প্রস্তত প্রণালী : হামদর্দ।
ফ্রোডেক্স (FRODEX) ইরেকটাইল ডিসফাংশন (লিঙ্গোত্থানজনিত সমস্যা) এর চিকিৎসায় কার্যকরী প্রাকৃতিক ওষুধ
ফ্রোডেক্স (আম্বর মোমিয়ায়ী)
কার্যকারিতা : ইরেকটাইল ডিসফাংশন (লিঙ্গোত্থানজনিত সমস্যা) এর চিকিৎসায় কার্যকরী একটি প্রাকৃতিক ওষুধ। একটি সাধারণত শক্তি পুনরুদ্ধার করার জন্য টনিক হিসেবে কাজ করে।
ফ্রোডেক্স (FRODEX) বার্ননা : ফ্রোডেক্স ঔষধটি সাধারণত যৌন দুর্বলতা, মানসিক দুর্বলতা, হৃদযন্ত্রের দুর্বলতা, লিভারের দুর্বলতা ও কিডনীর দুর্বলতায় অধিক কার্যকর। ইহা বাত ও সন্ধি ব্যথায় কার্যকরী।
ঔষধের বর্ণনা : কারণে যারা যৌন দুর্বলতায় ভুগছেন, তাদের জন্য শতাব্দীর গবেষণালব্ধ ফ্রোডেক্স (FRODEX) অত্যন্ত কার্যকরী। হাজার হাজার বছরের অভিজ্ঞতায় প্রকৃতি থেকে বাছাইকৃত ওষুধি উপকরণ সমৃদ্ধ ফ্রোডেক্স শুধু যৌনশক্তি বৃদ্ধি অথবা পুরুষাঙ্গকেই দৃঢ় করেনা বরং দেহের গুরুত্বপূর্ণ অঙ্গকে অধিকতর শক্তিশালী ও সক্রিয় করে। বস্তুতঃ এ ট্যাবলেট সমূহের কার্যকারিতা স্নায়ুকেন্দ্রের উপর প্রভাব ফেলে। স্নায়ুশক্তিবর্ধক গুণ ছাড়া ও যৌন অঙ্গাদির ভারসাম্য সুরক্ষা প্রদান করে। যৌন অঙ্গাদিকে প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে শক্তিশালী ও সক্রিয় করে তোলে।
উপাদান : Each tablet contains :-
(1) Ambra grasea (আম্বর) ১.৪০ মিগ্রা।
(2) Asphalt (সালাজিত) ২০.৭৪ মিগ্রা।
(3) Pistacia lentiscus (রুমী মস্তগী) ৯.৩৩ মিগ্রা।
(4) Pistacia vera (পেস্তার তেল) ১১.২০ মিগ্রা।
(5) Salvia haematodes (লাল বামন) ৪৬.৬৩ মিগ্রা।
(6) Pastinaca secacul (শাকাকুল মিছরী) ২৮.০০ মিগ্রা।
(7) Pearl (মুক্তা) ১৮.৬৫ মিগ্রা।
(8) Bezoar Stone (যহরমোহরা) ১৮.৬৫ মিগ্রা।
(9) Aquilaria agallocha (আগর) ১৮.৬৫ মিগ্রা।
(10) Bambusa bambos (বংশলোচন) ১৮.৬৫ মিগ্রা।
(11) Syzygium aromaticum (লবঙ্গ) ১৮.৬৫ মিগ্রা।
(12) Myristica fragrans (arillus) (যত্রিক) ১৮.৬৫ মিগ্রা।
(13) Cinnamomum zeylanicum (দারচিনি) ১৮.৬৫ মিগ্রা।
(14) Zingiber officinale (শুঁঠ) ১৮.৬৫মিগ্রা।
(15) Doronicum hookeri (দরূনজ আকরবী) ১৮.৬৫ মিগ্রা।
(16) Myristica fragrans (nut) (জায়ফল) ১৮.৬৫ মিগ্রা।
(17) Paeonia emodi (উদ ছলীব) ১৮.৬৫ মিগ্রা।
(18) Delphinium denudatum (জদওয়ার খাতায়ী) ১৮.৬৫ মিগ্রা।
(19) Orchis latifolia (ছালেব মিছরী) ৯.৩৩ মিগ্রা।
(20) Calcined stannum (কুশতা কলরী) ৭.৪৬ মিগ্রা।
(21) Acacic nilotica (আরবী গাম) ৪.১৭ মিগ্রা।
(22) Silver foil (রৌপ্য তবক) পরিমাণমত।
ব্যবহারে নির্দেশনা : এটি স্নায়বিক দুর্বলতা, লিঙ্গোত্থানজনিত সমস্যা, শুক্রতারল্য, বীর্য উৎপাদনে সাহায্য করে।
সেবনবিধি : ১ ট্যাবলেট দৈনিক ২ বার দুধসহ সেবন করতে হবে। অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।
সতর্কতা : অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য নয়। এটি প্রাপ্ত ব্যাক্তিদের জন্য।
বিধি নিষেধ : ঔষধটি শিশুদের নাগালের বাইরে রাখুন।
সংরক্ষণ : আলো-বাতস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।
পরিবেশনা : প্রতি বাক্সে অ্যালু অ্যালু ব্লিস্টার প্যাকে ২০টি ট্যাবলেট।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।