ব্লাটা ওরিয়েন্টালিস (Blatta Orientalis)
চলতি নাম – ভারতীয় আরশূলা (Indian Cockroach)
ডা: উইলিয়াম বরিক।
হাঁপানি রোগের ঔষধ। বিশেষতঃ যখন হাঁপানীর সহিত ব্রঙ্কাইটিস থাকে। আর্সেনিকে সম্পুর্ণ ফল না হইলে এই ঔষধ ব্যবহার্য।
ব্রঙ্কাইটিস ও থাইসিস রোগে কাশির সহিত শ্বাসকৃচ্ছ। বলিষ্ঠ ও মোটাসোটা ব্যক্তির উপর সমধিক ক্রিয়া প্রকাশ করে। যথেষ্ট পুঁজের মত শ্লেম্মাস্রাব।
মাত্রা : রোগের স্থিতিকালে সর্বনিন্ম শক্তি। আক্ষেপ কমিয়া গেলে উচ্চতর শক্তি প্রয়োগ করিবে।। রোগীর অবস্থার উন্নতি দেখা দিলেই ঔষধ বন্ধ করিবে, তাহাতে পুনরাক্রমণের আশঙ্কা কাম হইবে।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।