ডাঃ আবু হোসেন সরকার।
এম.ডি.বি. এইচ।
ডাঃ সুসলারের রেপার্টরির সঙ্গে তাঁর সেল এবং টিসু (কোষ ও কলা) ভিত্তিক ঔষধ নির্বাচনের সংকেতের ছক সংযোজন করা গেল যাহার ফলে ঔষধ নির্বাচন আরও সহজ সাধ্য হইবে ।
স্নায়ু কোষ (Nerve cells) — ম্যাগফস, ক্যালিফস, নেট্রাম ফস, ফেরাম ফস।
পেশী কোষ (Muscle cells) — ম্যাগফস, ক্যালিফস, নেট্রাম ফস, ফেরাম ফস, ক্যালি মিউর ।
সংযোজক তন্তু (Connective Tissue)— সাইলিসিয়া।
স্থিতিস্থাপক তন্তু (Elastic Tissue)— ক্যাল-ফ্লুয়োরিকা।
অস্থি কোষ (Bone Cells)— ক্যাল্ ফ্লুয়োর, ম্যাগফস, ক্যালকেরিয়া ফস।
কারটিলেজ এবং মিউকাস সেল— নেট্রাম মিউর । কেশ ও অস্থি কোষ— অন্যান্য অজৈব লবন সহ লৌহ । ইপিথিলিয়াল টিসু এবং ফ্লিসটালাইন প্যাথলজিক্যাল রিপোর্ট ভিত্তিক ঔষধ নির্বাচন ।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।