শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন

ব্যালসামাম পেরুভিয়ানাম-Balsamum Peruvianum

আরোগ্য হোমিও হল / ১৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৯:০১ অপরাহ্ন
ব্যাপ্টিশিয়া-Baptisia
হোমিও বই

ব্যালসামাম পেরুভিয়ানাম (Balsamum Peruvianum)

মাইরক্সিলন প্রেইরি নামক গাছ হইতে প্রস্তত হয়।

(Peruvian Balsam from Mytoxylon Pereirae)

 

বাযুনলীর সদিঝ পীড়ায় প্রচুর পঁজময় শ্লেম্মা উঠিতে থাকিলে উপযোগী। দুর্বলতা ঘুষু ঘুষে জ্বর।

নাসিকা : প্রচুর ঘন স্রাব। একজিমার সহিত বেদনা। পুরাতন পুতিগন্ধযুক্ত নাসিকার সর্দি।

পাকস্থলী : খাদ্যব্রব্য এবং শ্লেম্মা বমন। পাকাশয়ের সর্দিজ পীড়া।

বক্ষপ্রদেশ : ব্রঙ্কাইটিস এবং থাইসিস রোগে পুঁজযুক্ত ঘন সরের মত শ্লেম্মাস্রাব। বুকের মধ্যে উচ্চ ঘড় ঘড় শব্দ (ক্যালি সালফ, এন্টিম টার্ট)। অল্প কাশিতেই প্রচুর শ্লেম্মা এবং সমান্য মাত্র শ্লেম্মার নিঃসরণ।

আরও পড়ুন  – কেন্ট ৩১ (বিছানায় প্রস্রাব করা প্রতিরোধে কার্যকর) হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ

মুত্র : অল্প, যথেষ্ট শ্লেম্মাময় তলানি। মুত্রাধারের সর্দি (চিমাফিলা)।

সম্বন্ধ : ব্যালসামাম টলুটেনাম (পুরাতন ব্রঙ্কাইটিস রোগে প্রচুর শ্লেম্মা স্রাব) ওলিয়ম কোরোফাইলাম (প্রচুর দুষিত শ্লেম্মাস্রাবে ৩ হইতে ৫ ফোঁটা দুধের সহিত ব্যবহার্য।

মাত্রা : ১ম শক্তি। প্রলাপী জ্বরে ৬x হোমিওপ্যাথিক মতে বিশেষ ব্যবহার- বেদনাশূন্য ক্ষত, পাঁচড়া, স্তনবৃন্ত ফাটিয়া যাওয়া, হাজা, চুলকানিতে বাহ্যিক ভাবে ব্যবহার করা চলে। মদ্যের বা ইথারের সহিত শতকরা ১ ভাগ দ্রবণ শ্বাসযন্ত্রের পীড়ায় স্প্রে করা চলে। পুরাতন ব্রঙ্কাইটিস রোগে এই দ্রবণ ৫ হইতে ১৫ বিন্দু মাত্রায় ডিমের হরিদ্রাংশের সহিত খাইতে দিলে, শ্লেম্মা উঠিতে সাহায্য করে।

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev