শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন

ব্যাডিয়াগা Badiaga

আরোগ্য হোমিও হল / ১৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৯:২৫ অপরাহ্ন
ব্যাপ্টিশিয়া-Baptisia
হোমিও বই

ব্যাডিয়াগা (Badiaga)

চলতি নাম – Fresh Water Sponge)

ডা: উইলিয়াম বরিক।

 

পেশী এবং ত্বকের টাটানি ব্যথা, নড়িলে চড়িলে এমনকি কাপড়ের ঘসা লাগলে বৃদ্ধি, তৎসহ শীতলতায় স্পর্শদ্বেষ। গ্রন্থিগুলি স্ফীত। সাধারণভাবে আংশিক পক্ষঘাত। গলগণ্ড রোগ (Basedow’s disease)। উপদংশ বাঘী, পাটলিকা রোগ (Roseoaa)।

মস্তক : মনে করে মাথাটি বৃহদাকার ও পুর্ণ। কপালে ও শঙ্খস্থানে বেদনা, ঐ বেদনা চক্ষুগোলক পর্যন্ত প্রধাবিত হয়, অপরাহে বৃদ্ধি। চক্ষুর নীচে নীলবর্ণ রেখা। খুসকি, মাথার ত্বক টাটায়, শুস্ক এবং খসখসে। মস্তকে দুর্বলতা, মাথা ঘোরে। সর্দি, তৎসহ হাঁটি ও বলবৎ স্রাব। হাঁপানির ন্যায় শ্বাসক্রিয়া, কাশি শ্বাসরোধকর। ইনফ্লুয়েঞ্জা। সমান্য শব্দেই রিরক্ত হয়।

আরও পড়ুন –  মার্কুরিয়াস হাইড্রোজিরাম-Mercurius Hydragyrum

চক্ষু : বাম চক্ষুর উপর পাতা নাচে। চক্ষুগোলক স্পর্শ করা যায় না। চক্ষুগোলকে সবিরাম টাটান ব্যথা, বেলা ৩টার সময় ব্যথাটি আসে।

শ্বাসযন্ত্র : কাশি, অপরাহে বৃদ্ধি, গরম ঘরের মধ্যে উপশম। মুখগহ্বর ও নাসারদ্ধ্র হইতে শ্লেম্মার ভেলা লাফাইয়া পড়ে। হুপিং কফ রোগে ঘন হলুদ বর্ণের শ্লেম্মা লাফাইয়া বাহির হয়। প্রতিশ্যায় লক্ষণ জ্বর, তৎসহ হাঁপানির মত শ্বাসক্রিয়া। বক্ষ, গ্রীবা এবং পৃষ্ঠ প্লুরিসি রোগের ন্যায় খোঁচা খোঁচা বেদানা।

পাকস্থলী : মুখগহ্বর  গরম, অত্যান্ত পিপাসা। পাকাশয়গহ্বরে ছুড়ি ম্যারান ন্যায় বেদনা, ঐ বেদনা কশেরুকা ও স্কদ্ধদ্বয় পর্যন্ত প্রসারিত হয়।

ন্ত্রী-জননেন্দ্রিয় : জরায়ু অতিস্রাব, কাত্রিকালে বৃদ্ধি, রোগিণী মাথাটি বৃহদকার মনে করে (আর্জেন্টাম)। স্তনে ক্যান্সার (এষ্টিরিয়াস, কোনায়াম, কার্বো-এনি, প্লম্বার-আইয়ড)।

হৃৎপিণ্ড : হৃৎপিণ্ডে অবর্ণনীয় অস্বস্তি, তৎসহ বেদনা ও আড়ষ্টভাব।

আরও পড়ুন –  ভ্যালেরিয়ানেট অব এমোনিয়া-Valerianate of Ammonia

চর্ম : স্পর্শাসহিষ্ণু চর্ম ফাটাফাটা, চর্মে হাজা রোগ

পৃষ্ঠদেশ : ঘাড়ে ও স্কন্ধাস্থিতে খোঁচামারা বেদনা। পৃষ্ঠ, নিতম্ব এবং নিন্মাঙ্গে বেদনা। ঘাড় অত্যন্ত আড়ষ্ট। পেশী ও চর্ম বেদনার্ত, যেন কেহ প্রহার করিতেছে।

উপচয়, উপশম : ঠাণ্ডায় বৃদ্ধি। উত্তাপে উপশম।

সম্বন্ধ : তুলনীয় – মার্ক (লক্ষণে এক প্রকার কিন্ত হ্রাসবৃদ্ধি বিপরীত)। স্পঞ্জিয়া, ক্যালি হাইড্রো, ফাইটো, কোনিয়ম,

অনুপুরক : সালফ, মার্ক, আইয়ড।

মাত্রা : ১ম হইতে ৬ষ্ঠ শক্তি।

2454

 

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev