ভাইপেরা (Vipera)
পরিচয় – জার্মানীর সর্পবিষ (German Viper)
ডা: উইলিয়াম বরিক।
“ভাইপার” সংশনে সাময়িক ভাবে স্নায়ুমণ্ডলের প্রতিক্ষিপ্ত ক্রিয়ার বৃদ্ধি হয়, শৈরিক রক্তসঞ্চয়জনিত আংশিক পক্ষাঘাত দেখা দেয, এবং পায়ের দিকে অর্ধাঙ্গাক্ষেপ দেখা দিয়া উহা ক্রমশঃ উপর দিকে বিস্তৃত হইতে থাকে। ধোপানীদের উর্ধ্বগামী তরুণ পক্ষাঘাত সদৃশ অবস্থা (ডা: ওয়েলস)। মুত্রগ্রন্থির উপর বিশেষ ক্রিয়া, রক্তমুত্র উৎপন্ন করে। হৃৎপিণ্ডের শোথ।
শিরাসমুহে প্রদাহিত হইয়া ফুলিয়া উঠে, ফাটিয়া যাওয়ার ন্যায় বোধ হয়। যকৃতের বদ্ধি। রজঃলোপকারীন উপসর্গ। গলকোষের স্ফীত, ব্যাপক স্নায়ু-প্রদাহ। মেরুমজ্জার প্রদাহ।
মুখমণ্ডল : অত্যান্ত স্ফীত। ওষ্ঠদ্বয় এবং জিহ্বা স্ফীত, কালশিরাবৎ এবং বহিঃপ্রসারিত। জিহ্বা শুস্ক, বিঙ্গলবর্ণ এবং লালবর্ণ। কথা বলিতে কষ্ট হয়।
যকৃৎ : বৃদ্ধিপ্রাপ্ত যকৃত ভীষণ বেদনা, তৎসহ কামলা রোগ এবং জ্বর। বেনদা নিতম্বদেশ ও স্কন্ধ পর্যন্ত বিস্তৃত হয়।
হস্ত-পদাদি : রোগী অঙ্গ-প্রত্যাঙ্গগুলি উঁচু করিয়া রাখিতে ব্যধ্য হয়। ঝুলাইয়া রাখিলে মনে হয় যেন, ঐগুলি ফাটিয়া যাইবে, বেদনা অসহ্য বোধ হয় (ডাঢেড)। শিরায় রক্ত সঞ্চয় এবং তরুণ প্রদাহ। শিরাগুলি স্ফীত স্পর্শকাতর ও ফাটিয়া যাওয়ার ন্যায় বেদনাযুক্ত। নিন্মাঙ্গে খিলধরা।
চর্ম : কালশিরাবৎ। চর্ম হইতে বড় বড় চাংড়ার মত ছাল উঠে। লসিকা গণ্ডজ অর্বুদ, ফোঁড়া, কার্বঙ্কল, উহাতে বিদীর্ণকর বেদনা, পীড়িত অঙ্গটি উঁচু করিয়া রাখিলে উপশম।
সম্বন্ধ : পিলিয়াস বেরাস – এডার সর্প (আবসন্নতা এবং মুর্ছাভাব। নাড়ী মাঝে মাঝে থামিয়া যায়, চর্ম হরিদ্রাবর্ণ, নাভিস্থানে বেদনা। বাহু জিহ্বা ও দক্ষিণ চক্ষুতে স্ফীতি, মাথাঘোরা, মুর্ছাভাব, বমি বমিভাব বক্ষে চাপ বোধ, ভালভাবে নিঃশ্বাস লইতে পারে না, দীর্ঘশ্বাস লইতে পারে না, অঙ্গ-প্রত্যাঙ্গে আড়ষ্টতা এবং বেদনা, সন্ধিসমুহের কঠিনতা, শ্বাসরুদ্ধ ভাব, অতিশয় পিপাসা)। এল সিরাম (হিৎপিণ্ড ও মুত্রগ্রন্থি সংক্রান্ত পীড়া, হৃৎপিণ্ডের সঙ্কোচন-প্রসারণ জনিত ক্ষয় পুরণ হয় না, এইজন্য হৃৎপিণ্ডের সঙ্কোচন গতির স্তব্ধতার সম্ভবনা)।
মাত্রা : ১২শ শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।