কোসো ব্রেইরা (Kousso- Brayera)
চলতি নাম –হেজিনিয়া আবিসিনিকা (Hageenia Abyssinica)
ডা: ইউলিয়াম বরিক।
কৃমিনাশক ঔষধ। বমি বমিভাব, বমন, শিরঃঘূর্ণন, হৃদপ্রদেশে উদ্বেগ বোধ, ধীর এবং অসম নাড়ী, প্রলাপ ও হিমাঙ্গ অবস্থা, অতি দ্রুত ও নিরতিশয় অবসন্ন হইয়া পড়ে। ফিতা ক্রিমি নির্গত করে।
মাত্রা : ১/২ আউন্স ঔষধ গরম দুধে মিশাইয়া ১৫ মিনিট অপেক্ষা করিবে। পরে উহা উত্তমরুপে নাড়িয়া প্রয়োগ করিবে। পুর্বে কিছু লেবুর রস পান করান উচিত (মেরেল)।
সম্বন্ধ : তুলনীয়- মোলেটাস – অপর নাম কমলা, ফিতা ক্রিমির পক্ষে একটি উৎকৃষ্ট ঔষধ। ৩০ হইতে ৬০ ফোঁটা মুল অরিষ্ট দারুচিনি ভিজান জলের সহিত ব্যবহার্য।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।