ভায়োলা গুডোরেটা (Viola Odorata)
চলাতি নাম – ভায়োলেট (Violet)
ডা: উইলিয়াম বরিক।
কর্ণের উপর ইহার বিশেষ ক্রিয়া। কাল চুল-বিশিষ্ট ব্যাক্তিদের পীড়ায় বিশেষ উপযোগী। চক্ষুকোটর এবং ভ্রপদেশে ক্রিয়া করে। দক্ষিণ পার্শ্বে শুইলে দেহের উপর অংশে বাত বেদনা। শিশুদের ক্রিমি রোগ (টিউক্রি)। জরায়ুর সৌত্রিক অর্বুদের বেদনায় বাহ্যিক প্রয়োগ করিবে। সর্পর্দশন ও মৌমাছির হুল ফোটানতে বাহ্যিক প্রয়োগ করা চলে। টানপড়া ব্যথা মুখমণ্ডলের উর্ধ্বাংশে ও কর্ণে প্রসারিত হয়।
মস্তক : কপালে জ্বালা, মাথা ঘোরা, মাথার অভ্যন্তরস্থ সবকিছু যেন চক্রাকারে ঘুরিতেছে বোধ হয়। মাথার ভার বোধ, তৎসহ ঘাড়ের পেশীতে দুর্বলতা অনুভব। মস্কক-ত্বকে টান টান ভাব, ভ্র কোঁচাকাইতে ব্যথা হয়। ভ্রর ঠিক উপরেই বেদনা করে। শঙ্খস্থি ও চক্ষুর নীচে বেদনা। কপালের উপর দিয়া শিরঃপীড়া। কপালের অস্থির উপর ক্রিয়া করে। যক্ষা রোগগ্রস্ত ব্যক্তির হিষ্টিরিয়া সদৃশ আক্ষেপ।
চক্ষু : চক্ষুপাতায় ভার বোধ। চক্ষুগোলক সঙ্কুচিত বোধ হয়। চক্ষুর সম্মুখে অগ্নিশিখা দেখে। অদুরদৃষ্টি। কৃষ্ণপটল প্রদাহ। দৃষ্টিবিভ্রম। আগুনের বর্ণ, আঁকাবাঁকা চক্রাকার বস্ত দেখে।
কর্ণ : কর্ণে চিড়িকমারা বেদনা। সঙ্গীত পছন্দ করে না। কানে গর্জন বৎ শব্দ এবং সুড়সুড়ি। কানের নীচে খোঁচার ব্যথা। বধিরতা, কান পাকা। কর্ণ রোগের সহিত চক্ষুগোলকে বেদনা।
শ্বাসযন্ত্র : নাসিকামুলে আঘাত লাগার ন্যায় বেদনা। শুস্ক ক্ষণস্থায়ী আক্ষেপিক কাশি এবং শ্বাসকষ্ট, দিবাভাগে বৃদ্ধি। বক্ষে চাপ বোধ। স্বরভঙ্গসহ ঘুংড়ি কাশ। গর্ভকালে শ্বাসকষ্ট। কষ্টকৃত শ্বাসক্রিয়া উদ্বেগ ও বুক ধড়ফড়ানি তৎসহ হিষ্টিরিয়া।
হস্ত-পদাদি : স্কন্ধপেশীতে বাত বেদনা। হস্ত-পদাদির কম্পন। হাতের কব্জির করতলাস্থির সন্ধিসমুহে প্রচাপনবৎ বেদনা (আলমাস)।
মুত্রযন্ত্র : দুধের মত মুত্র , উগ্র, গন্ধ, স্নায়বিক শিশুদের বিছানায় মুত্রত্যাগ।
উপচয়, উপশম – শীতল বাতাসে বৃদ্ধি।
সম্বন্ধ : তুলনীয় – আলমাস (পায়ে পিপীলিকা চলার ন্যায় অনুভুতি, অসাড়তা, জানু ও পদদ্বয়ে সুড়সুড়িযুক্ত বেদনা। কজ্বির উপর বাত-বেদনা। পায়ের ডিমের পেশীর শেষ প্রান্তে অসাড়তা, শিহরণ এবং বেদনা), চিনোপডিয়াম (কর্ণ-লক্ষণ, কর্ণকুহয়ে রক্তাম্বু অথবা রক্ত সঞ্চয়, মধ্য-কর্ণের পুরাতন প্রদাহ, ক্রমশঃ মানুষের স্বর কম শুনে, কিন্ত গাড়ী চলার শব্দ ও অন্যান্য শব্দ কানে বাজে। কানে ভনব ভন শব্দ অস্থির সঞ্চারক শক্তির অভাব বা সুনতা, রোগী কর্ণ সম্বন্ধে সদা সচেতন, সাধারণ শব্দ হইতে তীব্র ও তীক্ষ্ণ শব্দ ভাল শোনে)। অরম, পালস, সিপিয়া, ইগ্নে, সিনা, কলোফাই (ক্ষুত্র ক্ষুদ্র সন্ধির বাত রোগ)।
মাত্রা : ১ম হইতে ৬ষ্ঠ শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।