ভায়োলা ট্রাইকলার (Viola Tricolor)
চলতি নাম – প্যান্সি (Pansy)
ডা: উইলিয়াম বরিক।
শিশুদের একজিমা এবং জীবন্ত স্বপ্নদর্শনসহ রাত্রিকালে স্বপ্নদোষ রোগে ইহার প্রধান ব্যবহার।
মস্কক : ভার বোধ এবং সম্মুখদিকে প্রচাপন বেদনা। মস্কক-ত্বকে একজিমা, তৎসহ গ্রন্থিস্ফীতি। আহারের পর মুখমণ্ডল উষ্ণ ও ঘর্মযুক্ত হয়।
গলগহ্বর : প্রচুর শ্লেম্মা, হক্ হক্ করিয়া কাশিতে বাধ্য হয়, খোলা বাতাসে বৃদ্ধি। গিলিতে কষ্ট।
মুত্রযন্ত্র : প্রচুর, বিশ্রী, বিড়ালের মুত্রের ন্যায় দুর্গন্ধযুক্ত মুত্র।
পুং-জননেন্দ্রিয় : লিঙ্গাগ্রের চর্ম স্ফীত, লিঙ্গমনিতে জ্বালা। চুলকানি। মলত্যাগকালে অসাড়ে শুক্রপাত হয়।
চর্ম : চর্মদল, অসহ্য চুলকানি। মুখমণ্ডল ও মস্কক পীড়কা, তাহাতে জ্বালা, চুলকানি, রাত্রিকালে বৃদ্ধি। পুরু মামড়ী পড়ে, উহা ফাটিয়া হলুদবর্ণ চট্চটে পুঁজ বাহির হয়। মুখে চর্মদল সদৃশ একজিমা। অঞ্জিরিকা (Sycosis)।
উপচয়, উপশম : বৃদ্ধি – শীতকালে, বেলা ১১টায়।
তুলনীয় : লাইকো।
সম্বন্ধ : তুলনীয় – রাস, ক্যাল্কে, সিপিয়া।
মাত্রা : নিন্মশক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।