সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:১৭ অপরাহ্ন

বিভিন্ন স্থানের ও বিভিন্ন চরিত্রের বেদনা

আরোগ্য হোমিও হল / ২০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন
সূচীপত্র
সূচীপত্র

বিভিন্ন স্থানের ও বিভিন্ন চরিত্রের বেদনা

হোমিওপ্যাথিক মানুসিক রোগ ও যৌন চিকিৎসা

ডা: জে. এন. পাত্র

ডি. এম. এস  (কলকাতা ) ও

ডা: আর. এন. চন্দ্র

এম, ডি হোমিও প্রাপ্তন চিকিৎসক কলকাতা।

বিভিন্ন স্থানের ও বিভিন্ন চরিত্রের বেদনা

(১) সমস্যা : স্কদ্ধসন্ধির বেদনা।

সমাধান : ফাইটোলক্কা ৩০ (প্রত্যেহ সকালে ও রাত্রে সেব্য)।

(২) সমস্যা : সূঁচ-ফটানো বেদনা।

সমাধান : ব্রায়োনিয়া ৬ বা ৩০ (প্রত্যেহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

(৩) সমস্যা : হুল ফোটানো বেদনা।

সমাধান : এপিস মেল ৬ বা ৩০ (প্রত্যেহ সকালে, দুপরে ও রাত্রে সেব্য)।

আরও পড়ুন – আর ৬৯ (পাঁজরের ব্যথা ড্রপস)

(৪) সমস্যা : স্নায়ুশূল বেদনা।

সমাধান : একটিয়া রেসিমোনা ৩০ (প্রত্যেহ সকালে. দুপুরে ও রাত্রে সেব্য)।

(৫) সমস্যা : কামড়ানি বেদনা।

সমাধান : রাক্স টক্স ৬ বা ৩০ (প্রত্যেহ সকালে দুপুরে ও রাত্রে সেব্য)।

(৬) সমস্যা : মোচড়ানি বেদনা।

সমাধান : কলোসিন্থ ৬ বা ৩০ (প্রত্যেহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

(৭) সমস্যা : টাটানি বেদনা। 

সমাধান : আর্নিকা ৬ বা ৩০ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

আরও পড়ুন –  আর ৭৩ (আর্থারাইটিস, জয়েন্টে ব্যথা)

(৮) খেঁচে ধরা বেদনা।

সমাধান : কস্টিকাম ৬ বা ৩০ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

(৯) সমস্যা : অসহ্য বেদনা।

সমাধান : একোনাইট-ন্যাপ ৩০ বা ২০০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(১০) কৃমিশূল বেদনা।

সমাধান : ফিলিক্স মাস ৬ বা ৩০ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev