শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন

প্রমেফ–PROHFF  ঋতুবদ্ধতা নিরাময়ে কার্যকর

আরোগ্য হোমিও হল / ২০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৮:১৬ অপরাহ্ন
প্রমেফ–PROHFF 
প্রমেফ–PROHFF 

প্রমেফ–PROHFF  ঋতুবদ্ধতা নিরাময়ে কার্যকর

ক্যাটাগরি : জরায়ুর শক্তিবর্ধক ও স্ত্রীরোগে কার্যকরী ইউনানী ওষুধ)।

ঔষধের বিবরণ দেখুন

প্রমেফ (PROHFF) মুদির।

ব্যবহার : ঋতুবদ্ধতা, অনিয়মিত ঋতুস্রাব ইত্যাদিতে ব্যবহার করা হয়।

কার্যকারিতা : ঋতুবদ্ধতা নিরাময়ে কার্যকরী।

প্রস্তুত প্রণালী : ইহা ঘৃতকুমারী, জাফরান ও অন্যান্য প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে।, এটি একটি ইউনানী ওষুধ।

বায়ো কম্বিনেশন ২৫

ঔষধের বর্ণনা : প্রমেফ (PROHFF) ঔষধটি ঋতুস্রাব স্বাভাবিক এবং নিয়মিত রাখতে অত্যন্ত কার্যকরী ঘৃতকুমারী রজঃনিঃসারক হিসেবে কাজ করে। জাফরান অনিয়মিত ঋতুস্রাব ও ঋতুবদ্ধতাজনিত সমস্যায় অত্যন্ত কার্যকরী। প্রমেফ (PROHFF) জরায়ুর ব্যথা প্রশমন করে এবং জরায়ুর স্বাভাবিক কার্যক্ষমতা ফিরিয়ে আনে।

আরও পড়ুন – অনিয়মিত ঋতুস্রাবে হোমিওপ্যাথিক চিকিৎসা

উপাদান:প্রতি ট্যাবলেটে আছে-

(1) Aloe barbadensis (ঘৃতকুমারী/মুছাব্বর) ৩৩৩.৩৩ মিগ্রা ।

(2) Crocus sativus (জাফরান) ৬৬.৬৭ মিগ্রা।

(3) Ferrus Sulphate (হীরাকষ) ১৬৬.৬৭ মিগ্রা।

আরও পড়ুন –  রজঃস্রাব ও রজঃবন্ধ

ঔষধ সেবনবিধি : মাসিক বা ঋতুস্রাব আরম্ভের ৩-৪ দিন পূর্ব হতে ঋতুস্রাব আরম্ভ হওয়া পর্যন্ত ১-২ ট্যাবলেট দৈনিক সকালে, দুপুরে ও রাত্রে (৩ বার) অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

প্রতিনির্দেশ : গর্ভ সঞ্চারজনিত ঋতুবদ্ধতার ক্ষেত্রে ওষুধটি মারাত্মকভাবে ক্ষতিকর কারণ হতে পারে।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

বিশেষ সতর্কতা : ওষুধটি একাধারে ৫ দিনের অধিক সময় এবং ঋতুস্রাব চলাকালীন সেবন করা অনুচিত। শিশুদের নাগালের বাইরে রাখুন।

ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : প্রতি বাক্সে ব্লিস্টার প্যাকে ৫ x ১০ ট্যাবলেট।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev