শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

আরোগ্য হোমিও হল / ১৪৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪, ৪:৪১ অপরাহ্ন
বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

Bio Combination 25(Acidity,flatulence & Indigestion)।

ক্যাটাগরি : বায়ো কম্বিনেশন হোমিওপ্যাথি বায়োকেমিক ট্যাবলেট।

বায়ো কম্বিনেশন বায়োকেমিক ঔষধে পরিচিত : Bc 25, Bio Comb 25, Bio Comb 25|

আরোগ্য হোমিও হল এ সবাইকে স্বাগতম। আশা করছি, সবাই ভালো আছেন। আজ আমরা এখানে) আলোচনা করবো বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম) হোমিওপ্যাথি ঔষধ কি তা নিয়ে আজকে জনবো, এটা সবার জানা জরুরী! তো আর কথা নয় – সরাসরি মূল আলোচনায়।

বায়ো কম্বিনেশন ২৫ ট্যাবলেট সম্পর্কে তথ্য : অম্লতা বা অ্যাসিডিটি, পেট ফাঁপা এবং বদহজম ব্যবহার করা হয়।

বায়ো কম্বিনেশন ২৫ হল – হাইপার অ্যাসিডিটি, পেট ফাঁপা, বদহজম, বমি, পেট ফাঁপা, মাথাব্যথা, জন্ডিস ও পেটে ভারী হওয়ার মতো সমস্যা নিরাময়ে কার্যকরী।

বায়ো কম্বিনেশন ২৫ কম্পোজিশন সম্পের্কে তথ্য।
(১) ন্যাট্রাম ফসফরিকাম 3x (Natrum sulphuricum 3x)|
(২) নেট্রাম সালফিউরিকাম 3x (Natrum phosphoricum 3x)|
(৩) সিলিসিয়া 12x (Silicea 12x)।

আরও পড়ুন – এইচ আর – ১৫ (ইউরিক অ্যাসিডে কার্যকর)

বায়ো কম্বিনেশন ২৫ উপকারিতা:
অতিরিক্ত দুধ এবং চিনি খাওয়ার ফলে বাচ্চাদের অম্লতা, পেট ফাঁপা, খাওয়ার পর, গর্জন, কোলন কোলিক এবং চাপ, হলুদ বর্ণের সাথে চাপের মতো সমস্যাগুলির চিকিৎসায় কার্যকর। এছাড়াও ঠান্ডা কিছুর জন্য তৃষ্ণা, বমি, অ্যাসিড ডিসপেপসিয়া, পেটে জ্বালাপোড়া ও মলদ্বারে জ্বালা, পেটে ঠান্ডা অনুভূতি, পানি পান করার পর পত্তজনিত বমি, বদহজম, মাথাব্যথা, জন্ডিস এবং পেটে ভারী হওয়ার মতো সমস্যা নিরাময়, পেট এবং মলদ্বারে জ্বালাপোড়া উপশম করতে সাহায্য করে, এটি ক্ষত থেকে ব্যথা উপশম করতে সাহায্য করে এবং মল পাস করার তাগিদ কমায়।

বায়ো কম্বিনেশন ২৫ ওষুধের ক্রিয়া :
(ক) নেট্রাম সালফিউরিকাম 3x (Natrum sulphuricum 3x) : হলুদ রঙ, ঠান্ডা কিছুর জন্য তৃষ্ণা, অ্যাসিড ডিসপেপসিয়া, বুকজ্বালা ও পেট ফাঁপা পিত্তজনিত বমি, পেট ও মলদ্বারে জ্বালাপোড়া। থেঁতলে যাওয়া ব্যথা এবং মল করার তাগিদ।

(খ) ন্যাট্রাম ফসফরিকাম 3x (Natrum phosphoricum 3x) : অতিরিক্ত দুধ এবং চিনি খাওয়ানো শিশুদের পেটে অম্লতা, টক, ফোলাভাব, পেট ফাঁপা, খাওয়ার পরে, গর্জন, সংবেদন যেন একটি মার্বেল নিচে নেমে আসা, কোলন কোলিক, ও চাপ, অম্লতায় কার্যকর।

(গ) সিলিসিয়া 12x (Silicea 12x) : পেটে ব্যথা ও বেদনাদায়ক ঠান্ডা অনুভূতি, পেটের গর্ত চাপে ব্যথা। পানি পান করার পর বমি, হেপাটিক ফোড়া, মহান স্ট্রেনিং, মলদ্বার দংশন অনুভোব, মলের উপর বন্ধ হয়।

আরও পড়ুন – কলিক ফর ড্রপস (শিশুদের যেকোন পেটের পীড়ায় কার্যকর)

বায়ো কম্বিনেশন ২৫ ঔষধ সেবন বিধি :
প্রাপ্তবয়স্করা : প্রতি তিন ঘন্টা অথবা দিনে চারবার ৪ টি ট্যাবলেট, শিশুরা ১ থেকে ২ ট্যাবলেট দিনে ৪ বার কুসুম কুসুম গরম পানির সঙ্গে সেবন করতে হবে। অথবা চিকিৎসকের পরামর্শে সেবন করুন।

পার্শ্বপ্রতিক্রিয়া : এই ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

চিকিৎসকের কিছু পরারর্শ : ওষুধ খাওয়ার সময় মুখের কোনো তীব্র গন্ধ যেমন কফি, পেঁয়াজ, শিং, পুদিনা, কর্পূর, রসুন ইত্যাদি এড়িয়ে চলুন। খাবার/পানীয়/অন্য কোনো ওষুধ যেমন অ্যালোপ্যাথিক ওষুধের মধ্যে অন্তত আধা ঘণ্টার ব্যবধান রাখুন।

সর্তবলী : বায়ো কম্বেনেশন হোমিওপ্যাথি বায়োকেমিক ঔষধগুলি সাধারণত লক্ষণে উপর ভিভি করে ব্যবহার করা হয়। মনে রাখবেন হোমিওপ্যাথিক সদৃশ্য বিধান একটি চিকিৎসা ব্যবস্থা, বেশি লক্ষণে সঙ্গে মিলিলে তবেই ব্যবহার যোগ্য। তা না হলে অবস্থার উপর নির্ভর করে ফলাফল পরিবর্তিত হতে পারে।

আরও পড়ুন – আলফা টনি সিরাপ (শরীরে শক্তি যোগায় ও হজম শক্তি বৃদ্ধি করে)

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ, আলো-বাতাস থেকে দুরে, শিশুদের নাগালে বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন।এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev