রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

পৃষ্ঠ এবং অংগ প্রত্যংগ (Back and Extremities)

আরোগ্য হোমিও হল / ৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন
জ্বর লক্ষণ (Febrile Symptoms)
বায়োকেমিক রেপার্টরী সূচী পত্র

পৃষ্ঠ এবং অংগ প্রত্যংগ (Back and Extremities)

বায়োকেমিক রেপার্টরী

ডাঃ আবু হোসেন সরকার।

 

পৃষ্ঠ এবং অংগ প্রত্যংগ (Back and Extremities)

অংগ প্রত্যংগে ব্যথা—ক্যালকেরিয়া ফস ।

আঙ্গুলের উপর জলপূর্ণ ফোস্কা—নেট্রাম মিউর ।

পিঠে প্রচণ্ড ব্যথা—ম্যাগ ফস।

পিঠে ব্রণ জাতীয় উদ্ভেদ—ক্যালকেরিয়া সালফ, সাইলিসিয়া ।

পিঠে স্নায়ুশূল—কেলিসালফ, ম্যাগ ফস।

পিঠে ব্যথা, সঞ্চালনে কমে—কেলিফস।

পিঠে বাতের ব্যথা—কেলি সালফ ।

পিঠে ক্ষতের অনুভূতি—নেট্রাম সালফ ।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

পিঠে আক্ষেপিক ব্যথা—নেট্রাম সালফ ।

দুর্বলতার অনুভূতি—নেট্রাম ফস ।

পিঠের ব্যথা সন্ধ্যায় বৃদ্ধি—কেলিসালফ ।

“পিঠের ব্যথা   সঞ্চালনে বৃদ্ধি—সাইলিসিয়া ।

“পিঠের   ঘাড় পর্যন্ত ছড়াইয়া পড়ে—সাইলেসিয়া।

পিঠের গরম ঘরে বৃদ্ধি—কেলি সালফ ।

পিঠের সঞ্চালনে উপশম—ক্যালকেরিয়া ফ্লোর।

পিঠের খোলা বাতাসে উপশম—কেলি সালফ ।

“পিঠের শক্ত বিছানায় শুইয়া থাকলে উপশম—নেট্রাম মিউর ।

আরও পড়ুন –  অ্যাডাল-৪ (আর্থ্রাইটিস, পেশীর জয়েন্টের ব্যথা)

কাঁধে ব্যথা—ক্যালকেরিয়া ফস।

দুই কাধের মাঝখানে ব্যথা—কেলি ফস ।

মেরুদণ্ডে রক্তহীনতার ভাব—কেলি ফস, নেট্রাম ফস ।

হাত দুইটি ভারী হয়—সাইলেসিয়া ।

হাত দুইটি অবসন্ন মনে হয়—নেট্রাম ফস।

 হাত দুইটি শীতল—নেট্রাম মিউর ।

হাত দুইটি শীতল যেন শক্তিহীন, ঝুলিয়া পড়ে—ক্যালকেরিয়া ফস।

হাত দুইটি শীতল শক্ত হইয়া যায় লেখার সময়—ক্যালকেরিয়া ফস, কেলি মিউর, নেট্রামফস ।

 হাত দুইটি শীতল অনিচ্ছায় নড়ে—ম্যাগফস ।

হাতের তলা গরম—ফেরাম ফস।

আরও পড়ুন –  আর ৬৯ (পাঁজরের ব্যথা ড্রপস)

হাতের তলা শক্ত এবং ক্ষতযুক্ত——নেট্রাম সালফ ।

হাতের তলা চামড়া শুষ্ক এবং ফাটা ফাটা—নেট্রাম সালফ ।

হাত কাঁপে—নেট্রাম সালফ ।

হাতের খেঁচুনি —সাইলিসিয়া ।

হাত ফুলা এবং বেদনাযুক্ত—ফেরাম ফস।

হাতের তলায় তলায় আঁচিল – কেলি মিউর, নেট্রাম মিউর, নেট্রাম সালফ ।

নখের বৃদ্ধি যন্ত্রণাদায়ক—নেট্রাম মিউর ।

ঘুমের সময় হাত পা অনিচ্ছায় ঝাঁকি দিয়া উঠে—নেট্রাম মিউর ।

চুলকানি পায়ে—কেলি মিউর, কেলি ফস ।

চুলকানি পোকার দংশনের মত জ্বালাপোড়া—নেট্রাম ফস ।

চুলকানি পায়ের তালুতে—কেলি ফস ।

চুলকানি পায়ের তলাতে—ম্যাগনেসিয়া ফস, কেলিফস ।

চুলকানি পায়ের গোড়ালিতে—নেট্রাম সালফ।

সাইনোভাইটিস— সাইলিসিয়া ।

পায়ের হাঁটুতে প্রদাহ —ক্যালকেরিয়া ফ্লোর ।

পায়ের হাঁটুর দুর্বলতা—নেট্রা মমিউর ।

ঠাণ্ডার সময় পায়ে বেদনা হয়—ফেরাম ফস।

হাঁটার সময় পা দুইটি যেন অবশ হইয়া পড়ে—নেট্রাম ফস।

পা জ্বালা করে—কেলি ফস ।

পা দিনে ঠাণ্ডা এবং রাত্রে গরম—নেট্রাম ফস ।

আরও পড়ুন – আর ৭৩ (আর্থারাইটিস, জয়েন্টে ব্যথা)

পা ক্লান্ত—সাইলিসিয়া ।

পা ফুলিয়া যায়—কেলি মিউর ।

পা দুর্গন্ধযুক্ত ঘাম—সাইলিসিয়া ।

পা দুইটি অনবরত নড়ে—কেলিফস ।

পায়ের আঙ্গুলের জয়েন্টগুলো বৃদ্ধি—ক্যালকেরিয়া ফ্লোর ।

পায়ের আঙ্গুলের প্রদাহ—নেট্রাম ফস ।

পায়ের আঙ্গুলের চুলকানি যুক্ত ফুস্কুড়ি—–নেট্রাম মিউর।

পায়ের আঙ্গুলের শক্ত—ক্যালকেরিয়া সালফ, নেট্রাম সালফ ।

পায়ের বামদিকে নালী ঘা—ক্যালকেরিয়া ফস ।

অসম পদক্ষেপ-নেট্রাম ফস ।

পায়ের বাত তরুণ—নেট্রাম সালফ, ফেরাম ফস, নেট্রাম ফস ।

পায়ের বাত  পুরাতণ—নেট্রাম সালফ, নেট্রাম ফস ।

পায়ের বাত  প্রচণ্ড ব্যথাযুক্ত—কেলিমিউর, নেট্রাম মিউর, ক্যালকেরিয়া ফস।

পায়ের বাত মাঝে মাঝে আক্রমণ হয়—নেট্রাম মিউর ।

পায়ের বাত রাত্রে বাড়ে—ক্যালকেরিয়া ফস ।

পায়ে খিল ধরা—ক্যালকেরিয়া ফস, কেলিফস।

আরও পড়ুন – আর ৮১ (ব্যথা নাশক ড্রপস)

পায়ের জয়েন্ট মট মট শব্দ হয়—ক্যালকেরিয়া ফ্লোর, নেট্রাম মিউর, নেট্রাম সালফ ।

লেখার সময় হাতে খিল ধরে—কেলি সালফ ।

পায়ের আঙ্গুলে কড়া—কেলি মিউর ।

পায়ের পাতায় জ্বালাপোড়া ভাব—ক্যালকেরিয়া সালফ, কেলি ফস, নেট্রাম মিউর ।

সন্ধির চতুর্দিকে স্নেহস্রাবী কোষ—ক্যালকেরিয়া ফস ।

নিতম্বের অসাড়তা—ক্যালকেরিয়া ফস ।

পায়ের সন্ধিস্থলে মোচড়ানো ব্যথা—ক্যালকেরিয়া ফস, ম্যাগনেসিয়া ফস।

দুর্বলতার ভাব—নেট্রাম মিউর ।

পিঠে কার্বাংকলস–ক্যালকেরিয়া সালফ, সাইলিসিয়া ।

হাত পায়ে পাকুই—কেলি মিউর, কেলিফস ।

পুরাতণ পায়ের স্ফীতি রোগ—কেলি মিউর ।

হিপজয়েন্টের প্রদাহ—নেট্রাম মিউর ।

আরও পড়ুন – অ্যাডাল-৫৫ (ঘাড় ও পিঠে ব্যথা)

আঙ্গুলহাড়া—ক্যালকেরিয়া সালফ, ফেরাম ফস, সাইলিসিয়া ।

সন্ধিস্থলের স্ফীতি ছত্রাকের মত দ্রুত বাড়িয়া যায়—কেলি সালফ ।

কবজির পশ্চাতে বাতগণ্ড –ক্যালকেরিয়া ফ্লোর ।

অঙ্গ প্রত্যঙ্গে অনিয়মিত স্ফীতি—নেট্রাম ফস ।

গলগণ্ড—ক্যালকেরিয়া ফ্লোর, নেট্রাম মিউর, ক্যালকেরিয়া ফস ।

অঙ্গ প্রত্যঙ্গের অসাড়তা—ক্যালকেরিয়া ফস, কেলিফস ।

পায়ের শোথ—নেট্রাম মিউর, নেট্রাম সালফ ।

অস্থিতে টিউমার—ক্যালকেরিয়া ফ্লোর।

কৌষিক ঝিল্লীর প্রদাহ – ম্যাগনেসিয়া ফস ।

মাসাংকুর—কেলিমিউর, সাইলিসিয়া।

পায়ের আঙ্গুল চুলকানো—নেট্রাম সালফ ।

অঙ্গ প্রত্যঙ্গের যে কোন স্থানে ক্ষত–কেলি মিউর ।

অঙ্গ প্রত্যঙ্গের যে কোন  উপদংশ জনিত ক্ষত–ক্যালকেরিয়া ফস, সাইলিসিয়া ।

হাতের তালুতে আঁচিল—কেলিমিউর, নেট্রাম সালফ ।

যে কোন ক্ষতে পূঁজ সৃষ্টি—ক্যালকেরিয়া সালফ, সাইলিসিয়া।

কজিতে চুলকানি—নেট্রাম ফস, ফেরাম ফস, ক্যালকেরিয়া ফস ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev