলিয়াম বরিক।

চর্ম ও স্নায়ুমণ্ডলকে আক্রমণ করে। স্নায়ুবিক অবসাদ, দুর্বলতা, উপদাহ এবং আক্ষেপ। রক্ত আশোষণ ক্রিয়ার উন্নতি করিয়া থেঁতলান স্থানের বেদনা প্রমশিত করে। ফোস্কার বিসর্প রোগ। অপ্রবল রক্ত সঞ্চয় ও সবিরাম জ্বর। পয়জন-ওকে বিষাক্ততার একটি ঔষধ। মৃগী রোগ, অনিদ্রা, মানসিক অবসন্নতা। মৃগী রোগে ইহা রোগীর মানসিক শক্তিকে সতেজ করিয়া তোলে এবং কোষ্ঠকাঠিন্য দুরে করে।

আরও পড়ুন – ভ্যালেরিয়ানেট অব এমোনিয়া-Valerianate of Ammonia

মাত্রা : মুল অরিষ্ট এক মাত্রা প্রয়োজ্য। মৃগী রোগে দীর্ঘকাল ধরিয়া ঔষধ প্রয়োগ করিতে  হয়। ক্ষয় রোগের বিষ শরীর হইতে বিতাড়িত করিবার জন্য, পররিসের ডাক্তার ভোনিয়ার ইহা দ্বারা প্রস্তুত চা মুত্রকারক পানীয়রুপে ব্যবহার করিতেন।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev