বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

ব্লাক সালফাইড অব এন্টিমনি-Black Sulphide of Antimony

আরোগ্য হোমিও হল / ২০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:৪৮ অপরাহ্ন
ব্যাসিলাস বোটুলিনাম (Becillus Botulinum)
হোমিও বই

ব্লাক সালফাইড অব এন্টিমনি (Black Sulphide of Antimony)

চলতি নাম – এন্টিমোনিয়াম ক্রুডাম (Antimonium Crudum)

ডা: উইলিয়াম বরিক।

হোমিওপ্যাথিক চিকিৎসায় মানসিক লক্ষণ ও পাকাশয়িক লক্ষণকালের সাহায্যেই ঔষধ নির্বাচিত হয়। বহুবিধ রোগে এন্টিম ক্রুড ব্যবহারের সিদ্ধিপ্রদ লক্ষণ – (১) মানসিক – অত্যান্ত ক্রোধশীলতা এবং ঘ্যান ঘ্যান করা এবং (২) পাকাশয়িক – জিহ্বার উপর পুর সাদা লেপ। সর্বপ্রকার লক্ষণ উত্তাপে এবং শীতল জলে স্নানে বাড়ে। সূর্যকিরণ সহ্য করিতে পারে না। রোগীর মোটা হইবার প্রবণতা। কখন কখন যেখানে বেদনা থাকা স্বাভাবিক, যেখানে বেদান থাকে না। পাকাশয়িক গোলযোগের সহিত গ্রন্থিবাত।

বায়ো কম্বিনেশন ২৫

মন : নিজের ভাগ্য লইয়া বিশেষ বিব্রত থাকে। খিটখিটে এবং প্রতিবাদ প্রিয়। যাহাই করা হউক না কেন, রোগী সস্তষ্ট হয় না। মুখভার করিয়া থাকে, কথা বলিতে চায় না। খিটখিটে – অকারণে চটিয়া যায়। শিশু বাহারও স্পর্শ বা দৃষ্টি সহ্য করিতে পারে না। তাহার দিকে চাহিলেই রাগিয়া যায়। আপন মনে কি যেন ভাবিতে থাকে।

মস্কক : বেদনা, চাঁদিতে অধিক। উপরে উঠিলে, স্নান করিলে, পাকাশয়ের গোলযোগ হইলে, বিশষতঃ মিষ্টদ্রব্য খাইলে, অথবা অম্ল মদ্য খাইলে মাথাব্যথা। চর্মপীড়া লোপ পাইবার পর মাথা বেদনা। কপালে ভার বোধ। সঙ্গে শিরঃঘুর্ণন, বমি বমি ভাব, নাক দিয়া রক্তপাত। শিরঃপীড়ার সহিত চুল উঠিয়া যায।

আরও পড়ুন –  এইচ আর – ৫৮ (চক্ষু চিকিৎসায় কার্যকর)

চক্ষু :  নিস্তেজ, কোটরগত, রক্তবর্ণ, চুলকায়, ফুলিয়া উঠে, জুড়িয়া যায়। চক্ষুর কোণদ্বয়ে ক্ষত এবং ফাটা ফাটা। পুরাতন চক্ষুপাতার প্রদাহ। চোখের কনীনিকা ও পাতার উপর পুঁজবটি।

কর্ণ : লালবর্ণ, স্ফীত, গলনালী হইতে কর্ণ পর্যন্ত বেদনা। কানে ঠং ঠং শব্দ, এবং বধিরতা, কানের চারিদিকে রসপুর্ণ পীড়কা।

নাসিকা : নাসারন্ধ্র, ফাটা ফাটা এবং মামড়ি পড়া। রাসারুন্ধ্রে একজিমা, ক্ষত, ফাটা মরামাস

মুখমণ্ডল : মুখের উপর বায়ঃব্রণ, পুঁজবটী এবং স্ফোটক। গণ্ডস্থল এবং চিবুকে হলুদ বর্ণের মামড়ি যুক্ত পীড়কা। মুখশ্রী ম্লান এবং উদাস।

মুখ-গহ্বর : মুখের কোণ ফাটা ফাটা। ওষ্ঠদ্বয় শুস্ক। লবণস্বাদ লালাস্রাব। আঠা আঠা শ্লেম্মা। ;জিহ্বার সাদা পুরু লেপ, যেন চুলকাম করা  হইতেছে। দাঁতের গোড়া হইতে মাড়ির চামড়া খসিয়া পড়ে, সহজে রক্তপাত হয়। পোকার যাওয়া দাঁতে দন্তশূল। তালুতে হাজিয়া যাওয়া বোধ, তৎসঙ্গে প্রচুর শ্লোম্মস্রাব। মুখক্ষত, মুখে ভুক্তবস্তর স্বাদ। সম্পর্ণ তৃষ্ণাহীনতা। মুখের উপরে অপ্রবল একজিমা।

আরও পড়ুন –  মার্কুরিয়াস করোসাইভাস-Mercuuius Corrosivus

গলদেশ : নাসিকার পশ্চাৎ-রন্ধ্র হইতে যথেষ্ট ঘন হরিদ্রাভ শ্লোম্মাস্রাব। খোলা বাতাসে হক্ হক খরিয়া কাশ। লেরেঞ্জাইটিস (গলকোষ প্রদাহ), অত্যাধিখ কথা বলার জন্য কষ্ঠদ্বর বিকৃত।

পাকস্থলী : ক্ষুধালোপ। অম্ল আহার প্রভতি খাইতে ইচ্ছা। বৈকালে ও রাত্রিাকালে পিপাসা। শুক্ত খাদ্যের গন্ধযুক্ত উদ্গার। বুকজ্বালা, বমি বমিভাব এবং বমন। স্তন্যপানের পর, শিশু দধির মত বমন করে,  তারপর তার খাইতে চাহে না এবং অত্যান্ত খিটখিটে হয়। রুটি, পিঠা, অম্লদ্রব্য, লম্লমদ খাইয়া, শীতল জলে স্নান করিয়া, অতিরিক্ত উত্তাপ ভোগ করিয়া, গরম ঋতুতে পাকাশয় ও অন্ত্রের উপদ্রব উপস্থিত হয়। অবিরত উদগার উঠে। উদর ও পাকস্থলরি পীড়ার অবসানে গ্রন্থিবাত দেখা দেয়। (Metastasis) মুখ দিয়া মিষ্ট জল উঠে। আহারের পর পেট ফুলিয়া উঠে

মল : গুহ্যে চুলকানি (সালফো-ক্যাল্ক, এলাম)। কয়েকদিন পেটের অসুখের পর কয়েকদিন কোষ্ঠবন্ধ, বিশেষথঃ বৃদ্ধ ব্যক্তিগণের অম্লদ্রব্য, অম্লমদ্য খাইবার অথবা স্নানের পর উদরাময়, মল পিচ্ছিল, মলত্যাগকালে বায়ুনিঃসরণ। সদিস্রাবযুক্ত অর্শবলি, অবিরত শ্লেম্মা ঝরিতে থাকে। তরল মলের সঙ্গে দলা দলা মলত্যাগ। সরলান্ত্রে ঝিল্লীর প্রদাহ। কেবলমাত্র আমই মলরুপে নিঃসৃত হয়।

মুত্র : পুনঃ পুনঃ মুত্রত্যাগ, তৎসহ জ্বালা ও পৃষ্ঠবেদানা। ঘোলাটে মুত্র, বিশ্রী গন্ধ।

আরও পড়ুন –  মুত্র যন্ত্রের ক্যানসার

পুং-জননেন্দ্রিয় : অণ্ডকোষে এবং শিশ্লের চারিদিকে দদ্রুবৎ পীড়কা। ধ্বজভঙ্গ। লিঙ্গ এবং অণ্ডকোষ শুকাইয়া ছোট হয়।

স্ত্রী-জননেন্দ্রিয় : উত্তেজনা ঔ স্থানে চুলকায়। ঋতুস্রাবের পূর্বে দন্তশূল দেখা দেয়। ঋতু নিয়মিত সময়ের পুর্বে উপস্থিত হয় এবং প্রচুর স্রাব। শীতল জলে স্নান করিয়া ঋতুলোপ, সেই সঙ্গে বস্তি প্রদেশে চাপবোধ এবং ডিম্বাশয়ে স্পর্শসহিষ্ণুতা। শ্বেতপ্রদর, জলবৎ বিদ্রাহী এবং উহার মধ্যে দলা দলা পদার্থ।

শ্বাসযন্ত্র : উষ্ণগৃহে প্রবেশ করিলে কাশির বৃদ্ধি, বক্ষে জ্বালাবোধ, চুলকানি এবং ভারবোধ। অতিরিক্ত উপত্তাপভোগের ফলে স্বরলোপ। কষ্ঠস্বর কর্কশ ও  বেসুরো

পৃষ্ঠদেশ : ঘাড়ে ও পৃষ্ঠে বেদনা এবং চুলকানি।

হস্ত-পদাদি : পেশীগুলি মোচড়ায়। বাহুদ্বয়ে ঝাঁকি লাগে। আঙ্গুলের গাঁটে গাঁটে বেদনা। নখ ভঙ্গুর, বিকৃত হইয়া বৃদ্ধি পায়। হাতে ও পয়ের তলায় শিংয়ের মত আঁচিল। লিখিবার সময় হাত দুর্বল বোধ হয় এবং স্পন্দিত হইতে থাকে, তারপর পেটে আধুান বাযু জন্মে। পদতল অত্যান্ত স্পর্শ কাতর, উহাতে শক্ত শক্ত উচুঁ স্থান। বেনদাযুক্ত কড়া। গোড়ালিতে বেদনা।

চর্ম : পাকাশয়িক গোলযোগের সতি একজিমা। বায়ঃব্রণ, ফোস্কাকার উদ্ভেদ এবং পুঁজবটী। শীতল জলে স্নান সহ্য  হয় না। পুরু, শুক্ত, মধুর কর্ণ মামড়ি যুক্ত ক্ষত। আমবাত, হামের মত উদ্ভেদ। বিছানার গরমে চুলকায়। শুস্ক চর্ম আঁচিল (থুজা, স্যিাবিনা, কষ্টিকাম) শুস্ক পচক্ষত। মামড়ি, পড়া পুঁজপুর্ণ উদ্ভেদ, উহাতে জ্বালা এবং চুলকানি, রাত্রিকালে বৃদ্ধি।

নিদ্রা : বৃদ্ধ ব্যাক্তিগণের ক্রমাগত তন্দ্রালুতা

আরও পড়ুন – অ্যাডাল-৬৫ (ভাইরাল জ্বর)

জ্বর : উষ্ণগৃহে শীত শীত বোধ। সবিরাম জ্বরে খাদ্যে বিতৃষ্ণা, বমি বমি ভাব, বমন, উদ্হার, লাপবৃত জিহ্বা উদরাময়। উষ্ণ ঘর্ম।

উপচয় উপশম : সন্ধ্যাকালে, উত্তাপে, অম্লদ্রব্যে, মদ্যে, জলে, স্নানে এবং আর্দ্র পুলসিস অলাগাইলে বৃদ্ধি। খোলাবাতসে, বিশ্রামে, ভিজা গরমে উপশম।

সম্বন্ধ : তুলনীয় – এন্টিমোনিয়াম ক্লোডিডাম (ক্যান্সারে, শ্লৈম্মিক ঝিল্লী সকল বিনষ্ট হইতে থাকিয়া উপগোগী। শ্লেম্মিক ঝিল্লীর অবদমন। চর্ম ঠাণ্ডা এবং আঠা আঠা। শররীরিক শিক্তির ক্ষয়। মাত্রা ৩য় বিচুর্ণ)।  এন্টিম আয়েঅড – জরায়ু বড় হইয়া উঠা (Hyperplasia), বর্ষাকালীন হাঁপানি, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, দৈহিক শক্তি ও ক্ষুধালোপ, হরিদ্রবর্ণ চর্ম, ঘামে ভিজা, নিস্তেজ এবং ঘুম ঘুম ভাব। ডা: ব্যকমিষ্টার বলেন, মস্তকে সদি হইয়া ঐ সদিকে বুকে নামিয়া আসে, বায়ুরলীসমুহে জমিয়া গিয়া থং থং করা ক্রুপ কাশিতে পরিণত হয়, তখন পরিস্কার ভাবে সাঁই সাঁই শব্দ গুনা যায। রোগী শ্লেম্মা তুলিয়া ফেলিতে পারে না। বিশষ ভাবে দুর্বল ও বৃদ্ধগণের এরুপ অবস্থা হইলে এন্টিম আয়োড উপযোগী। নিউমোনিয়া রোগে বিশ্লসরণ রোগে  (resolution) ধীর ও বিলম্বিত হইলে এন্টিম আয়োড ব্যবহার্য।

তুলনীয় : কারমেস মিরারল অথবা ষ্টিবিয়াট-সালফ রুবা (ব্রঙ্কাইটিস রোগে)। আরও – পালস, ইপিকাক, সালফার।

অনুপুরক : সালফার,

দোষঘ্ন : হিপার সালফার।

মাত্রা : ৩য় হইতে ৬ষ্ঠ শক্তি।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev