বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

বেঞ্জেয়েট অব এমোনিয়া-Benzoicum of Ammonia

আরোগ্য হোমিও হল / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ৩ মার্চ, ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
ব্যাসিলাস বোটুলিনাম (Becillus Botulinum)
হোমিও বই

বেঞ্জেয়েট অব এমোনিয়া (Benzoicum of Ammonia)

অপর নাম – এমোনিয়াম বেঞ্জরিকাম (Ammonium Benzoicum)

ডা: উইলিয়াম বরিক।

অশুলাল-মুত্ররোগের অন্যতম ঔষধ, বিশেষঃ গ্রন্থিবাতগ্রস্ত ব্যাক্তিদের। গ্রন্থিবাতরোগে গ্রন্থিস্থানে মেদসঞ্চয়। বৃদ্ধ ব্যাক্তির অনিচ্ছায় মুত্রস্রাব।

মস্তক : ভারী বোধ, মুঢ়তা।

আরও পড়ুন – মুত্র যন্ত্রের ক্যানসার

মুখমণ্ডল : স্ফীত, চক্ষুপল্লবের স্ফীতি। জিহ্বার তলদেশে অর্বুদের (ranula) ন্যায় স্ফীতি।

মুত্র : ধম্রের মত, অল্প পরিমাণ, উহাতে অণ্ডলালময় এবং পুরু তলানি।

পৃষ্ঠ : সেক্রাম অস্থিতে বেদনা, তৎসহ মলবেগ। দক্ষিণ মুত্রগ্রন্থিস্থনে টাটানি।

সম্বন্ধ : তুলনীয় – টেরিবিন্থ, বেঞ্জয়িক এসিড, এমোনিয়া-জাত লবণ-সমুহ, কষ্টিকাম।

মাত্রা : দ্বিতীয় ক্রমের বিচুর্ণ।

বায়ো কম্বিনেশন ২৫

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev