বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন

ব্যাসিলাস বোটুলিনাম-Becillus Botulinum

আরোগ্য হোমিও হল / ২২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৯:০৩ অপরাহ্ন
ব্যাসিলাস বোটুলিনাম (Becillus Botulinum)
হোমিও বই

ব্যাসিলাস বোটুলিনাম (Becillus Botulinum)

চলতি নাম – বোটুলিনাম (Botulinum)

ডা: উইলিয়াম বরিক।

 

টিনেভরা স্পিনাক শাক খাইয়া খাধ্য বিষ্ক্ততা দেখ দিলে যেরুপ মেরু মজ্জায় পক্ষাঘাত জন্মে, এই ঔষধটির লক্ষণাবলীও তদনুরুপ।

চক্ষরোগ লক্ষণ – অক্ষিপুটের পতন, দ্বিত্ব দৃষ্টি, ধুম্র দৃষ্টি। রোগীর ঢোঁক গিলিতে ও শ্বাস লইতে কষ্ট হয়, মনে হয় দম বন্ধ হইয়া যাইবে। দুর্বলতা, চলিতে গেলে পা ঠিকমত পড়ে না। দৃষ্টিহীন চাহনি, ঘুম ঘুম ভাব, কথায় জড়তা। পেটে খিল ধরা বেদনা।

আরও পড়ুন – কেন্ট ৩৯ (চোখের জ্বালা রোগে কার্যকর) হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ

মুখের পেশীসমুহের দুর্বলতা জন্য মখখানি মুথোস পরা মত দেখায়।

মাত্রা : উচ্চশক্তি।

বায়ো কম্বিনেশন ২৫

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev