বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন

ভাইবার্নাম অপুলাস-Viburnum Opulus

আরোগ্য হোমিও হল / ১৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
ব্যাসিলাস বোটুলিনাম (Becillus Botulinum)
হোমিও বই

ভাইবার্নাম অপুলাস (Viburnum Opulus)

চলতি নাম – হাই ক্র্যানেবেরি (High Cranberry)

ডা: উইলিয়াম বরিক।

খিলধরায় ঔষধ। বস্তিপ্রদেশের যন্ত্রসমুহে শূলবৎ বেদনা। আভ্যান্তরিক জননযন্ত্রগুলি সম্বন্ধে অতিচৈতনা। স্ত্রী-জননেন্দ্রিয় সংক্রান্ত লক্ষণগুলিই প্রধান। অনেক ক্ষেত্রেই গর্ভস্রাব দমন করে। মিথ্যা প্রসব বেদনা। ডিম্বাশয় ও জরায়ু সংক্রান্ত আক্ষেপিক ও রক্তধিক্য লক্ষণ।

বায়ো কম্বিনেশন ২৫

মস্কক : উত্তেজনা প্রবণতা, শিরঃঘূর্ণন, মনে হয় যেন, সম্মুখদিকে পড়িয়া যাইবে। শঙ্খপ্রদেশে ভীষণ যাতনা। চক্ষুগোলকে টাটানি।

পাকস্থলী : ভবিরত বমি বমিভাব, আহারে উপশম। ক্ষুধাহীনতা।

উদরগহ্বর : অকস্মাৎ খিল ধরে এবং শূলবৎ বেদনা দেখা দেয়। নাভিদেশ অসহ্য বোধ হয।

আরও পড়ুন – জরায়ু ইনফেকশনের কারণ, লক্ষণ, করনীয় কী?

স্ত্রী-জননেন্দ্রিয় : নিয়মিত সময়ের বহু পরে রজঃ প্রকাশ, উহা মাত্র কয়েক ঘন্টা স্থায়ী হয়। স্রাব দুর্গন্ধযুক্ত, তৎসহ খিলধরা বেদনা। ঐ বেদনা উরুদেশ পর্যন্ত বিস্তৃত হয় (বেল)। ঋতু প্রকাশের পুর্বে প্রসব বেদনার ন্যায ব্যথা। ডিম্বাশয়প্রদেশে ভার বোধ এবং রক্ত সঞ্চয়। ত্রিকাস্থিপ্রদেশে এবং যোনিপীঠে কামড়ানি ব্যথা, তৎসহ উরুর পশ্চাদ্দিকস্থ মাংসপেশীতে বেদনা (জ্যান্থোক্স)। আক্ষেপজনক ও পর্দাযুক্ত কষ্টরজঃ (বোরাক্স)। ক্ষতকর প্রদর স্রাব। জননেন্দ্রিয়ে খোঁচামারা বেদনা ও চুলকানি। উঠিয়া বসিতে গেলে মুর্চ্ছাভাব। পুনঃপুনঃ এবং অতি ত্বরান্বিত গর্ভপাত, উহাতে বন্ধ্যা হওয়ার সম্ভবনা। পৃষ্ঠদেশ হইতে কুঁচকি এবং গর্ভাশয় পর্যন্ত বিস্তৃত বেদনা, প্রত্যুষে বৃদ্ধি।

মুত্রযন্ত্র : মল বৃহৎ এবং শক্ত তৎসহ সরলান্ত্রে কর্তনবৎ বেদনা এবং গুহ্যদ্বারে বেদনা।

আরও পড়ুন – র‌্যাক্স নং – ১0৯ (মলদ্বার বহির্নিমণ)

হস্ত-পদাদি : ঘাড়ে আড়ষ্টতা এবং ব্যথা। মনে হয় যেন, পৃষ্ঠদেশ ভাঙ্গিয়া যাইবে। পৃষ্ঠের নিন্মাংশে বেদনা। নিন্মাঙ্গ দুর্বল ও ভারি বোধ হয়।

উপচয়, উপশম : বৃদ্ধি – বেদনান্বিত পার্শ্বে শয়নে, উষ্ণ ঘরে, সন্ধ্যাকালে ও রাত্রে।

উপশম : খোলা বাতাসে এবং বিশ্রামে।

সম্বন্ধ : তুলনীয় – ভাইবার্নাম প্রুনিফোলিয়াম ল্ক্যাক হু (গর্ভস্রাবের অভ্যাসগত অবস্থা, ভ্যাদাল ব্যথা, জিহ্বা ক্যান্সার রোগ, অদম্য হিক্কা। ইহাকে একটি জরায়ু সংক্রান্ত বলকারক ঔষধ বলিয়া মনে করা হয়। প্রাতঃকারীন বমন, বন্ধ্যা বমণীদের ঋতুর গোলযোগ, তৎসহ জরায়ুর স্থানচুতি), সিমিসি, কলোফাই, সিপিয়া, জ্যান্থোক্স।

মাত্রা : মুল অরিষ্ট ও নিন্ম শক্তি।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev