ব্রাচিগ্লাটিস (Brachyglottis)
চলতি নাম – পুকা-পুকা (Puka-Puka)
ডা: উইলিয়াম বরিক।
পাখীর ডানা ঝাপটানর মত অনুভুতি (ক্যালাডিয়াম)। মুত্রগ্রন্থি ও মুত্রাশয় লক্ষণগুলি প্রধান। অণ্ডলাল মুত্র উৎপন্ন করে। নাসারন্ধ্রও কর্ণমধ্যে চুলকানি। মুত্রে এলবুমেন রোগ (Bright’s disease)। বক্ষের উপর ভারবোধ। লেখকদিগের আঙ্গুলের আক্ষেপ (Writers cramp)।
উদরগহ্বর : মনে হয় কিছু যেন গড়গড় করিয়া বেড়াইতেছে। ডিম্বকোষ স্থানে পাখীর ঝটপটানি অনুভুতি।
মুত্রযন্ত্র : মুত্রশয়ের গ্রীবায় চাপ বোধ, প্রস্রাবের বেগ। মুত্রশয় চিড়িক মারা বোধ। মুত্রানালীতে বেদনা, মনে হয় যেন মুত্রবেগ চাপিতে পারিবে না। মুত্রে শ্লেম্মার কনিকা অণ্ডলাল এবং জমাট-বাঁধা পদার্থ সকল (Casts) থাকে।
হস্ত-পদাদি : আঙ্গুল খিচুনি, লিখিবার সময় বৃদ্ধঙ্গুষ্ঠ ও হাতের কব্জিতে খিল ধরে – বেদনা প্রকাষ্ঠন্থি পর্যন্ত ধাবিত হয়।
সম্বন্ধ : তলনীয় – এপিস, হেলোনিয়া, মার্ক কর, প্লাম্বাম।
মাত্রা : ৩য় শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।