রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

প্রসবান্তিক অতিরিক্ত রক্তস্রাব

আরোগ্য হোমিও হল / ১২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১১ অপরাহ্ন
সূচীপত্র
সূচীপত্র

প্রসবান্তিক অতিরিক্ত রক্তস্রাব

হোমিওপ্যাথিক মানুসিক রোগ যৌন চিকিৎসা

ডা: জে. এন. পাত্র

ডি. এম. এস  (কলকাতা )

ডা: আর. এন. চন্দ্র

এম, ডি হোমিও প্রাপ্তন চিকিৎসক কলকাতা।

 

প্রসবান্তিক অতিরিক্ত রক্তস্রাব

(১) সমস্যা : স্বাভাবিক রক্তস্রাব।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন আর্নিকা ৬ বা হায়োমেলিস ৬। তিন ঘন্টা পর পর সেব্য।

(২) সমস্যা : অত্যাধিক রক্তস্রাব।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ট্রিলিয়াম ৬। দুই ঘন্টা অন্তর সেব্য।

(৩) সমস্যা : রক্তস্রাব, পোয়াতী কাহিল হয়ে পড়ে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন চায়না ৬। ২ ঘন্টা অন্তর সেব্য।

(৪) সমস্যা : রক্তস্রাব, মাথার যন্ত্রণা হয়।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ফেরাম-মেট ৬। ২ ঘন্টা অন্তর সেব্য।

বায়ো কম্বিনেশন ২৫

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev