বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন

ব্রোমিয়াম-Bromium

আরোগ্য হোমিও হল / ২৪ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
ব্যাসিলাস বোটুলিনাম (Becillus Botulinum)
হোমিও বই

ব্রোমিয়াম (Bromium)

ব্রোমিন (Bromine)

ডা: উইলিয়াম বরিক।

সমগ্র শ্বাসযন্ত্র, বিশেষভাবে কন্ঠনালী ও শ্বাসনালীর উপর এই ঔষধটি সমাধিক ক্রিয়া প্রকাশ করে। মনে হয়, গণ্ডমালা-ধাতুগ্রস্ত শিশু, যাহাদের গ্রন্থিগুলি ফুলিয়া থাকে, তাহাদরে উপরেই ইহার বিশেষ ক্রিয়া। সুন্দর মুখকৃতি ব্যাক্তি। কর্ণমুলগ্রন্থি ও গলগ্রন্থি স্ফীত। আক্ষেপিক রোগাক্রমণের প্রবণতা। বামদিকের কর্ণমুল প্রদাহ। শ্বাসরোধের অনুভুতি। স্রাবমাত্রই ক্ষতিকর। প্রচুর ঘর্ম এবং যথেষ্ট দুর্বলতা। অত্যাধিক উত্তাপভোগের পর পীড়া। গ্রন্থিস্ফীতি প্রবণতা। গ্রন্থিগুলি শক্ত হইয়া থাকে কিন্ত পাকে না

বায়ো কম্বিনেশন ২৫

মন : অপরিচিত লোক যেন তহার কাঁধের উপর দিয়া চাহিয়া আছে, মুখ ফিরাইলেই সে তাহাকে দেখিতে পাইবে, এরুপ ভ্রান্ত-অনুভুতি। ঝগড়াটে।

মস্তক : বামপার্শ্বের আধকপালে মাথা ধরা, অবনত হইলে বৃদ্ধি, বিশেষতঃ দুগ্ধ পান করিলে বৃদ্ধি। সূর্যতাপে এবং দ্রুতগতিতে শিরঃপীড়ার বৃদ্ধি। চক্ষুর মধ্য দিয়া তীব্র বেদনা। স্রোতযুক্ত নদী পার হইতে মাথা ঘোরা।

আরও পড়ুন – নাসিকার মুলদেশে চাপবোধ

নাসিকা : সদি, উহাতে নাকরে মধ্যে হাজিয়া যায়। দক্ষিণ নাসারুন্ধ্র আবদ্ধ। নাকের গোড়ায় চাপবোধ। মাকড়সার জ্বাল জড়াইলে যেরুপ হয় সেইরুপ সুড়সুড় করে। নাকের পাতা পাথার ন্যায় উঠা পড়া করে (লাইকো)। নাসাপথে রক্তস্রাব হইতে বক্ষঃ বেদনার উপশম হয়।

গলদেশ : গলমধ্যে হাজিয়া যাওয়া রোধ, সন্ধাকালীন স্বরভঙ্গ। টনসিলদ্বয় প্রদাহিত উহার উপরে স্ফীত রক্তবহা নাড়ীগুলি ভাসিয়া উঠে। গিলিতে গেলে ব্যথা লাগে। শ্বাস গ্রনকালে গলার মধ্যে সুড় সুড় করে। অতিরিক্ত উত্তাপ লাগিলে স্বরভঙ্গ দেখা দেয়।

পাকস্থলী ও উদরগহ্বর : গলা হইতে পাকস্থলী পর্যন্ত তীব্র জ্বালা। পাথর চাপনার ন্যায় অনুভতি। পাকাশয় শূল, আহারে উপশম। তলপেট বায়ুতে পুর্ণ। কালবর্ণ মলের সহিত বেদনাত অর্শবলি।

শ্বাসযন্ত্র : হুপিং কফ (ক্রমাগত দশদিন ব্যবহার করিবে)। স্বরভঙ্গের সহিত শুস্ক কাশি, তৎসহ বক্ষাস্থির পিছনে দাহকর বেদনা। স্বরযন্ত্রে শ্লেম্মার ঘড়ঘড়িসহ শ্বাসরুদ্ধকর আক্ষেপিক কাশি। স্বরভঙ্গ। জ্বর কমিযা যাওয়ার পর ঘুংড়ি কাশি। কষ্টকৃত ও বেদনাদায়ক শ্বাসক্রিয়া। বক্ষঃপ্রদেশে ভয়ঙ্কর খিল ধরা। বুকের ব্যথা উপরদিকে উঠে। শ্বাস গ্রহণকালে শীতল বোধ হয়। প্রতিটি শ্বাসের সঙ্গে কাশির উদ্রক হয় স্বরভঙ্গের ডিপথিরিয়া কৃত্রিম পর্দা। স্বরযন্ত্রে উৎপন্ন হইয়া উপদিকে বিস্তৃত হয়। আক্ষেপিক সঙ্কোচন। হাঁপানি, ফুসফুস মধ্যে শ্বাসবায়ু গ্রহণে কষ্ট (ক্লেরাম – শ্বাসবায়ু নিঃসরণে কষ্ট) সুমদ্র ভাল থাকে, এরুপ সমুদ্রবাসীর স্থলে অসিয়া পীড়া। ব্যারামের ফলে হৃৎপিণ্ডের বিবৃদ্ধি। (রাস-টক্স)। ত ত্তময় শ্লেম্মা উৎক্ষেপকারী ব্রঙ্কাইটিস। যথেষ্ট শ্বাসকণ্টে। মনে হয় স্বরযন্ত্র ধোয়ায় ভরিয়া গিয়াছে। পুং-জননেন্দ্রিয় অণ্ডকোষ স্ফীত, শক্ত সমান্য নড়াচড়ায় বেদনার বদ্ধি।

আরও পড়ুন – র‌্যাক্স নং – ১১২ (হৃদরোগ/শ্বাসকষ্ট)

স্ত্রী-জননেন্দ্রিয়  : ডিম্বকোষদ্বয় স্ফীত। ঋতুস্রাব নিদিষ্ট সময়ের পুর্বে, যথেষ্ট পরিমাণে, উহার সহিত ঝিল্লীর মত খণ্ড খণ্ড বস্ত নির্গত হয়। ঋতুর পুর্বে রোগিণী নিস্তেজ হইয়া পড়ে। স্তনে নিউমার উহাতে সূচবিদ্ধবৎ বেদনা, বাম পার্শ্বে অধিক। স্তন হইতে বগল পর্যন্ত চিড়িকমারা ব্যথা। বাম স্তনে তীব্র সূচীবিদ্ধবৎ বেদনা, চাপে বৃদ্ধি।

নিদ্রা : দুঃখজনক স্বপ্নে পুর্ণ, নিদ্রার মধ্যে ঝাঁকি দেয়, লাফাইয়া উঠে। স্বপ্নে কল্পনিক দৃশ্য দেখে। রাত্রে অনেকক্ষণ জাগিয়া থাকে, ভোরের দিকেও ভাল ঘুমাইতে পারে না, প্রাতে ঘুম হইতে উঠিয়অ দুর্বল বোধ করে , কাঁপে।

চর্ম : বায়ঃব্রণ , উদ্ভেদ, পুঁজবটী। মুখ ও বাহুর উপর স্ফোটক। গ্রন্থি সমুহ পাথরের মত শক্ত, বিশেষ করিয়া নিন্ম চোযালও গলার  গ্রন্থিগুলি। কঠিন্যযুক্ত গলগণ্ড (স্পাজিয়া)। পচনশীল ক্ষত।

উপচয়, উপশম : উপচয় – সন্ধ্যাকালে, সন্ধ্যা হইতে মধ্যেরাত্রি পর্যন্ত উষ্ণঘরে বসি?য়া থাকিলে, উষ্ণ আর্দ্র ঋতুতে, বিশ্রামকালে এবঙ বাম পার্শ্বে শয়নে।

আরও পড়ুন – ডারমেইড–DERMAID চর্মরোগের হারবাল অয়েন্টমেন্ট

উপশম : সঞ্চালনে, ব্যায়ামে ওসমুদ্রে।

সম্বন্ধ : দোষঘ্ন – এমন কার্ব, ক্যাম্ফার। লবণ ব্রোমিয়মের ক্রিয়া নাশ করে।

তুলনীয় : কোনিয়াম, স্পজিয়া, আইড, এষ্টার, আর্জ-নাই। ব্রোমিয়ম সেবন কালে দুগ্ধপান নিষদ্ধ। হাইড্রোব্রোমিক এসিড ( গলগহ্বর শুস্ক ও সঙ্কুচিত। শ্বাসনলী ও বক্ষে সঙ্কোচন বোধ। মুখমণ্ডল ও ঘারের উপর দিয়া উত্তাপের ঝলকা, স্নায়ুবক উত্তেজনায় টুনটুন শব্দ শুনে। হাত দুইটি ভারী, মনে হয় নে ঔ অঙ্গটি তাহার নিজের নহে। শিরঃপীড়া, কর্ণনাদ এবং শিরঃঘুর্ণন, বিশেষতঃ রক্তবহা নাড়ীর সংকোচন ও প্রসারণকার্যেরর ব্যঘাতহেতু উপর পীড়ায় উপযোগী। মাত্রা – ২০ ফোঁটা।

মাত্রা : ১ম হইতে ৩য় শক্তি। নতুুন ঔষধ ববহার করিবে, কারণ ব্রোমিনের শক্তি শীঘ্রই নষ্ট হইয়া যায়।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev