প্রোষ্টিন
Protiston
প্রস্রাবের জ্বালাপোড়া ও প্রস্টেটের প্রদাহের জন্য কার্যকর।
ভুমিকা : প্রোষ্টিন একটি বাণিজ্যিক নাম। এটি হোমিওপ্যাথিক টিংচার কম্বিনেশন ড্রপস। যা প্রস্রাবের সময় জ্বালা পোড়া বোধ ও প্রেস্টেটের প্রদাহের জন্য কার্যকরী। এটি বাংলাদেশ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।
উপাদান : Sabal Ser Q, Echinacea Q, Passifiora 1X, Cantharis 4X, Merc Bin Iod 8X.
কার্যকারিতা : প্রস্টেটের প্রদাহ, কষ্টকর প্রস্রাব হয়, অল্প পরিমানে প্রস্রাব হয়, বালুকণাযুক্ত প্রস্রাব, রক্তাক্ত প্রস্রাব, প্রস্রাবের পরে খুব বেদনা, প্রস্রাবের সময় জ্বালা পোড়া বোধ ইত্যাদি সমস্যায় কার্যকরী।
সেবন বিধি : প্রাপ্ত বয়স্ক ব্যাক্তিরা ১৫ ফোঁটা ঔষধ, অপ্রাপ্ত বয়স্করা ৫ থেকে ১০ ফোঁটা ঔষধ দিনে ৩ বার অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে।
পার্শ্বপ্রতিক্রিয়া : এই ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রিতিক্রিয়া নেই। তারপরেও রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করা ভাল।
সতর্কতা : সুগন্ধ-দুগন্ধ আলো-বাতাস থেকে দুরে, শিশুদের নাগালে বাইরে, শুস্ক স্থানে রাখুন।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।