বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

ব্রোমাইড অব পটাশ-Bromide of Potash

আরোগ্য হোমিও হল / ২৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১১:০১ অপরাহ্ন
ব্যাসিলাস বোটুলিনাম (Becillus Botulinum)
হোমিও বই

ব্রোমাইড অব পটাশ (Bromide of Potash)

চলতি নাম –  ক্যালি ব্রোমেটাম (Kali Bromatum)

ডা: উইলিয়াম বরিক।

অন্যান্য পটাশের ন্যায় ইহাও হৃৎপিণ্ডকে দুর্বল করে এবং দেহের তাপ কমাইয়া আনে। ইহা দ্বারা ব্রোমিন বিষাক্ততা উৎপন্ন হইতে পারে। সাধারণ ভাবে মানসিক শক্তির অধঃপতন, স্মৃতিশক্তির লোপ, বিষাদ, শ্লৈম্মিক ঝিল্লীসমুহের বোধশক্তির অভাব-বিশেষতঃ চক্ষু, গলদেশ এবং চর্মের। বায়ঃব্রণ,, রতীচ্ছা না থাকা, পক্ষাঘাত। সোরাইসিস রোগে প্রধান ঔষধ। পুরাতন গ্রন্থিবাতে গুটিকা জন্মান। মুত্র বিকার হইতে বা অন্য কারণে সন্ন্যাস রোগের লক্ষণ। ন্দ্রিাবল্য, নাক ডাকান, আক্ষেপ, বাকরোধ, মুত্রে এলবুমেন। মুর্ছারোগ (লবণবজিত খাদ্য দিবে)।

বায়ো কম্বিনেশন ২৫

মন : গভীর, বিষাত ভাবসহ চিত্তবিভ্রম, ধর্মবিষয়ে নৈরাশ্য, নৈতিক জ্ঞানের অভাববোধ তাহার বিরুদ্ধে কেহ ষড়যন্ত্র করিতেছে এরুপ মনোবিকার। মনে করে, তহার উপরেই যেন ভগবানের কোপ পড়িয়াছে। স্মৃতিশক্তির লোপ। কিছু না করিয়া থাকিতে পারে না, ঘুরিয়া ঘুরিয়া বোড়ায়, হাত-পা বসে থাকে না  (ট্যারেন্টুলা)। মনে করে তাহাকে কেহ বিষ খাওয়াইবে (হায়োসা)। স্মৃতিশক্তির লোপহেতু ব্যক রোধ, বলিয়া দিলেও কোন শব্দ উচ্চারণ করিতে পারে না, কথা বলিতে পারে না। নৈশ ভীতি, ভয়ানক বিভীষিকা দর্শন, প্রবল প্রলাপ।

মস্তক : সর্বাঙ্গীণ কম্পনের সহিত আত্নহত্যা করিতে চায়। মুখমণ্ডল উজ্জ্বল। মাথায় অবশতা বোধ। মস্কিস্কের দুর্বলতা। সদি, উহা গলমধ্যে বিস্তৃত হওয়ার বম্ভবনা।

আরও পড়ুন – মস্তক, মস্তিষ্ক এবং শিরত্বক (Head, Sensorium and Scalp)

গলগহ্বর : আলজিহ্বা ও গলমধ্যে রক্তসঞ্চয়। গলমধ্য, স্বরযন্ত্র ও গলনলীতে সংবেদ-রহিত্য। গিলিতে কষ্ট, বিশেষভাবে তল দব্য (হায়োসা)।

পাকস্থলী : বমন, তৎসহ প্রত্যেকবার আহারের পর প্রবল তৃষ্ণাদুনিবার হিক্কা (সাল এসিড)।

উদগহ্বর : মনে হয় যেন, অল্প বাহির হইয়া পড়িবে। শিশু কলেরা, তৎসহ প্রক্ষিপ্ত মস্কিস্কের উত্তেজনা, শিশুর পেশীসমুহ ঝাঁকি দিয়া উঠে, মোচড়ায় । ববুজবর্ণ, জলবৎ মল তৎসহ প্রবল তৃষ্ণা ওবমন, চক্ষু বসিয়া যায়। শায়িত অবস্থা। তলপেটের অভ্যন্তরে শীতলতা বোধ। উদরাময়, তৎসহ যথেষ্ট রক্তপাত। সবুজ জলবৎ অনুভব মল। তলপেটের আকুঞ্চন

মুত্রযন্ত্র : মুত্রপথের অনুভব শক্তি কমিয়া যায়। প্রস্তুত মুত্র, তৎসহ তৃষ্ণা। বহুমুত্র (ফস এসিড)।

পুং-জননেন্দ্রিয় : ইন্দ্রিয় শৈথিল্য এবং ধ্বজভঙ্গ। অতিরিক্ত কাম চর্চার কুফল, বিশেষথঃ স্মৃতিশক্তির লোপ, কোন কিছু গোছাইয়া বলা বা করার অক্ষমতা, অবশতা, ও অঙ্গপ্রত্যাঙ্গে ঝিঝি লাগা। অর্থ-ঘুমের মধ্যে জননেন্দ্রিয়ের উত্তেজনা।

আরও পড়ুন – র‌্যাক্স নং- ৪০ (ধ্বজভঙ্গ)

স্ত্রী-জননেন্দ্রিয় : চুলকানি। অতিরিক্ত স্নায়বিক অস্থিরতাসহ ডিম্বকোষের শূল কামেচ্ছা বধিত। ডিম্বকোষে কৌষিক অর্বুদ।

শ্বাসযন্ত্র : আক্ষেপিক ক্রুপ কাশি। গর্ভকালে প্রতিক্ষিপ্ত কাশি। রাত্রে শুস্ক, ক্লান্তিকর, হকহক করা কাশি।

হস্ত-পদাদি : হস্তদ্বয় স্থির থাকে না, সর্বদা আঙ্গুল নাড়াইতে থাকে। পেশীসমুহ ঝাঁকি দিয়া উঠে ও মোচড়ায়।

চর্ম : মুখব্রণ, পুঁজবটী। চুলকানি – বক্ষে, স্কন্ধদ্বয়ে ও মুখে অধিক। চর্মের অনুভব শক্তি লোপ। আংশিক পক্ষাঘাত

নিদ্রা : অস্থির নিদ্রা। অতিশয় তন্দ্রালুতা। দুশ্চিন্তা, দুঃখ অথবা অতিরিক্ত কাম চর্চাহেতু নিদ্রাহীনতা। রাত্রিকালে ভয়। নিদ্রার মধ্যে দাঁত কড়মড় করে । ভীতিপ্রদ স্বপ্ন। স্বপ্ন-সঞ্চরণ।

উপচয়, উপশম – মানসিক অথবা দৈহিক যে কোন কাজে নিযুক্ত থাকিলে উপশশ।

মাত্রা : কয়েক গ্রেন মুল ঔষধের হইতে ৩য় বিচুর্ণ। মনে রাখেবেন যে এই  লবণীটর ক্রিয়ার স্থির নাই। রোগীকে লবণবজিত খাদ্য খাইতে দিলে ইহার উপযোগিতা বধিত হয়।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev