ব্যারাইটা মিউরিয়েটিকা (Baryta Muriatica)
চলতি নাম – বেরিয়াম ক্লোরাইড (Barium Chloride)
ডা: উইলিয়াম করিক।
দৈহিক ও মানসিক উভয় দিক হইতেই খর্ব, বৃদ্ধ ব্যাক্তিগণের যান্ত্রিক রোগে ব্যারাইটার বিভিন্নপ্রকার লবণ কাজে আসে। ধমনীসমুহের স্থলত্বপ্রাপ্তি মস্তিস্কের পীড়া। বৃদ্ধ ব্যাক্তির শীরঃপীড়া কিন্ত সেরুপ প্রবল নহে, ব্যথার যেয়ে ভারী ভারী বোধই অধিখ। মস্তিস্কে রক্তস্বতার জন্য শিরোঘূর্ণন এবং কর্ণনাদ। অম্লনালীর নিন্মাংশে, বিশেষতঃ সরলান্ত্রে ক্রিয়া প্রকাশ করে। বহুক্ষণ হাঁটিলে যে রুপ হয়, পেশী ও সন্ধিসমুহে সেইরুপ অবশতা ও দুর্বলতা। রক্তের শ্বেতকণিকা বৃদ্ধিপ্রাপ্ত। নাড়ীর গতি বাড়িয়া উঠি। হৃৎপিণ্ডের সঙ্কোচনশক্তি কমিয়া গিয়া এবং প্রসারণ শক্তি বাড়িয়া লক্ষণ দেখা দেয়।
এই ঔষধে আহারের পরক্ষণেই হৃৎপিণ্ড দ্বারের সঙ্কোচনসহ বেদনা উপস্থিত হয় এবং উদরের উপরার্ধে দুর্বলতা দেখা দেয়। এই লক্ষণটি পুনঃ পুনঃপরীক্ষিত হইয়াছে। ঔষধটি মুত্র হ্রাস এবং পুরাতন টনসিল স্ফীতি রোগেও বিশেষ উপযোগী। স্ত্রী ও পুরুষের কামোন্মাদ। আক্ষেপ, সর্ব প্রকার মস্তিস্কবিকৃতির সহিত কমা ভাব বৃদ্ধি পায়। পক্ষাঘাত রোগে দেহ বরফবৎ শীতল। মস্তিস্ক ও মেরুসজ্জার ঘনীভুত অবস্থা। দেহের সঞ্চালন ক্ষমতা রোগ পায় কিন্ত অনুভুতি অক্ষুন্ন থাকে। ডিপথেরিয়া এবং ইনফ্লুয়েঞ্জার পরবর্তী আংশিক পক্ষাঘাত। প্রাতে সর্বাঙ্গীন অবসাদ, বিশেষতঃ পদদ্বয়ের দুর্বলতা ও পেশীর আড়ষ্ট ভাব। শিশু ঘমাইবার সময় মুখ খুলিয়া থাকে, নাকে কথা বলে, বোকার মত চেহারা, কানে কম শুনে।
কর্ণ : কানের মধ্যে হুস হুস, গুন গুন করে। চিবাইতে ও গিলিতে এবং হাঁচি দিতে কানে শব্দ হয়। কর্ণশূল, অল্প অল্প শীতল জলপানে উপশম। কর্ণমুল গ্রন্থি স্ফীত। দুর্গন্ধ কর্ণস্রাব। নাকে শ্বাসবায়ু গ্রহণ করিলে মধ্য কর্ণ বায়ুতে ফুলিয়া উঠে।
গলদেশ : গিলতে কষ্ট লাগে। টনসিলদ্বয় বধিত। গলকোষ এবং কর্ণনলীর আংশিক পক্ষাঘাত, তৎসঙ্গে হাঁচি এবং কর্ণনাদ। গলা হইতে কর্ণ পর্যন্ত বিস্তৃত নলী দুইটি প্রসারিত বোধ হয়।
শ্বাসযন্ত্র : হৃৎপিণ্ডের প্রসারণসহ বৃদ্ধ ব্যাক্তিদের পুরাতন ব্রঙ্কাইটিস। শ্লেম্মা তুলিতে সাহায্য করে। প্রচুর শ্লেম্মাসঞ্চয় হয়, বুকের মধ্যে ঘড় ঘড় করে কিন্ত অতি কষ্টে শ্লেম্মা উঠে। ফুসফসের ধমনীসমুহের স্ফীতি। বৃদ্ধ ব্যাক্তিগণের হাঁপানি রোগে কাশি সরল করে।
পাকস্থলী : পুরাতন পীড়ায় উদরেরর উপর-অংশে খালি খালি ভাব, ইহা একটি সিদ্ধিপ্রদ লক্ষণ। উদ্গার ও বমন। মনে হয় মাথার দিকে উত্তাপ উঠিতেছে।
মুত্র : ইউরিক এডিসের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পায, কিন্ত ক্লোরাইডসমুহ হ্রাসপ্রাপ্ত হয়।
উদরগহ্বর : ক্লোম গ্রন্থিতে দপদপানি (সেলিলিয়ম) ও কঠিন্য। তলপেটের নাড়ীস্ফীতি। কুঁকির গ্রন্থিসমুহ স্ফীত। সরলান্ত্রে আক্ষেপিক বেদনা।
সম্বন্ধ : মেরুমজ্জা, যকৃৎ ও হৃৎপিণ্ডের স্থলত্ব রোগে তুলনীয় – প্লাম্বাম মেট ও প্লাম্বাম আইয়ড। আরম মিউর (নঃসরণক্রিয়ার গোলযোগ এবং যান্ত্রিক কঠিনতাপ্রপ্তিতে অন্যান্য ঔষধ অপেক্ষা ভাল কাজ করে। বহুযন্ত্রের স্থুলত্বপ্রাপ্তি একবার বাড়া একবার কমা বেদনা, কম্পন, অঙ্গুলিচয়ের স্ফীতি।
মাত্রা : ৩য় বিচুর্ণ।পুনঃ পুনঃ প্রয়োগ করা চলে।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।