রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

প্রস্রাব সম্বন্ধীয় লক্ষণ (Urinary Symptoms)

আরোগ্য হোমিও হল / ৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ১২:১৭ অপরাহ্ন
জ্বর লক্ষণ (Febrile Symptoms)
বায়োকেমিক রেপার্টরী সূচী পত্র

প্রস্রাব সম্বন্ধীয় লক্ষণ (Urinary Symptoms)

বায়োকেমিক রেপার্টরী

ডাঃ আবু হোসেন সরকার।

 

 

প্রস্রাব সম্বন্ধীয় লক্ষণ (Urinary Symptoms)

প্রস্রাবে অণ্ডলালা—কেলি মিউর, কেলি ফস, কেলি সালফ ।

মূত্রনালীর সর্দি–নেট্রাম মিউর, কেলি মিউর।

মূত্রনালীর গ্রীবার কর্তণবৎ বেদনা—ক্যালকেরিয়া ফস, কেলি ফস, ফেরাম ফস।

মূত্রনালীর পক্ষাঘাত—কেলি ফস, নেট্রাম সালফ ।

মূত্রনালীর ভিতরে পাথর—ক্যালকেরিয়া ফস ।

মূত্রনালী হইতে রক্তস্রাব—কেলি ফস ।

ব্রাইটস রোগ—ক্যালকেরিয়া ফস, কেলি ফস ।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

প্রস্রাবের পর জ্বালা—নেট্রাম মিউর ।

প্রস্রাবের সময় জ্বালা—নেট্রাম সালফ ।

প্রস্রাবের পর কর্তনবৎ যন্ত্রনা—নেট্রাম মিউর ।

মূত্রাশয়ের প্রদাহ—ফেরাম ফস, কেলি মিউর।

মূত্রাশয়ের প্রদাহ তৎসহ দুর্বলতা—কেলিসালফ, কেলিফস ।

বহুমূত্র—ক্যালকেরিয়া ফস, ফেরাম ফস, কেলিমিউর, নেট্রাম ফস ।

বহুমূত্র শর্করাযুক্ত—নেট্রাম মিউর, ফেরাম ফস, নেট্রাম সালফ ।

অসাড়ে মূত্রস্রাব শিশুদের—ক্যালকেরিয়া ফস, সাইলিসিয়া।

অসাড়ে মূত্রস্রাব বৃদ্ধদিগের—ক্যালকেরিয়া ফস ।

অসাড়ে মূত্রস্রাব রাত্রে—ম্যাগনেসিয়া ফস, কেলিফস ।

আরও পড়ুন – র‌্যাক্স নং – ১০৫ (প্রসাবের সংক্রমণ)

অসাড়ে মূত্রস্রাব ক্রিমির জন্য—নেট্রাম ফস ।

অনবরত প্রস্রাব করার ইচ্ছা—ক্যালকেরিয়া ফস, নেট্রাম ফস, ফেরায় ফস।

অনবরত প্রস্রাব করা—কেলিফস, নেট্রাম সালফ, সাইলিসিয়া।

প্রস্রাবে রক্ত—ফেরাম ফস।

অনিচ্ছায় মূত্রপাত—ক্যালকেরিয়া ফস।

অনিচ্ছায় সংকোচন পেশীর দুর্বলতার জন্য—ফেরাম ফস।

অনিচ্ছায় স্নায়বিক দুর্বলতার জন্য—কেলিফস ।

অনিচ্ছায় সংকোচন শীর পক্ষাঘাতের জন্য—কেলিফস ।

অনিচ্ছায় শিশুদের অদোষের জন্য—নেট্রাম ফস ।

অনিচ্ছায় হাঁটিবার সময় বা কাশিবার সময়—নেট্রাম মিউর, ফেরাম ফস।

আরও পড়ুন – প্রোষ্টিন (প্রস্রাবের জ্বালাপোড়া ও প্রস্টেটের প্রদাহ)

মূত্রের বৃদ্ধি—ক্যালকেরিয়া ফস, ফেরাম ফস, নেট্রাম মিউর।

মূত্র নিঃসরণ অনিয়মিত—নেট্রাম ফস ।

বহুমূত্র শর্করাযুক্ত—নেট্রামমিউর, ফেরাম ফস, নেট্রাম সালফ ।

প্রস্রাব কালো রেনুযুক্ত—নেট্রাম সালফ, সাইলেসিয়া ।

প্রস্রাব প্রচুর পরিমাণে—ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস, নেট্রামমিউর ।

প্রস্রাব কালো বর্ণের—কেলি মিউর, নেট্রাম ফস ।

প্রস্রাব পিত্তযুক্ত—নেট্রাম সালফ ।

প্রস্রাব শ্লেষ্মা ও পূঁজযুক্ত—সাইলিসিয়া ।

আরও পড়ুন – পুরুষদের যৌন বাহিত রোগে হোমিওপ্যাথি ঔষধ

প্রস্রাব বালির ন্যায় পদার্থযুক্ত—নেট্রাম সালফ ।

প্রস্রাব সামান্য পরিমাণে—ক্যালকেরিয়া ফ্লোর।

প্রস্রাব প্রত্যেক কাশিতে নিঃসরণ—ফেরাম ফস, নেট্রাম মিউর। শর্করাযুক্ত—নেট্রাম সালফ ।

প্রস্রাব ইউরেট যুক্ত—ক্যালকেরিয়া সালফ, সাইলিসিয়া ।

প্রস্রাব সবুজ ও হলুদ–নেট্রাম সালফ ।

শিশু প্রস্রাব করিয়া বিছানা ভিজাইয়া দেয়—ক্যালকেরিয়া ফস, নেট্রাম ফস ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev