শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ অপরাহ্ন

ভাইটোরিষ্ট ((VITORIST) সাধারণ শক্তিবর্ধক এবং স্নায়বিক সমস্যায় কার্যকরী

আরোগ্য হোমিও হল / ২৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৬:৩৯ অপরাহ্ন
ভাইটোরিষ্ট  (VITORIST) সাধারণ শক্তিবর্ধক এবং স্নায়বিক সমস্যায় কার্যকরী
ভাইটোরিষ্ট  (VITORIST) সাধারণ শক্তিবর্ধক এবং স্নায়বিক সমস্যায় কার্যকরী

ভাইটোরিষ্ট  (VITORIST) সাধারণ শক্তিবর্ধক এবং স্নায়বিক সমস্যায় কার্যকরী

প্রস্তুত প্রণালী : হামর্দদ।

সাধারণ শক্তিবর্ধক এবং স্নায়বিক সমস্যা দূরকারক ঔষধ।

ব্যবহার : সাধারণ দুর্বলতা, বদহজম, অপুষ্টি, বধিরতা, পক্ষাঘাত, হস্তকম্প, বাত রোগ, অস্পষ্টভাষণ।

ঔষধের বর্ণনা : ভাইটোরিষ্ট (VITORIST) অত্যন্ত কার্যকরী ও মূল্যবান প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে যা সাধারণ শক্তিবর্ধক, স্নায়বিক শক্তিবর্ধক, প্রদাহ নাশক, অ্যান্টিঅক্সিডেন্ট এবং উদ্দীপক হিসেবে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। ভাইটোরিষ্ট (VITORIST)  শারীরিক শক্তি ও কর্মক্ষমতা, মস্তিস্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং স্নায়বিক ব্যাধির বিরুদ্ধে অত্যান্ত কার্যকরী।

বায়ো কম্বিনেশন ২৫

উপাদান: প্রতি ৫ মিলিতে নির্যাস আকারে রয়েছে-

(1)  Sida cordifolia (বেড়েলা) ১.৩৫ গ্রাম।

(2) Withania somnifera (অশ্বগন্ধা) ১.৩৫ গ্রাম।

(3) Woodfordia fruticosa (ধাতকী) ০.২২ গ্রাম।

(4) Fritillaria roylei (ক্ষীরকাকোলী) ২৮.১৫ মিগ্রা।

(5) Vanda roxburghii (রাস্না) ১৪.০৮ মিগ্রা।

আরও পড়ুন –  এনডিউরেক্স ক্যাপসুল ( শক্তিবর্ধক)

(6) Amomum subulatum (বড় এলাচ) ১৪.০৮ মিগ্রা।

(7) Paederia foetida (গন্ধভাদুলী) ১৪.০৮ মিগ্রা।

(8) Syzygium aromaticum(লবঙ্গ) ১৪.০৮ মিগ্রা।

(9) Ricinus communis (এরন্ড মূল) ২৮.১৫ মিগ্রা।

(10) Vetiveria zizanioides (বেনামূল) ১৪.০৮ মিগ্রা।

(11) Tribulus terrestris (গোক্ষুর) ১৪.০৮ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত ।

আরও পড়ুন –  এনডিউরেক্স ক্যাপসুল ( শক্তিবর্ধক)

ঔষধ সেবনবিধি : ১-২ চা চামচ (৫-১০ মিলি) দৈনিক ২ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

বিশেষ সতর্কতা : শিশুদের নাগালের বাইরে রাখুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : পি ই টি বোতলে ৪৫০ মিলি সিরাপ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

 


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev