বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন

প্যানক্রিয়াস ক্যানসার

আরোগ্য হোমিও হল / ৪৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন
হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
ক্যানসার বইয়ের সূচি পত্র

প্যানক্রিয়াস ক্যানসার (Pancreas Cancer)

হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য

ডাঃ অরবিন্দ সরকার

প্যানক্রিয়াসটি বেড়ে যায়। শক্ত হয়। ব্যথা থাকে যন্ত্রণায় রোগী ছট ফট করে। জ্বালাকর যন্ত্রান থাকে।

বায়ো কম্বিনেশন ২৫

প্যানক্রিয়াস ক্যানসারের চিকিৎসা : –

ক্যালকেরিয়া আর্সেনিক (Calcarea Arsenica) :- অত্যান্ত জ্বালা প্যাংক্রিয়াস শক্ত ও বড় হয়। রোগী ছট ফট করে। রোগী শুকিয়ে যায়। বেদনায় ফিট পরে।
উধারণ: বরিশাল সদর থার কাউয়ার চর গ্রামের একটি মহিলা পেটের ব্যথা নিয়ে আমার কাছে আসে। তার রোগের ইতিহাস তিন মাস পূর্বে আমার কাছে আসে। তার রোগের ইতিহাস তিন মাস পূর্বে তার পেট অরাশেন হয়েছে হাসপাতালে। কিন্ত তার ব্যাথা কমে নাই। হাসপাতাল থেকে তার রোগ। প্যাংকিয়াসের ক্যানসার বলে দিয়েছে। সে আমাকে জানায় তার পেটে অত্যান্ত ব্যথা। ব্যথায় দিনে ৩/৪ বার ফিট পরে যায়। পেটের মধ্যে মনে হয় জীবন্ত কিছু নড়া করে।

রোগীকে দেওয়া হয়।
R, = Sulpher 200/ 1 Drop
১ মাত্রা মাত্রা।
৩ দিন পর
-Calcarea Arsenica 200/7 Drops
১ মাত্রা প্রতি দিন – ৭ দিন।
-Calcarea Phos -6x
২টি বড়ি প্রতি মাত্রায় – দিনে তিন বার – ৭দিন।
-Calcarea FLuor 6x
৩টি বড়ি প্রতি মাত্রায় দিনে ৪ বার – ৭ দিন।

আরও পড়ুন – আর ৭২ (অগ্ন্যাশয়ের প্যানক্রিয়াস ড্রপস) 

৭ দিন পর রোগী জানান তার ব্যাথা নেই। পরবর্তী ৭ দিন উপরের ঔষধ দেওয়া হয়।। তাতেই রোগী সর্ম্পূ সুস্থ্য।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev